বনমালী রে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Banomali Re থেকে পুনর্নির্দেশিত)
শিরোনামহীন
দৈর্ঘ্য৩৪:৫৫

বনমালী রে হলো বলিউড প্লেব্যাক গায়িকা শ্রেয়া ঘোষালের একটি বাংলা ভক্তিমূলক স্টুডিও অ্যালবাম। এটি ২০০২ সালের জানুয়ারিতে মুক্তি পায়। এতে কৃষ্ণের প্রশংসার ভজনসহ মোট ৮টি ট্র্যাক রয়েছে।[১] পরবর্তীতে ২০০৭ সালে, একই গান আবার কৃষ্ণ বিনা আছে কে নামক অ্যালবামে ভিন্ন শিরোনামে প্রকাশ করা হয়।

ট্র্যাকের তালিকা[সম্পাদনা]

নং.শিরোনামদৈর্ঘ্য
১."সাজে শ্রীময়ি রাধে"৫:৪৭
২."আমি যাব না যমুনা ঘাটে"৪:০২
৩."সংসারে কেউ তো কারও নয়"৪:৩৩
৪."কইরে আমার কৃষ্ণ গোপাল?"৩:২৬
৫."বনমালী রে"৩:৫৫
৬."কৃষ্ণ বিনা আছে কে?"৩:৫০
৭."তুমি শ্যাম সুন্দর"৪:৪৮
৮."হরে কৃষ্ণ নাম"৪:৩৪
মোট দৈর্ঘ্য:৩৪:৫৫

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Banomali Re: Shreya Ghoshal"। iTunes। ২০১৩-০৬-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-১০-১৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]