বিষয়বস্তুতে চলুন

সেন্টিমিটার-গ্রাম-সেকেন্ড পদ্ধতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Cgs থেকে পুনর্নির্দেশিত)
তড়িৎচৌম্বক একক

সেন্টিমিটার-গ্রাম-সেকেন্ড পদ্ধতি (ইংরেজি: Centimeter-gram-second system) বা সংক্ষেপে সিজিএস পদ্ধতি বলতে মেট্রিক একক ব্যবহারকারী একটি বিশেষ ধরনের পদ্ধতিকে বোঝায়, যেখানে সেন্টিমিটার, গ্রাম এবং সেকেন্ড যথাক্রমে দৈর্ঘ্য, ভর ও সময়ের ভিত্তি একক।

উপসর্গ

[সম্পাদনা]

অ্যাব- উপসর্গটি দিয়ে পরিমাপের সিজিএস পদ্ধতিতে তড়িৎ-চুম্বকীয় বিভিন্ন একক নির্দেশ করা হয়। যেমন - অ্যাব-অ্যাম্পিয়ার, অ্যাব-কুলম্ব, অ্যাব-ফ্যারাড, অ্যাব-হেনরি, অ্যাব-মো, অ্যাব-ওম, অ্যাব-ভোল্ট।

তড়িৎ-চুম্বকীয় এককসমূহ

[সম্পাদনা]

সিজিএস পদ্ধতিতে তড়িৎ প্রবাহের একক অ্যাব-অ্যাম্পিয়ার (abampere)। এক অ্যাব-অ্যাম্পিয়ারে ১০ অ্যাম্পিয়ার। এর প্রতীক aA। তড়িৎপ্রবাহ ঘনত্বের একক অ্যাব-অ্যাম্পিয়ার প্রতি বর্গসেন্টিমিটার (abampere per square centimeter)। এর প্রতীক aA/cm2। চৌম্বক ভ্রামকের একক অ্যাব-অ্যাম্পিয়ার সেন্টিমিটার-বর্গ (abampere centimeter squared)। এর প্রতীক aAcm2। তড়িৎ চার্জের একক অ্যাব-কুলম্ব (abcoulomb)। এটি ১০ কুলম্বের সমান। এর প্রতীক aC। বৈদুতিক দ্বিমেরু ভ্রামকের একক অ্যাব-কুলম্ব সেন্টিমিটার। এর প্রতীক aCcm।