আবদুস সালাম
অবয়ব
(Abdus Salam থেকে পুনর্নির্দেশিত)
আবদুস সালাম বা আব্দুস সালাম যাদেরকে বোঝানো হতে পারে-
- আবদুস সালাম (পদার্থবিজ্ঞানী)—পাকিস্তানের নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী।
- আবদুস সালাম (ভাষা শহিদ)—বাংলা ভাষা আন্দোলনের শহীদ।
- আবদুস সালাম (সাংবাদিক)—বাংলাদেশী সাংবাদিক এবং দৈনিক দ্য বাংলাদেশ অবজার্ভার পত্রিকার প্রথম সস্পাদক।
- আবদুস সালাম (বীর বিক্রম)—বীর বিক্রম খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা।
- আবদুস সালাম (বীর প্রতীক)—বীর প্রতীক খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা।
- আব্দুস সালাম (বীর প্রতীক)—বীর প্রতীক খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা।
- আবদুস সালাম (ভাষা কর্মী)—বাংলাদেশের একজন ভাষা কর্মী যিনি মাতৃভাষার স্বীকৃতি আদায়ের জন্য নিরলসভাবে কাজ করেছেন।
- আবদুস সালাম (রাজনীতিবিদ)—পূর্ব পাকিস্তানের সাবেক এমপি ও মন্ত্রী। সিলেটের কানাইঘটের সোনাপুর গ্রামে জন্মগ্রহণ কারী।
- আব্দুস সালাম (শেরপুরের রাজনীতিবিদ)—জামালপুর-৭ ও শেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি স্বরাষ্ট্র উপমন্ত্রী ও কৃষিপ্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
- আবদুস সালাম (জেনারেল)—বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ও ময়মনসিংহ-৯ আসনের সাবেক সংসদ সদস্য।
আরও দেখুন
[সম্পাদনা]- আব্দুস সালাম মুর্শেদী—বাংলাদেশের সাবেক জাতীয় দলের ফুটবল খেলোয়াড় এবং উদ্যোক্তা।
- আব্দুস সালাম তালুকদার—বাংলাদেশী আইনজীবী ও রাজনীতিবিদ ছিলেন।
- আব্দুস সালাম পিন্টু—বাংলাদেশী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ। সাবেক উপ-শিক্ষামন্ত্রী ছিলেন।
- আব্দুস সালাম খান—বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ এবং পূর্ব পাকিস্তান বঙ্গ আই পরিষদের সদস্য।
- আবদুস সালাম আরিফ—ইরাকি রাজনীতিবিদ।
- কে এম আব্দুস সালাম—বাংলাদেশী সরকারি কর্মকর্তা যিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব।