আল্লা রাখা খান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Alla Rakha থেকে পুনর্নির্দেশিত)
আল্লা রাখা খান
১৯৮৮তে তবলাবাদক আল্লা রাখা খান
১৯৮৮তে তবলাবাদক আল্লা রাখা খান
প্রাথমিক তথ্য
জন্মনামআল্লা রাখা খান
জন্ম২৯ এপ্রিল, ১৯১৯
উদ্ভবরতনগড়, গুরুদাসপুর, পাঞ্জাব, ভারত
মৃত্যু৩ ফেব্রুয়ারি, ২০০০
ধরনহিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীত, বিশ্ব সঙ্গীত
পেশাতবলা বাদন
বাদ্যযন্ত্রতবলা

ওস্তাদ আল্লারাখা (২৯ এপ্রিল ১৯১৯ - ৩ ফেব্রুয়ারি ২০০০) ছিলেন একজন বিখ্যাত তবলা বাদক এবং বিখ্যাত তবলা বাদক ওস্তাদ জাকির হুসেইন তারই সন্তান।

ওস্তাদ আল্লারাখা ১৯১৯ খ্রিষ্টাব্দে পাঞ্জাবের গুরুদাসপুর জেলার রতনগড় গ্রামে জন্মগ্রহণ করেন।[১] ওস্তাদ আল্লারাখার বাবা ছিলেন একজন কৃষক। তার বাবা ভেবেছিলেন তার ছেলেও তার মতো কৃষিকাজে মনোনিবেশ করবে। কিন্তু বস্তবে তা ঘটেনি। কৃষিকাজে আল্লারাখার কোনো আগ্রহ ছিল না। তার আগ্রহ ছিল সঙ্গীতে।

১৯৭১ সালে আমেরিকার নিউইয়র্ক শহরের ম্যাডিসন স্কোয়ার গার্ডেন এ "The Concert for Bangladesh " এ সেতারবাদক রবি শংকর ও বিখ্যাত সরোদবাদক ওস্তাদ আলী আকবর খানের যন্ত্রসংগীতের সাথে তবলায় ছিলেন ওস্তাদ আল্লা রাখা খান।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Staff, Guardian (২০০০-০২-০৫)। "Alla Rakha"the Guardian (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]