বিষয়বস্তুতে চলুন

তামমুজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার বর্তমান সংস্করণ, যা Mehedi Abedin (আলোচনা | অবদান) কর্তৃক ১১:৩০, ১১ ফেব্রুয়ারি ২০২২ তারিখে সম্পাদিত হয়েছিল। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক।

(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)
তামমুজ
সোনার বাছুর
তামমুজ সোনার বাছুরের পাপের মাস, যার ফলে মোশি দশ আজ্ঞার ফলক ভেঙ্গে ফেলেছিলেন।
স্থানীয় নামתַּמּוּז (হিব্রু)
বর্ষপঞ্জিহিব্রু বর্ষপঞ্জি
মাসের ক্রম
দিনের সংখ্যা২৯
ঋতুগ্রীষ্ম (উত্তর গোলার্ধে)
গ্রেগরীয় সমতুল্যজুন–জুলাই
গুরুত্বপূর্ণ দিবসসতেরো তম তামমুজ
আইরিশ ইহুদি জাদুঘরে গ্রেগরিয়ান ও হিব্রু তারিখ সহ একটি শিলালিপি

তামমুজ (হিব্রু ভাষায়: תַּמּוּז‎, Tammūz), অথবা তামুজ, সাধারণ পঞ্জির দশম এবং ব্যাবিলনীয় বর্ষপঞ্জি ও ইহুদি ধর্মপঞ্জির চতুর্থ মাস। এই মাসে ২৯টি দিবস রয়েছে। এই মাসটি গ্রেগরিয়ান বর্ষপঞ্জির জুন-জুলাইতে পড়ে।

এই মাসের বর্তমান নাম অ্যাসিরীয়ব্যাবিলনীয় মাস আরা ডুমুজু থেকে নেওয়া হয়েছে। আরা ডুমুজু নামটি মেসোপোটেমিয়ানরা তাদের দেবতা ডুমুজিদের স্মরণে রেখেছিলো।

ছুটির দিন ও উদযাপিত দিবস সমূহ

[সম্পাদনা]

১৭ তামমুজসতেরতম তামমুজ(উপবাস দিবস) ১৭ তামমুজ তারিখ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এক ঘন্টা আগে জেরুজালেমের প্রাচীর ধ্বংসপ্রাপ্ত হওয়া স্মরণে উপবাস করার দিবস। ১৭ তামমুজ তিনটি সপ্তাহের শুরু যেদিনে ইহুদিরা কিছু ধর্মীয় রীতি পালন করে যা ওমেরের দিবস গণনা থেকে পরবর্তী নিস্তারপর্ব পর্যন্ত। [] এই তিনটি সপ্তাহ তিশা বা'আভ পর্যন্ত মিলিয়ে নেওয়া হয় (আভ মাসের ৯ তারিখ)।

আশকেনজি ইহুদিরা আভ মাসের শুরু থেকে মদ ও মাংস থেকে বিরত থাকে, অন্যদিকে সেফারি ইহুদিরা মাসের দ্বিতীয় দিন থেকে বিরত থাকে। আভ মাসের ১০ তারিখের দুপুর পর্যন্ত এই শোক পালিত হতে থাকে কেননা এই দিন দ্বিতীয় মন্দির ব্যাবিলনীয়দের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিলো।

ইতিহাস ও ধর্মে

[সম্পাদনা]

অন্যান্য ব্যবহার

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Ullman, Yirmiyahu। "Laws of the Three Weeks"। Ohr Somayach। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৯ 
  2. এটি তালমুদ, রোস হাসানাহ ও তুর ওয়াখ খাইম ৫৪৯ অনুসারে। যদিও কারাইত ইহুদিরা শুধু তামমুজের ৯ তারিখে উপবাস পালন করে।

বহিঃসংযোগ

[সম্পাদনা]