বিষয়বস্তুতে চলুন

ফজল হক দেওবন্দি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার বর্তমান সংস্করণ, যা Owais Al Qarni (আলোচনা | অবদান) কর্তৃক ০৭:০৮, ১ সেপ্টেম্বর ২০২১ তারিখে সম্পাদিত হয়েছিল ((গণ-প্রতিস্থাপন))। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক।

(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)
ফজল হক দেওবন্দি
حاجی فضلِ حق
৬ষ্ঠ আচার্য, দারুল উলুম দেওবন্দ
কাজের মেয়াদ
১৯৯২ – ১৯৯৪
পূর্বসূরীরফি উদ্দিন
উত্তরসূরীমুহাম্মদ মুনির নানুতুবি
ব্যক্তিগত তথ্য
ধর্মইসলাম
জাতীয়তাব্রিটিশ ভারতীয়
আখ্যাসুন্নি
ব্যবহারশাস্ত্রহানাফি
ধর্মীয় মতবিশ্বাসমাতুরিদি
মুসলিম নেতা
এর শিষ্যমুহাম্মদ কাসেম নানুতুবি

ফজল হক দেওবন্দি (হাজী ফজল হক (উর্দু: حاجی فضلِ حق‎‎) ছিলেন একজন ভারতীয় দেওবন্দি সুন্নি মুসলিম পণ্ডিত এবং দারুল উলুম দেওবন্দের প্রাক্তন আচার্য। তিনি প্রতিষ্ঠালগ্ন থেকে দারুল উলুম দেওবন্দের মজলিসে শূরার সদস্য ছিলেন।[][]

জীবনী

[সম্পাদনা]

হাজী ফজল হক দেওবন্দের এক মুসলিম সম্ভ্রান্ত সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মুহাম্মদ কাসেম নানুতুবির একনিষ্ঠ অনুসারী ছিলেন।

মাওলানা রফি উদ্দিন সফরে গেলে তিনি পরিচালকের দায়িত্ব পালন করতেন। ১৯৯২ সালে রফি উদ্দিন পদত্যাগ করলে তিনি দারুল উলুম দেওবন্দের আচার্য পদে অধিষ্ঠিত হন। প্রায় ১ বছর দায়িত্ব পালনের পর তিনি পদত্যাগ করেন।

হাজী ফজল হক হযরত নানুতুবির জীবনী রচনা করেছিলেন, যা এখনও অবধি প্রকাশিত হয়নি। মাওলানা মনজির আহসান গিলানী যিনি তাঁর উ সাওয়ান-ই মাখতূতা (পুঁথিতে জীবনী) বলেছেন, সংকলিত সাওয়ান-ই-কাসিমির বিভিন্ন জায়গায় এই অপ্রকাশিত জীবনী থেকে কিছু অংশ দেওয়া হয়েছে। এই অংশগুলি থেকে এটি প্রদর্শিত হয় যে এটি একটি খুব বিস্তৃত এবং সম্পূর্ণ জীবনী হতে হবে। দারুল উলূমে যোগদানের আগে তিনি দীর্ঘদিন সাহারানপুরে সরকারী শিক্ষা বিভাগে দায়িত্ব পালন করেছিলেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Arbab-e-Ihtemam (Vice Chancellors) Page One"www.darululoom-deoband.com। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১১ 
  2. সৈয়দ মাহবুব রিজভি। "আরবাব-ই-এহতেমাম"। হিস্টোরি অব দ্য দার আল-উলুম দেওবন্দ (২য় খণ্ড) (পিডিএফ)। অধ্যাপক মুরতাজ হুসাইন এফ. কুরাইশী কর্তৃক অনূদিত (১৯৮১ সংস্করণ)। ইদারা-ই-এহতেমাম, দারুল উলুম দেওবন্দ। পৃষ্ঠা ১৬৪—১৭৮। সংগ্রহের তারিখ ৯ মে ২০২০