বিষয়বস্তুতে চলুন

ফাইল সিস্টেম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা AishikBot (আলোচনা | অবদান) কর্তৃক ২০:৫৬, ২০ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে সম্পাদিত হয়েছিল (বানান সংশোধন (কিভাবে ⇢ কীভাবে))। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

ফাইল সিস্টেমের উদাহরণ
ফাইল সিস্টেম

কম্পিউটিং-এ, কীভাবে তথ্য সংরক্ষণ এবং উদ্ধার করা যায় তা নিয়ন্ত্রণ করতে একটি ফাইল সিস্টেম বা ফাইলসিস্টেম ব্যবহার করা হয়। একটি ফাইল সিস্টেম ছাড়া  একটি স্টোরেজ মাধ্যে রাখা বিপুল পরিমান তথ্য কোথায় শেষ বা পর্বতিতে কোন যায়গা থেকে শুরু হবে তা ব্যখ্যা করা যায় না। তথ্যগুলোকে আলাদা আলাদা করে  টুকরা করা হয় এবং প্রতিটি টুকরা একটি নাম দেওয়া হয় যাতে করে তথ্য সহজে বিচ্ছিন্ন ও চিহ্নিত। কাগজ-ভিত্তিক ইনফরমেশন সিস্টেম নামকরণ যেভাবে করা হয় ঠিক একই ভাবে এই তথ্য গুলোর নামকরণ করা হয় এবং প্রতিটি গ্রুপের তথ্যকে বলা হয়,"ফাইল"। এক গুচ্ছ তথ্য ব্যবহার ও পরিচালনার জন্য যে    গঠন এবং যুক্তিবিজ্ঞান নিয়ম ব্যবহার করা হয় তাকে "ফাইল সিস্টেম" বলে।