স্বতঃঅনাক্রম্য রোগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Autoimmune disease থেকে পুনর্নির্দেশিত)
এক মেয়ের সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাসে পাওয়া সাধারণ "প্রজাপতি আকারের ফুসকুড়ি"

স্বতঃঅনাক্রম্য রোগ বা অটোইমিউন রোগ (ইংরেজি: autoimmune disease) হচ্ছে এক প্রকার শারীরিক অবস্থা যা শরীরের একটি স্বাভাবিক অংশে অস্বাভাবিক অনাক্রম্য প্রতিক্রিয়ার কারণে সৃষ্টি হয়।[১] এখন পর্যন্ত কমপক্ষে ৮০ প্রকারের স্বতঃঅনাক্রম্য রোগ সম্পর্কে জানা গেছে। শরীরের প্রায় সকল অংশই এই রোগে আক্রান্ত হতে পারে।[২] এই ধরনের রোগগুলোর সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে অল্প জ্বর এবং দুর্বল বোধ করা। প্রায় ক্ষেত্রেই উপসর্গগুলো আসে এবং চলে যায়।

এ ধরনের রোগের কারণ সচারচর অজানা।[২] কিছু স্বতঃঅনাক্রম্য রোগ, যেমন লুপাস রোগ পারিবারিক কারণে হতে পারে, আবার কিছু ক্ষেত্রে নির্দিষ্ট সংক্রমণ বা পরিবেশগত কারণেও এ ধরনের রোগের সৃষ্টি হতে পারে।[১] কিছু সাধারণ রোগ যা স্বতঃঅনাক্রম্য রোগ হিসেবে বিবেচিত হয় তার মধ্যে রয়েছে সিলিয়াক রোগ, টাইপ ১ ডায়াবেটিস, গ্রেভস ডিজিজ, প্রদাহমূলক পেটের রোগ, মাল্টিপল স্ক্লেরোসিস, সোরিয়াসিস, রিউম্যাটয়েট বাত, এবং সিস্টেমিক লাপাস এরিথেম্যাটোসাস[৩] এ ধরনের রোগের রোগের ক্ষেত্রে রোগননির্ণয় করা কঠিন হতে পারে।

যুক্তরাষ্ট্রে প্রায় ২ কোটি ২৪ লক্ষ মানুষ (মোট জনসংখ্যার প্রায় ৭%) স্বতঃঅনাক্রম্য রোগে আক্রান্ত।[১][২] সাধারণ পুরুষের তুলনায় নারীরা এই রোগে বেশি আক্রান্ত হয়। যৌবনে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। ১৯০০ দশকের শুরুর দিকে প্রথম এই রোগের বর্ণনা করা হয়।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Autoimmune diseases fact sheet"OWH। ১৬ জুলাই ২০১২। ৫ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৬ 
  2. Borgelt, Laura Marie (২০১০)। Women's Health Across the Lifespan: A Pharmacotherapeutic Approach (ইংরেজি ভাষায়)। ASHP। পৃষ্ঠা 579। আইএসবিএন 9781585281947। ২০১৭-০৯-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. Hohlfeld, Reinhard; Dornmair, Klaus (২০১৬)। "The search for the target antigens of multiple sclerosis, part 1: Autoreactive CD4+ T lymphocytes as pathogenic effectors and therapeutic targets": 198–209। ডিওআই:10.1016/S1474-4422(15)00334-8পিএমআইডি 26724103 
  4. Paniker, Ananthanarayan And (১৬৯)। Ananthanarayan and Paniker's Textbook of Microbiology (ইংরেজি ভাষায়)। Orient Blackswan। আইএসবিএন 9788125028086। ২০১৭-০৯-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

আরও পড়ুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

শ্রেণীবিন্যাস
বহিঃস্থ তথ্যসংস্থান