বিষয়বস্তুতে চলুন

স্থান-নাম তত্ত্ব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Md.Farhan Mahmud (আলোচনা | অবদান) কর্তৃক ০৮:১৯, ৩০ আগস্ট ২০২২ তারিখে সম্পাদিত হয়েছিল (তথ্যসূত্র-সম্প্রসারক ব্যবহার করে তথ্যসূত্র সম্প্রসারণ করা হল)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

স্থান-নাম তত্ত্ব (ইংরেজি: Toponymy)[] স্থানের নামসমূহের বৈজ্ঞানিক গবেষণা, যেখানে স্থানের নামের উৎস, অর্থ, ব্যবহার ও শ্রেণীকরণ আলোচিত হয়।[] স্থান-নাম তত্ত্ব আবার নামতত্ত্ব (Onomastics) নামক বৃহত্তর জ্ঞানের শাখার অন্তর্ভুক্ত।[]

স্থান-নাম (Toponym) বলতে কোন লোকালয়, অঞ্চল বা ভূ-পৃষ্ঠের অন্য কোন অংশের (প্রাকৃতিক অংশ, যেমন- নদীর নাম, কিংবা মনুষ্যনির্মিত অংশ, যেমন- শহরের নাম) নামকে বোঝায়। প্রাচীন ও ঐতিহ্যবাহী স্থান-নামগুলি কোন অঞ্চলের পেছনের মনুষ্য ইতিহাসের স্বাক্ষর বহন করে।

আলোচনামূলক উদাহরণ

বাংলাদেশের স্থানসমুহের বর্তমান ও পুরাতন নাম

এস এম শাহনূর তার নামকরণের ইতিকথায় বাংলাদেশের বেশ কিছু স্থানের বর্তমান ও পুরাতন নাম উল্লেখ করেছেনঃ

  1. বাংলাদেশ -বং/বঙ্গ/ বঙ্গ দ্রাবিঢ/

বাঙ্গালাহ/ সুবে বাঙ্গালা/ বাংলা/ পূর্ব বাংলা/ পূর্ব পাকিস্তান

  1. ঢাকা-জাহাঙ্গীর নগর/ ঢাবেক্কা/ ঢুক্কা
  2. শাহবাগ -বাগ ই শাহেন শাহ (মুঘল আমলে)
  3. চট্টগ্রাম -ইসলামাবাদ/ পোর্ট গ্র্যাণ্ড/সাত আল-গুঞ্জ/ শাতিলগঞ্জ
  4. বরিশাল -চন্দ্রদ্বীপ/ বাকলা/ ইসমাইলপুর
  5. নোয়াখালী-সুধারাম/ ভুলুয়া
  6. মহাস্থানগড় - পুণ্ড্রবর্ধন
  7. ময়মনসিংহ-নাসিরাবাদ
  8. সোনারগাঁও -সুবর্ণগ্রাম
  9. কুমিল্লা -ত্রিপুরা পরগনা
  10. ফেনী -শমসের নগর
  11. জামালপুর- সিংহজানী
  12. গাইবান্ধা -ভবানীগঞ্জ
  13. ময়নামতি - রোহিতগিরি
  14. মুজিবনগর - বৈদ্যনাথ তলা
  15. কুষ্টিয়া- নদীয়া
  16. খুলনা - জাহানাবাদ
  17. বাগেরহাট - খলিফাতাবাদ
  18. দিনাজপুর- গণ্ডোয়ানাল্যাণ্ড
  19. রাজবাড়ি -গোয়ালন্দ
  20. শরীয়তপুর -ইন্দ্রাকপুর পরগনা
  21. গজারিয়া- দোহার
  22. আসাদ গেইট- আইয়ুব গেইট
  23. শেরেবাংলা নগর- আইয়ুব নগর
  24. সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল - আইয়ুব সেন্ট্রাল হসপিটাল
  25. শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় - বাংলাদেশ কৃষি ইন্সটিটিউট/ পূর্ব পাকিস্তান কৃষি ইন্সটিটিউট/ দি বেঙ্গল এগ্রিকালচারাল ইন্সটিটিউট
  26. বনানী (ঢাকা) - ভোলা
  27. গুলশান (ঢাকা) - ইছাপুরা
  28. ভোলা -শাহবাজপুর
  29. মুন্সীগঞ্জ -বিক্রমপুর
  30. সাতক্ষীরা -সাতঘরিয়া
  31. উত্তরবঙ্গ -বরেন্দ্রভূমি
  32. রাঙামাটি -হরিকেল
  33. বাংলা একাডেমী- বর্ধমান হাউজ
  34. সিরডাপ- কার্যালয় চামেলি হাউজ
  35. প্রধানমন্ত্রীর কার্যালয়- গণভবন (করতোয়া)
  36. বঙ্গভবন-গভর্নর হাউজ/গভর্নর
  37. পররাষ্ট্র মন্ত্রণালয়-রমনা হাউজ
  38. রাজউক- ডি.আই.টি (Dhaka Improvement Trust)
  39. হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর- জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর
  40. প্রধানমন্ত্রীর কার্যালয়- পুরাতন সংসদ ভবন
  41. নোয়াখালীকুমিল্লা অঞ্চল (প্রাচীনকালে)- সমতট
  42. সাভার- সাভাউর
  43. টঙ্গী -টুঙ্গী
  44. গাজীপুর- জয়দেবপুর
  45. সেন্টমার্টিন দ্বীপ- নারিকেল জিন্ঞ্জিরা
  46. নিঝুম দ্বীপ- বাউলার চর
  47. লালবাগ দুর্গ- আওরঙ্গবাদ কেল্লা/ দুর্গ
  48. ফরিদপুর -ফতেহাবাদ
  49. কক্সবাজার- ফালকিং
  50. চাঁপাইনবাবগঞ্জ- গৌড়
  51. রংপুর - রঙ্গপুর/অংপুর
  52. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়- পি.জি হাসপাতাল
  53. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় - ইপসা (ইন্সটিটিউট অফ পোস্টগ্রাজুয়েশন স্টাডি ইন এগ্রিকালচার)
  54. সুপ্রিম কোর্ট ভবন- গভর্নরের বাসভবন
  55. মেঘনা (রাষ্ট্রীয় অতিথি ভবন)-হানিফ আদমজির বাসভবন
  56. পদ্মা (রাষ্ট্রীয় অতিথি ভবন)-গুল মোহাম্মদ আদমজীর বাসভবন
  57. সিলেট -জালালাবাদ/ শ্রীহট্ট (মুঘল আমলে)
  58. বাহাদুর শাহ পার্ক- ভিক্টোরিয়া পার্ক

তথ্যসূত্র

  1. Toponymy (চেক ভাষায়)। Státní pedagogické nakl.। ১৯৬১। 
  2. Kraak, Menno-Jan; Ormeling, F.J. (২০১৩-১১-০৫)। "Cartography"ডিওআই:10.4324/9781315847184 
  3. Tent, Jan (২০১৫-০৬-০১)। "Approaches to Research in Toponymy"Names63 (2): 65–74। আইএসএসএন 0027-7738ডিওআই:10.1179/0027773814Z.000000000103 

এস এম শাহনূর প্রণীত নামকরণের ইতিকথা।

প্রকাশকালঃ ২০১০ইংরেজি।