আকাশা (২০১৮-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Akasha (2018 film) থেকে পুনর্নির্দেশিত)
আকাশা
aKasha
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকহাজোজ কুকা
প্রযোজক
  • হাজোজ কুকা
  • স্টিভেন মারকোভিচ
রচয়িতাহাজোজ কুকা
শ্রেষ্ঠাংশে
  • একরাম মারকুস
  • কামাল রমাদান
  • মোহাম্মদ চাকাদো
সুরকার
  • ন্যান্সি মুনির
  • আলসারাহ
চিত্রগ্রাহক
  • জিওভানি পি. অত্রান
  • হাজোজ কুকা
সম্পাদকহাজোজ কুকা
প্রযোজনা
কোম্পানি
  • বিগ ওয়ার্ল্ড সিনেমা
  • রিফিউজি ক্লাব
  • কমপ্লিজেন ফিল্ম
মুক্তি
স্থিতিকাল৭৮ মিনিট
দেশ
ভাষাআরবি ভাষা

আকাশা ২০১৮ সালে নির্মিত একটি সুদানী হাস্যরসাত্মক চলচ্চিত্র। এক সুদানী যোদ্ধার কাহিনী নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছেন হাজোজ কুকা। কুকা এর আগে বেশ কয়েকটি তথ্যচিত্র পরিচালনা করলেও আকাশাই তার প্রথম আখ্যানধর্মী চলচ্চিত্র। ২০১৮ সালের ৩১ আগস্ট ভেনিস চলচ্চিত্র উৎসবে এটি প্রদর্শিত হয়।

প্রেক্ষাপট[সম্পাদনা]

আদনান একজন বিদ্রোহী যোদ্ধা। সে একটি মিগ ফাইটার বিমানকে গুলি করে ভূপাতিত করায় কিছু দিনের জন্য ছুটিতে যাওয়ার অনুমতি পায়। সে যেই একে-৪৭ বন্দুক দিয়ে বিমানটি ভূপাতিত করেছিল সেই বন্দুকটির প্রেমে পড়ে যায় এবং তার নাম রাখে ন্যান্সি। কিন্তু তার প্রেমিকা লিনা তার এই আরেক প্রেম সম্পর্কে খুশি হতে পারেনি। ফলে সে আদনানকে বের করে দেয় এবং দুপুরে একটি গাছের কাছে দেখা করার কথা বলে। আদনান যুদ্ধে ফিরে যাওয়ার পরিকল্পনা করলেও ভুলক্রমে ন্যান্সিকে লিনার বাড়িতে ফেলে আসায় সে যুদ্ধে যেতে পারছিল না। কেননা এতে তাকে শাস্তির সম্মুখীন হতে হবে। তাই সে ন্যান্সিকে পুনরুদ্ধার করার জন্য বিভিন্ন পরিকল্পনা তৈরি করে। পথিমধ্যে তিনি আবসি নামক এক ব্যক্তির সহায়তা পান, যিনি কিনা শান্তিতে বিশ্বাসী।[১][২]

কুশীলব[সম্পাদনা]

নির্মাণ[সম্পাদনা]

স্থানীয় যুব কেন্দ্রে নাটক শেখানোর সময় কুকা সুদানের বিখ্যাত দুই অভিনেতা মোহাম্মদ চাকাদো এবং কামাল রমাদানের সাথে দেখা করেন এবং তাদের ছবিতে অভিনয় করানোর সিদ্ধান্ত নেন।[৩] তিনি লিনার চরিত্রে অভিনয়ের জন্য একরাম মার্কুসকে নির্বাচিত করেন। কারণ তার বাস্তব জীবনের সাথে চরিত্রটি অনেকটাই মিলে যায়; তিনি বিয়ে করার চেয়ে পড়াশোনা করাকে বেশি প্রাধান্য দিয়েছেন।[৪]

মুক্তি[সম্পাদনা]

২০১৮ সালের ৩১ আগস্ট চলচ্চিত্রটি ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার করা হয়। পরবর্তীতে ২০১৮ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ২০১৯ সিডনি চলচ্চিত্র উৎসবে এটি প্রদর্শিত হয়।[৫] অভিনেতাদের মধ্যে কামাল রমাদান এবং মোহাম্মদ চাকাদো- এই দুজন উৎসবে অংশ নিতে পারেননি। কারণ উগান্ডা তাদের শরণার্থী স্থিতির কাগজপত্র ছাড়া তাদেরকে প্রস্থানের অনুমতি দিতে অস্বীকার করেছিল।[৩] চলচ্চিত্রটি এডিনবার্গের আফ্রিকা ইন মোশনেও প্রদর্শিত হয়েছে।[৬]

