অ্যাডাম বাখের

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Adam Bacher থেকে পুনর্নির্দেশিত)
অ্যাডাম বাখের
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামঅ্যাডাম মার্ক বাখের এডাম বাখের
জন্ম২৯ অক্টোবর, ১৯৭৩
জোহেন্সবার্গ, দক্ষিণ আফ্রিকা
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম
ভূমিকাব্যাটসম্যান
সম্পর্কআলী বাখের (কাকা), এম বাখের (ভ্রাতা)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ২৬৬)
২৬ ডিসেম্বর ১৯৯৬ বনাম ভারত
শেষ টেস্ট১১ নভেম্বর ১৯৯৯ বনাম জিম্বাবুয়ে
ওডিআই অভিষেক
(ক্যাপ ৪৪)
২ ফেব্রুয়ারি ১৯৯৭ বনাম ভারত
শেষ ওডিআই২ মার্চ ২০০৫ বনাম জিম্বাবুয়ে
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই
ম্যাচ সংখ্যা ১৯ ১৩
রানের সংখ্যা ৮৩৩ ২৭০
ব্যাটিং গড় ২৬.০৩ ২০.৭৬
১০০/৫০ ০/৫ ০/১
সর্বোচ্চ রান ৯৬ ৫৬
বল করেছে ১০৮
উইকেট
বোলিং গড় ২১.৩৩
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং ২/৩৬
ক্যাচ/স্ট্যাম্পিং ১১/- ৪/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১৯ সেপ্টেম্বর ২০২০
পদক রেকর্ড
ক্রিকেট
 দক্ষিণ আফ্রিকা-এর প্রতিনিধিত্বকারী
ম্যাক্কাবিয়া গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০০৫ ম্যাক্কাবিয়া ক্রিকেট
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০০৯ ম্যাক্কাবিয়া ক্রিকেট

অ্যাডাম মার্ক বাখের (ইংরেজি: Adam Bacher; জন্ম: ২৯ অক্টোবর, ১৯৭৩) জোহেন্সবার্গ এলাকায় জন্মগ্রহণকারী সাবেক দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়কাল থেকে ২০০০-এর দশকের মাঝামাঝি সময়কাল পর্যন্ত সালে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[১][২][৩]

ঘরোয়া প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে কেপ কোবরাস, গটেং, লায়ন্স ও ট্রান্সভাল দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন অ্যাডাম বাখের

প্রথম-শ্রেণীর ক্রিকেট[সম্পাদনা]

ইউএনআইএসএ’র রাজা সপ্তম এডওয়ার্ড স্কুলে পড়াশুনো করেন। ১৯৯০-৯১ মৌসুমে ট্রান্সভাল নাফের পক্ষে জুনিয়র প্রতিনিধিত্বমূলক ক্রিকেটে অংশ নেন।

১৯৯৩-৯৪ মৌসুম থেকে ২০০৫ সাল পর্যন্ত অ্যাডাম বাখেরের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। আক্রমণাত্মক ঢংয়ে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতেন। সীমিত ওভারের খেলায় যথেষ্ট সফলতার স্বাক্ষর রেখেছিলেন। ১৯৯৪-৯৫ মৌসুমে ট্রান্সভালের পক্ষে অভিষেক ঘটে তার।

আন্তর্জাতিক ক্রিকেট[সম্পাদনা]

সমগ্র খেলোয়াড়ী জীবনে ঊনিশটি টেস্ট ও তেরোটি একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন অ্যাডাম বাখের। ২৬ ডিসেম্বর, ১৯৯৬ তারিখে ডারবানে সফরকারী ভারত দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ১১ নভেম্বর, ১৯৯৯ তারিখে হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ে দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

১৯৯৫-৯৬ মৌসুমে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে প্রথমবারের অংশগ্রহণ করেন অ্যাডাম বাখের। ঐ মৌসুমে অনূর্ধ্ব-২৪ দলের সদস্যরূপে শ্রীলঙ্কা গমন করেন তিনি। এর পরের বছর পরবর্তী গ্রীষ্মে টেস্ট ক্রিকেটে অংশগ্রহণের সুযোগ পান তিনি। ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক পর্ব সম্পন্ন হবার পর ঘরোয়া ক্রিকেটে অংশ নেন। সফরকারী দলের শচীন তেন্ডুলকরের ক্যাচ ডিপ অঞ্চল থেকে তালুবন্দী করে দর্শনীয়তার ছাঁপ রাখেন ও স্মরণীয় করে রাখেন নিজেকে।

১৯৯৭-৯৮ মৌসুমে দুইটি অর্ধ-শতরানের ইনিংস খেলেন। তন্মধ্যে, পাকিস্তানের মাটিতে শেখুপুরায় অনুষ্ঠিত টেস্টে ৯৬ রানের অসাধারণ ইনিংস উপহার দেন তিনি। তবে ব্যর্থতাপূর্ণ ঐ মৌসুমে খেলা সত্ত্বেও গ্রীষ্মের শেষে অস্ট্রেলিয়া গমনের সুযোগ পান। শুরুতে তিনি কিছুটা গুটিয়ে খেলতেন। পরবর্তীতে ঐ সিরিজের পর সেঞ্চুরিয়নে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও একটি ৯৬ রানের ইনিংস খেলেন। পরবর্তী দুই বছরও খেলার ধারা অব্যাহত রাখতে সক্ষম হন। কিন্তু, ইংল্যান্ড, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দূর্বলমানের খেলা প্রদর্শন করলে দলের বাইরে তাকে রাখা হয়।

সাত বছর পর একদিনের ক্রিকেটে অংশ নেন। সাত বছর দলের বাইরে থাকার পর বিস্ময়করভাবে ২০০৪-০৫ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজে তাকে অন্তর্ভুক্ত করা হয়। এরজন্যে মূলতঃ ঘরোয়া ক্রিকেটে ক্রমাগত রান সংগ্রহকে প্রাধান্য দেয়া হয়। কিন্তু, সিরিজের প্রথম ওডিআইয়ে অংশ নেয়ার পর তাকে দলের বাইরে রাখা হয়।

তার কাকা আলী বাখের দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও ক্রিকেট নির্বাহী।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "South Africa – Players by Test cap"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২০ 
  2. "South Africa – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২০ 
  3. "South Africa – Test Bowling Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২০ 

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]