বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Bangladesh Energy Regulatory Commission থেকে পুনর্নির্দেশিত)
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন
সংস্থাটির লোগো
গঠিত২০০৩
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
চেয়ারম্যান
মোঃ নূরুল আমিন
ওয়েবসাইটhttp://www.berc.org.bd/

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা সংক্ষেপে বিইআরসি (অনানুষ্ঠিক বাংলা অর্থ "বাংলাদেশ শক্তি নিয়ন্ত্রক সংস্থা") একটি নিয়ন্ত্রক সংস্থা যা বাংলাদেশে গ্যাস, বিদ্যুৎ ও পেট্রোলিয়াম পণ্য নিয়ন্ত্রণ করে এবং ঢাকা,বাংলাদেশ অবস্থিত।[১]

ইতিহাস[সম্পাদনা]

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বাংলাদেশ সরকারের “বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩”-এর মাধ্যমে ১৩ মার্চ, ২০০৩ তারিখে প্রতিষ্ঠিত হয়।[২] চেয়ারম্যানসহ পাঁচ সদস্যের কমিশনের মধ্যে দুই জন সদস্য নিয়োগের মাধ্যমে এই কমিশন ২৭ এপ্রিল ২০০৪ সালে কার্যকর হয়। কমিশনের ১ম চেয়ারম্যান ৪ জুন ২০০৫ সালে নিযুক্ত হন। এই কমিশন বাংলাদেশে গ্যাস ও বিদ্যুতের মূল্য নির্ধারণ করে থাকে। এছাড়া এটি জ্বালানি শিল্পের মধ্যে বিরোধ নিষ্পত্তি করে থাকে। শক্তি নিরাপত্তা তহবিল এই সংস্থার অধীনে রয়েছে।

কমিশনের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ[সম্পাদনা]

ক্রম নাম পদবি
মোঃ নূরুল আমিন চেয়ারম্যান
ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী সদস্য[৩]
ড. মোঃ হেলাল উদ্দিন, এনডিসি সদস্য[৩]
আবুল খায়ের মোঃ আমিনুর রহমান সদস্য[৩]
মোঃ কামরুজ্জামান সদস্য

কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যবৃন্দ সরকার কর্তৃক নির্ধারিত পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধা প্রাপ্ত হন।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Riaz, Ali; Rahman, Mohammad Sajjadur। Routledge Handbook of Contemporary Bangladesh (ইংরেজি ভাষায়)। Routledge। পৃষ্ঠা 251। আইএসবিএন 9781317308775 
  2. "বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩" (পিডিএফ)http://bdlaws.minlaw.gov.bd। ২০ মার্চ ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৮  |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  3. "এনার্জি রেগুলেটরি কমিশনে তিন সদস্য নিয়োগ"www.jugantor.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০২-২৭ 
  4. "বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩"। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৩