বিষয়বস্তুতে চলুন

স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা মো. মাহমুদুল আলম (আলোচনা | অবদান) কর্তৃক ১৮:০৯, ৯ ডিসেম্বর ২০২১ তারিখে সম্পাদিত হয়েছিল। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

অনৈচ্ছিক স্নায়ুতন্ত্র
Autonomic nervous system innervation.
বিস্তারিত
শনাক্তকারী
লাতিনAutonomici systematis nervosi
মে-এসএইচD001341
টিএ৯৮A14.3.00.001
টিএ২6600
এফএমএFMA:9905
শারীরস্থান পরিভাষা

অনৈচ্ছিক স্নায়ুতন্ত্র (ইংরেজি: Autonomic nervous system/Vegetative nervous system) প্রান্তীয় স্নায়ুতন্ত্রের বিভাগ। যার কাজকর্ম মানুষের ইচ্ছার অধীন নয়। মানুষের অভ্যন্তরীণ অঙ্গ যেমন হৃৎপিণ্ড, ফুসফুস, রক্তপ্রবাহ, মসৃণ পেশীর উপর প্রভাব ফেলে।[][] অনৈচ্ছিক স্নায়ুতন্ত্র দুই ভাগে বিভক্ত সমবেদী এবং পরাসমবেদী। সমবেদী এবং পরাসমবেদী স্নায়ুতন্ত্র মিলেমিশে কাজ করে এবং দেহের সাম্যাবস্থা বজায় রাখে। বিশ্রাম ও ঘুমের সময় সমবেদী স্নায়ুতন্ত্রের সক্রিয়তা বেড়ে যায়। সমবেদী স্নায়ুতন্ত্র মানব দেহকে জরুরি অবস্থা মোকাবেলার জন্য তৈরি করে। হৃৎস্পন্দন দ্রুততর হয়, রক্তচাপ বৃদ্ধি পায় এবং প্রান্তীয় ধমনির সংকোচন ঘটে। মস্তিষ্ক, হৃৎপিণ্ড ও স্বৈরপেশীতে রক্ত চলাচল বাড়ে। পরাসমবেদী স্নায়ুতন্ত্র দেহে শক্তি সংরক্ষণে সাহায্য করে।

তথ্যসূত্র

  1. ডোরল্যান্ডের চিকিৎসাশাস্ত্র অভিধানে "autonomic nervous system"
  2. Schmidt, A; Thews, G (১৯৮৯)। "Autonomic Nervous System"। Janig, W। Human Physiology (2 সংস্করণ)। New York, NY: Springer-Verlag। পৃষ্ঠা 333–370।