বিষয়বস্তুতে চলুন

সপুষ্পক উদ্ভিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা 103.51.2.98 (আলোচনা) কর্তৃক ১৪:৫৮, ৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে সম্পাদিত হয়েছিল। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

সপুষ্পক উদ্ভিদ

যে সকল উদ্ভিদে ফুল হয় তাদের সপুষ্পক উদ্ভিদ বলে। এদের ফুল হয় আর এই ফুলের মাধ্যমে তারা বংশবৃদ্ধি করে। এই ফুলে সাধারণত বৃতি, দল, ও গর্ভাশয় থাকে। গর্ভাশয়ের মধ্যে ডিম্বক সজ্জিত থাকে। পরাগায়নের পর ফুলের অন্যান্য অংশ পরে যায় শুধু গর্ভাশয় থেকে যায়। এই গর্ভাশয় বড় হয়ে ফলে পরিণত হয়। ফলের মধ্যে ডিম্বক গুলো বীজে পরিণত হয়। সপুষ্পক উদ্ভিদ গুলোতে উন্নত ধরনের পরিবহন কলা থাকে। এ জন্য এরা কাঠ প্রদানকারী উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদকে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদ হিসেবে ভাগ করা যায়। সপুষক উদ্ভিদ হতে প্রাপ্ত কাঠ, ফুল, ফল মানুষ এর বিভিন্ন কাজে লাগে। সকল উদ্ভিদের মধ্যে সপুষ্পক উদ্ভিদ সর্বোন্নত উদ্ভিদ।

তথ্যসূত্র

বহিঃসংযোগ