আইয়ুব আল কাবি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Ayoub El Kaabi থেকে পুনর্নির্দেশিত)
আইয়ুব আল কাবি
ব্যক্তিগত তথ্য
জন্ম (1993-06-26) ২৬ জুন ১৯৯৩ (বয়স ৩০)
জন্ম স্থান কাসাব্লাঙ্কা, মরক্কো
উচ্চতা ১.৮২ মিটার (৫ ফুট ১১+ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আরএসবি
জার্সি নম্বর ২০
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৬–২০১৭ আরএসি ১৮ (২৫)
২০১৭– আরএসবি ৩৮ (২২)
জাতীয় দল
২০১৮– মরক্কো (১০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৮ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

আইয়ুব আল কাবি (আরবি: أيوب الكعبي) জন্ম: ২৬ জুন ১৯৯৩) হলেন মরক্কোর একজন পেশাদার ফুটবলার, যিনি মরক্কোর ক্লাব রেনাইসেন্স স্পোর্তিভ দে বেরকানে এবং মরক্কো জাতীয় দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। এছাড়াও তিনি মাঝে মাঝে একজন উইঙ্গার হিসেবেও খেলে থাকেন। তিনি সিএইচএএন ২০১৮-এর সর্বোচ্চ গোলদাতা ছিলেন, যেখানে তিনি তার জন্মভূমিতে ৯টি গোল করেছিলেন; এর ফলে তিনি উক্ত প্রতিযোগিতায় রেকর্ড গড়েন। পূর্বে সিএইচএএন ২০০৯-এ গাম্বিয়ার গিভেন সিঙ্গুলুমা সর্বোচ্চ গোলদাতায় পরিণত হয়েছিলেন, যেখানে তিনি ৫টি গোল করেছিলেন।

লিবিয়ার বিরুদ্ধে সেমি-ফাইনালে দুটি গোল করার পর, মরক্কো আফ্রিকান নেশন্স চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ফাইনালে উঠে।[১][২]

আন্তর্জাতিক ক্যারিয়ার[সম্পাদনা]

২০১৮ সালের ১৭শে মে তারিখে, তিনি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত ২৩ সদস্যের মরক্কো দলে স্থান পান।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Ayoub El Kaabi"Player। Football Database.eu। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৭ 
  2. "El Kaabi, Ayoub"। National Football Teams। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৮ 
  3. "Boufal left out of Morocco squad" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]