বিষয়বস্তুতে চলুন

বর্ণ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Moheen (আলোচনা | অবদান) কর্তৃক ০৬:২১, ৬ জুলাই ২০১৯ তারিখে সম্পাদিত হয়েছিল (Moheen বর্ণ (ভাষাবিজ্ঞান) কে বর্ণ (বর্ণমালা) শিরোনামে স্থানান্তর করেছেন)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

কিছু প্রাচীন গ্রিক বর্ণ

বর্ণ (ইংরেজি: letter) হল বর্ণমালা-ভিত্তিক লিখন পদ্ধতির একটি প্রতীক-উপাদান। সাধারণত লেখ্য ভাষার প্রতিটি বর্ণ কথ্য ভাষার একটি ধ্বনিমূল নির্দেশ করে।

বর্ণমালা নয় এমন অন্যান্য লিখন পদ্ধতির প্রতীকগুলিকে বর্ণ নয়, বরং সিল্যাবোগ্রাম (অর্থাৎ সিলেবল নির্দেশক) বা লোগোগ্রাম (শব্দ বা শব্দগুচ্ছ নির্দেশক) বলা উত্তম।

তথ্যসূত্র

বহিঃসংযোগ