ফ্রান্সের জাতীয় উৎসব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Bastille Day থেকে পুনর্নির্দেশিত)
ফ্রান্সের জাতীয় উৎসব
(Fête nationale)
Fireworks at the আইফেল টাওয়ার, Paris,
Bastille Day 2014
The acrobatic team of the French Air Force
অন্য নাম১৪ই জুলাই
ল্য ক্যাতৌযে জুইয়ে
(Quatorze juillet)
পালনকারীফ্রান্স
ধরনজাতীয় দিবস
তাৎপর্যCommemorates the বাস্তিলের বিক্ষোভ ১৪ জুলাই ১৭৮৯ [১][২] এবং [Fête de la Fédération]] ১৪ জুলাই ১৭৯০ এ ফ্রেঞ্চ জাতির একাত্ব
উদযাপনMilitary parades, আতসবাজী, concerts, balls
তারিখ১৪ জুলাই
সংঘটনবার্ষিক
ফ্রান্সের জাতীয় উৎসবের দিন প্যারিসের শঁজেলিজে রাস্তাটি পতাকায় সাজানো হয়।
ফ্রান্সের জাতীয় উৎসবে আইফেল টাওয়ার

ফ্রান্সের জাতীয় উৎসব (ফরাসি: Fête Nationale ফেত্‌ নাসিওনাল্‌; ইংরেজি ভাষায়: Bastille Day) প্রতি বছর ১৪ই জুলাই উদ্‌যাপন করা হয়। ফ্রান্সের সাধারণ মানুষের মুখের ভাষায় এটি ল্য ক্যাতৌযে জুইয়ে (le quatorze juillet) অর্থাৎ ১৪ই জুলাই নামে পরিচিত। এই উৎসবে ১৭৮৯ সালের ১৪ই জুলাই তারিখে ফ্রান্সের সাধারণ জনগণের বাস্তিল দুর্গ দখলের ঘটনাকে স্মরণ করা হয়। ঐ ঘটনাটিকে ফরাসি বিপ্লবআধুনিক ফ্রান্সের একটি প্রতীক হিসেবে গণ্য করা হয়।[১][২]

ফ্রান্সের রাষ্ট্রপতির সম্মুখে প্যারিসের শঁজেলিজে অ্যাভেনিউতে ১৪ই জুলাই সকালে উৎসব শুরু হয়। একোল পলিতেকনিক, একোল স্পেসিয়াল মিলিতের দ্য সাঁ-সির, একোল নাভাল, ইত্যাদি বিদ্যালয়ের ক্যাডেটদের কুচকাওয়াজ, সাধারণ সৈন্যদের কুচকাওয়াজ, সাঁজোয়া গাড়ির বহর, ইত্যাদি চলতে থাকে। উপরে আকাশে পাত্রুই দে ফ্রঁসের বিমানগুলি উড়ে যায়। সম্প্রতি ফ্রান্সের মিত্রদেশের সৈন্যরাও এই কুচকাওয়াজে অংশ নেবার আমন্ত্রণ পান।

এই দিন ফ্রান্সের রাষ্ট্রপতি সাধারণত দেশের অবস্থা সম্পর্কে একটি সাক্ষাৎকার দেন এবং ছোট অপরাধীদের ক্ষমা করে দেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Bastille Day – 14th July"Official Website of France। ১৫ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। A national celebration, a re-enactment of the storming of the Bastille [...] Commemorating the storming of the Bastille on 14th July 1789, Bastille Day takes place on the same date each year. The main event is a grand military parade along the Champs-Élysées, attended by the President of the Republic and other political leaders. It is accompanied by fireworks and public dances in towns throughout the whole of France. 
  2. "La fête nationale du 14 juillet"Official Website of Elysée