এডুইন জি ক্রেবস
(Edwin G. Krebs থেকে পুনর্নির্দেশিত)
এডুইন গেরহার্ড ক্রেবস | |
---|---|
![]() এডুইন গেরহার্ড ক্রেবস | |
জন্ম | |
মৃত্যু | ডিসেম্বর ২১, ২০০৯ | (বয়স ৯১)
জাতীয়তা | মার্কিন যুক্তরাষ্ট্র |
মাতৃশিক্ষায়তন | ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইন (ব্যাচেলর অব সায়েন্স), ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেন্ট লুইস (ডক্টর অব মেডিসিন) |
পুরস্কার | চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৯২) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | প্রাণরসায়ন |
প্রতিষ্ঠানসমূহ | ইউনিভার্সিটি অব ওয়াশিংটন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ডেভিস |
এডুইন গেরহার্ড ক্রেবস (৬ জুন ১৯১৮ - ২১ ডিসেম্বর ২০০৯) একজন মার্কিন প্রাণরসায়নবিদ।
জীবনী[সম্পাদনা]
ক্রেবস আইওয়ার ল্যান্সিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি ডেভিসে অবস্থিত ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে বায়োলজিক্যাল কেমিস্ট্রি বিভাগ প্রতিষ্ঠা করেন। ১৯৭৭ সালে তিনি ইউনিভার্সিটি অব ওয়াশিংটনে ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে ফিরে আসেন। তিনি ১৯৩৬ সালে ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইন থেকে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করে ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেন্ট লুইস এর স্কুল অব মেডিসিন থেকে ডক্টর অব মেডিসিন ডিগ্রি অর্জন করেন। ১৯৪৮ সালে তিনি ইউনিভার্সিটি অব ওয়াশিংটন, সিয়াটল এ প্রাণরসায়নের সহকারী অধ্যাপক পদে যোগ দেন।