বিষয়বস্তুতে চলুন

বাহাই বর্ষপঞ্জি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার বর্তমান সংস্করণ, যা Mehedi Abedin (আলোচনা | অবদান) কর্তৃক ০৭:২৫, ৭ জানুয়ারি ২০২৩ তারিখে সম্পাদিত হয়েছিল (Mehediabedin বাহাই ক্যালেন্ডার কে বাহাই বর্ষপঞ্জি শিরোনামে স্থানান্তর করেছেন: সঠিক নাম)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক।

(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

বাহাই ধর্মে ব্যবহৃত বাদি ক্যালেন্ডার হল একটি সৌর ক্যালেন্ডার, এই ক্যালেন্ডার অনুযায়ী উনিশ দিনে মাস এবং উনিশ মাস ও ৩/৪ দিন সহযোগে বছর গঠিত হয়। উত্তরাঞ্চলীয় বসন্তের বিষুব মুহূর্তে এই ক্যালেন্ডারের নতুন বছর শুরু হয়। এই ক্যালেন্ডারের সপ্তাহের ও মাসের প্রতিটি দিন ও বছরের প্রতিটি মাসের গুণবাচক নামকরণ করা হয়েছে (যেমন পূর্ণতা, করুণা)। ইহার প্রথম বছরটি হল ১৮৪৪ খ্রিষ্টাব্দ, যে বছর বাব তাঁর শিক্ষাদান শুরু করেছিলেন।

এই ক্যালেন্ডারের বছরগুলি BE (বাহাই যুগ) পঞ্জিকা সাল দিয়ে টীকাযুক্ত করা হয়। ২০২২ সালের ২১ মার্চে ১৭৯ তম বাহাই বর্ষ (179 BE) শুরু হয়েছে।

ইতিহাস

[সম্পাদনা]