বিষয়বস্তুতে চলুন

বনু সুলাইম অভিযান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা মোহাম্মদ জনি হোসেন (আলোচনা | অবদান) কর্তৃক ০০:০৮, ১০ এপ্রিল ২০২৩ তারিখে সম্পাদিত হয়েছিল (তথ্য)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

বনু সুলাইম অভিযান
তারিখ২ হিজরি, ৬২৪ খ্রিষ্টাব্দ
অবস্থান
আল কুদর
ফলাফল

মুসলিমদের বিজয়:

  • বনু সুলাইম গোত্রের সদস্যরা পালিয়ে যায়
  • বনু সুলাইমের ৫০০ উট মুসলিমদের হস্তগত হয় []
বিবাদমান পক্ষ
মুসলিম বনু সুলাইম গোত্র
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী
মুহাম্মাদ [] নেই
শক্তি
২০০ যোদ্ধা অজ্ঞাত

বনু সুলাইম অভিযান (আল কুদর অভিযান নামেও পরিচিত)[] ২ হিজরিতে বদরের যুদ্ধ থেকে ফেরার সাতদিন পরে সংঘটিত হয়। বনু সুলাইম গোত্র মদিনা আক্রমণের পরিকল্পনা করছে এমন খবর পাওয়ার পর মুহাম্মাদ অভিযানের নির্দেশ দেন।[]

পদক্ষেপ হিসেবে তিনি ২০০জন উষ্ট্রারোহী যোদ্ধার বাহিনী নিয়ে তাদের ঘাঁটি আল কুদরে আকস্মিক হামলার পরিকল্পনা করেন।[] এটি সেসময় একটি জলাশয় ছিল। মুসলিমদের অভিযান শুরুর খবর পাওয়ার পর বনু সুলাইমের সদস্যরা পালিয়ে যায়। অভিযানকালে মুসলিমরা কুদর নামক জলাশয়টি দখল করে নেয়।[] তাদের ফেলে যাওয়া ৫০০ উট বাজেয়াপ্ত করে নেয়া হয় এবং এক পঞ্চমাংশ বের করে বাকি অংশ গণিমত হিসেবে মুসলিম বাহিনীর যোদ্ধাদের মধ্যে বণ্টন করে দেয়া হয়।[][][][]

অভিযানকালে ইয়াসার নামে এক দাস মুসলিমদের হাতে বন্দী হয়। মুহাম্মাদ তাকে মুক্তি দেন। তিন দিন এখানে অবস্থানের পর মুসলিমরা মদিনায় ফিরে আসে।[]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. Al-Mubarakpuri, Saifur Rahman (২০০২), When the Moon Split, DarusSalam, পৃষ্ঠা 159 
  2. আর-রাহীকুল মাখতুম, বদর পরবর্তী সময়ের তৎপরতা অধ্যায়
  3. সিরাত ইবনে হিশাম, বনু সুলাইম অভিযান অধ্যায়
  4. Yahiya Emerick, Critical Lives: Muhammad, p. 185, Penguin, 2002
  5. Haykal, Husayn (১৯৭৬), The Life of Muhammad, Islamic Book Trust, পৃষ্ঠা 267, আইএসবিএন 978-983-9154-17-7 
  6. Watt, W. Montgomery (১৯৫৬)। Muhammad at Medina। Oxford University Press। পৃষ্ঠা 17আইএসবিএন 978-0-19-577307-1  (online)