অধিজঠর হার্নিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Epigastric hernia থেকে পুনর্নির্দেশিত)
Abdominal ultrasound of a midline epigastric hernia.[১]

অধিজঠর হার্নিয়া (ইংরেজি: epigastric hernia) হচ্ছে হার্নিয়ার এক প্রকার; যা অধিজঠরে (উরোস্থি এবং নাভির মাঝে উদরপেটের মধ্যরেখায় অবস্থিত) বৃদ্ধি পায়। অধিজঠর হার্নিয়া সাধারণত প্রাপ্তবয়স্ক অবস্থায় দেখা যায়।

মেদজনিত কারণের ফলে এটি মুলত সৃষ্টি হয়, যা ব্যথা এবং টিস্যুর ক্ষতি করতে পারে।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Bedewi, Mohamed Abdelmohsen; El-sharkawy, Mohamed (২০১৭)। "Imaging of Hernias"। ডিওআই:10.5772/intechopen.69163 
  2. Norton, Jeffrey A. (২০০৩)। Essential practice of surgery: basic science and clinical evidence। Berlin: Springer। পৃষ্ঠা 350আইএসবিএন 0-387-95510-0