বিষয়বস্তুতে চলুন

হিরোশিমা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা AishikBot (আলোচনা | অবদান) কর্তৃক ২৩:৫৪, ১৫ এপ্রিল ২০২১ তারিখে সম্পাদিত হয়েছিল (বানান ও অন্যান্য সংশোধন)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

হিরোশিমা বাণিজ্যিক জাদুঘর ১৯১৫
১৯৩০ সালের হিরোশিমা শহরের মানচিত্র (জাপানি সংস্করণ)

হিরোশিমা (広島市? হিরোশিমা শিজাপানের একটি নগর। এটি হিরোশিমা প্রশাসনিক অঞ্চলের রাজধানী এবং জাপানের মূল দ্বীপ হোনশুর চুউগোকু অঞ্চলের সবচেয়ে বড় নগর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষার্ধে ১৯৪৫ সালের ৬ই আগস্ট স্থানীয় সময় ৮টা ১৫মিনিটে আমেরিকান বিমান বাহিনী হিরোশিমাতে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায়।

আরো দেখুন