মূল্যায়ন[সম্পাদনা]

পেশাদারী মূল্যায়ন
পর্যালোচনা স্কোর
উৎসমূল্যায়ন
আইএমডিবি৬.৯/১০ তারকা[৭]

আকশা সমালোচকদের কাছ থেকে মিশ্র পর্যালোচনা পেয়েছে। নন সোলো সিনেমার অ্যালভিস মাইনার্দি লিখেছেন যে স্বল্প বাজেটের চলচ্চিত্র হলেও এটিকে অপছন্দ করা সহজ নয়।[৮] সিনেমাটোগ্রাফির মার্টিনা ব্যারন অনুভব করেছিলেন যে, অভিনেতাদের পারফরম্যান্স অনেক সময় চলচ্চিত্রের মানকে নামিয়ে দেয়; তবে পরিচালকের এই অভিষেক দেখে বোঝা যায় যে তার চলচ্চিত্র নির্মাণের প্রতিভা আছে।[৯]

চলচ্চিত্রটি ২০১৯ অস্ট্রীয় চলচ্চিত্র উৎসবে বেস্ট ড্রামা লং ইন্টারন্যাশনাল পুরস্কার এবং ২০১৯ ফিল্মফেস্ট ব্রেমেনে জুরি অ্যাওয়ার্ড হিউমার পুরস্কার অর্জন করে।[৫]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. সিরি, কেইথ (১১ অক্টোবর ২০১৮)। "Don't miss! Four films for Thursday 11 October"ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৯ 
  2. আগারওয়াল, মানিশ (৮ অক্টোবর ২০১৮)। "Three to see at LFF if you like... African films"ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৯ 
  3. ভোরলিয়াস, ক্রিস্টফার (২৯ আগস্ট ২০১৮)। "Venice: Two Refugee Sudanese Actors Unable to Attend Film Premiere"ভ্যারাইটি। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৮ 
  4. স্টিফেন্স, ড্যানিয়েল (নির্মাতা) (২১ নভেম্বর ২০১৮)। 'Suddenly you have to run for your life': a film-maker's take on life in Sudan (পডকাস্ট)। দ্য গার্ডিয়ান। event occurs at ১৪:৫৪। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৯ 
  5. "আকাশা"বিগ ওয়ার্ল্ড সিনেমা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২০ 
  6. স্টিফেন, ফিলিস (২৫ সেপ্টেম্বর ২০১৮)। "Africa in Motion Film Festival 26 October to 4 November 2018"দ্য এডিনবার্গ রিপোর্টার। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৮ 
  7. "আকাশা"আইএমডিবি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২০ 
  8. মাইনার্দি, অ্যালভিস (৩১ আগস্ট ২০১৮)। ""aKasha" di Hajooj Kuka"নন সোলো সিনেমা (ইতালীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৮Il budget rimane risicato, e talvolta nell’opera ben si nota questa caratteristica, ma il lavoro che riesce a imbastire pur con tutti i suoi difetti è difficile da disprezzare, vuoi per lo sguardo ironico con cui affronta un tema complesso, vuoi per l’assoluta mancanza di retorica. 
  9. ব্যারোন, মার্টিনা (২ সেপ্টেম্বর ২০১৮)। "Venezia 75 – aKasha (The Roundup): recensione"সিনেমাটোগ্রাফি (ইতালীয় ভাষায়)। ফিল্ম ইজ নাও। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৮Un film decisamente semplice in cui purtroppo gli attori non contribuiscono ad alzare il livello della prestazione generale dell’opera e anzi, a volte, sembrano addirittura abbassare ancora di più il livello qualitativo del tutto. Di certo un tentativo di cinema contemporaneo che mostra la conoscenza delle dinamiche della narrazione, non sapendole però utilizzare al loro meglio, creando un film ingenuo, ma che presenta le abilità di questo aspirante regista. 

বহিঃসংযোগ[সম্পাদনা]