আর্বিল প্রদেশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Erbil Governorate থেকে পুনর্নির্দেশিত)
আর্বিল প্রদেশ
গভর্নরশাসিত অঞ্চল
আর্বিল প্রদেশের অবস্থান
স্থানাঙ্ক: ৩৬°১১′ উত্তর ৪৪°২′ পূর্ব / ৩৬.১৮৩° উত্তর ৪৪.০৩৩° পূর্ব / 36.183; 44.033
দেশ ইরাক
অঞ্চল ইরাকি কুর্দিস্তান
রাজধানীআর্বিল
আয়তন
 • মোট১৪,৮২৮ বর্গকিমি (৫,৭২৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০০১)[১]
 • মোট১৪,২৫,০০০
প্রধান ভাষাসমূহকুর্দি
আসিরীয়
তুর্কমেন

আর্বিল প্রদেশ (আরবি: أربيل; কুর্দি ভাষায়: هه‌ولێر) ইরাকের একটি প্রদেশ। প্রদেশটি উত্তর ইরাকে অবস্থিত। প্রাদেশিক রাজধানী আর্বিল শহরের নামে প্রদেশটির নামকরণ করা হয়েছে।

আর্বিল প্রদেশের আয়তন ১৪,৪২৮ বর্গকিলোমিটার। ২০০১ সালের হিসাব অনুযায়ী এখানে প্রায় ১৪ লক্ষ লোক বাস করেন। এখানে প্রধানত কুর্দি গোত্রভুক্ত লোকদের বাস, তবে আসিরীয়, আরব ও তুর্কমেন গোত্রের লোকেরা সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে এখানে বাস করে। ১৯৭৪ সালের পর থেকে আর্বিল প্রদেশটি উত্তর ইরাকের স্বায়ত্বশাসিত কুর্দি অঞ্চল তথা ইরাকি কুর্দিস্তানের অংশ।

প্রদেশের অর্থনীতি মূলত কৃষিনির্ভর। সাদ্দাম হোসেন ও ইরাকি কুর্দিদের মধ্যে লড়াইয়ে এলাকাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে অনেক স্থানীয় অধিবাসী জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্যবসা করে (এর মধ্যে চোরাচালানিও অন্তর্ভুক্ত) জীবিকা অর্জন করেছেন।

২০০৪ সালের আগস্ট থেকে এখানে দক্ষিণ কোরীয় সৈন্যের একটি দল এখানে শান্তিরক্ষা ও পুনর্নির্মাণ কাজ দেখাশোনার দায়িত্বে আছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৬ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১২ 

আরও দেখুন[সম্পাদনা]