বিষয়বস্তুতে চলুন

লুমেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা রামিশা তাবাস্সুম (আলোচনা | অবদান) কর্তৃক ১৯:৪০, ৮ জুলাই ২০২১ তারিখে সম্পাদিত হয়েছিল (চিত্র যোগ #WPWPBN #WPWP)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

৪৭০ লুমেন উৎপাদন করতে সক্ষম একটি স্ট্যান্ডার্ড এলইডি বাতি।

লুমেন হল আলোক ফ্লাক্স এর এস.আই একক যা দ্বারা কোন উৎস থেকে নির্গত দৃশ্যমান আলোর মোট পরিমাণ পরিমাপ করা হয়।

গাণিতিক সংজ্ঞা

লুমেনকে ক্যান্ডেলার সাথে সম্পর্কিত করে এভাবে সংজ্ঞায়িত করা হয়ঃ ১ লুমেন = ১ ক্যান্ডেলা * ১ স্টেরাডিয়ান । অর্থাৎ ১ ক্যান্ডেলা দীপন ক্ষমতার কোন আলোক ফ্লাক্স ১ স্টেরাডিয়ান কোণ উৎপন্ন করলে তাকে বলা হয় ১ লুমেন।

তথ্যসূত্র