বিষয়বস্তুতে চলুন

সুন্নত নামাজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Salim Khandoker (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:৫০, ৭ মার্চ ২০২৩ তারিখে সম্পাদিত হয়েছিল (ব্যাকরণ ঠিক করা হয়েছে)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

নবী মুহাম্মাদ যেসব নামাজ আল্লাহর হুকুম ছাড়া এমনিতেই পড়তেন সেসব নামাজকে সুন্নাত নামাজ বলে। এই নামাজ সাধারণত আল্লাহর জন্য আদায় করা হয়।

সুন্নত নামাজসমূহ

৫ ওয়াক্ত নামাজের মধ্যে যেসব সুন্নত নামাজ রয়েছে তা নিম্নরূপ:-

  • ফজরের নামাজে ফরযের পূর্বে দুই রাকাত সুন্নাত।
  • যোহরের নামাজে ফরযের পূর্বে চার রাকাত ও ফরযের পরে দুই রাকাত মোট ছয় রাকাত সুন্নাত।
  • আছরের নামাজে ফরযের পূর্বে চার রাকাত সুন্নাত।
  • মাগরিবের নামাজে ফরযের পরে দুই রাকার সুন্নাত।
  • ইশার নামাজে মোট ছয় রাকাত সুন্নাত।
  • জুমার নামাজে ফরযের পূর্বে চার ও পরে চার মোট আট রাকাত সুন্নাত।

আরও দেখুন