মাকাও ফুটবল অ্যাসোসিয়েশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Associação de Futebol de Macau থেকে পুনর্নির্দেশিত)
মাকাও ফুটবল অ্যাসোসিয়েশন
এএফসি
প্রতিষ্ঠিত১৯৩৯; ৮৫ বছর আগে (1939)[১]
সদর দপ্তরতাইপা, মাকাও
ফিফা অধিভুক্তি১৯৭৮[১]
এএফসি অধিভুক্তি১৯৭৮
সভাপতিমাকাও চেওং ভিতোর লুপ কোয়ান
সহ-সভাপতি
  • মাকাও চং চক ভেং
  • মাকাও লাই পাক লেং
ওয়েবসাইটmacaufootballassociation.com

মাকাও ফুটবল অ্যাসোসিয়েশন (চীনা: 澳門足球總會, ইংরেজি: Macau Football Association; এছাড়াও সংক্ষেপে এমএফএ নামে পরিচিত) হচ্ছে মাকাওয়ের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৩৯ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর মাকাওয়ের তাইপায় অবস্থিত।

এই সংস্থাটি মাকাওয়ের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে লিগা দে এলিট এবং তাসা দে মাকাও মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে মাকাও ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন চেওং ভিতোর লুপ কোয়ান এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন চান কেং হো।

কর্মকর্তা[সম্পাদনা]

২৪ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান নাম
সভাপতি চেওং ভিতোর লুপ কোয়ান
সহ-সভাপতি চং চক ভেং
লাই পাক লেং
সাধারণ সম্পাদক চান কেং হো
কোষাধ্যক্ষ চিও বেঞ্জামিন
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক
প্রযুক্তিগত পরিচালক ইয়ং চো লেং
ফুটসাল সমন্বয়কারী লাও ওয়েং হাং
জাতীয় দলের কোচ (পুরুষ) ইয়ং চো লেং
জাতীয় দলের কোচ (নারী) ঝাং হং
রেফারি সমন্বয়কারী লাও পেং ওয়াই

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১০ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]