বিষয়বস্তুতে চলুন

স্মার্ট কার্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Nazrul Islam Nahid (আলোচনা | অবদান) কর্তৃক ১৮:৪৭, ৩০ জুন ২০২১ তারিখে সম্পাদিত হয়েছিল (একটি চিত্র যোগ করা হয়েছে। #WPWPBN #WPWP)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

স্মার্ট কার্ড হল কম্পিউটার ও অন্যান্য যন্ত্রাংশে (যেমন মোবাইল ফোন) নিরাপত্তা সংক্রান্ত কাজে ব্যবহৃত কার্ড আকৃতির জিনিস, যার মধ্যে সমন্বিত বর্তনী বা Integrated circuit রয়েছে। স্মার্ট কার্ড মূলত দুই প্রকার - মেমরি কার্ড, যার মধ্যে নিরাপত্তাসূচক বর্তনী যুক্ত মেমরি বা স্মৃতিভাণ্ডার থাকে, এবং মাইক্রোপ্রসেসর কার্ড, যার মধ্যে মেমরি ছাড়াও মাইক্রোপ্রসেসর থাকে।

একটি স্মার্টকার্ড
স্মার্টকার্ডের গঠন ও আবরণ

মোবাইল ফোন এ ব্যবহৃত সিম কার্ড হল স্মার্ট কার্ডের উদাহরণ।

স্মৃতিভাণ্ডার

স্মার্ট কার্ডের স্মৃতিভাণ্ডার বা মেমোরিকে(Computer memory ) ৩ ভাগে ভাগ করা যায়।