টিম বার্নার্স-লি
স্যার টিম বার্নার্স-লি | |
---|---|
জন্ম | টিমোথি জন বার্নার্স-লি ৮ জুন ১৯৫৫[১] লন্ডন, ইংল্যান্ড যুক্তরাজ্য |
জাতীয়তা | ব্রিটিশ |
মাতৃশিক্ষায়তন | কুইন্স কলেজ, অক্সফোর্ড |
পেশা | কম্পিউটার বিজ্ঞানী |
নিয়োগকারী | |
পরিচিতির কারণ |
|
উপাধি | অধ্যাপক |
সঙ্গী | Rosemary Leith |
পিতা-মাতা | |
পুরস্কার |
|
ওয়েবসাইট | www |
টিম বার্নার্স-লি বা স্যার টিমোথি জন "টিম" জন বার্নার্স-লি (ইংরেজি: Tim Berners-Lee; জন্ম: ৮ জুন ১৯৫৫; টিমবিএল নামেও যিনি পরিচিত) পেশায় একজন ব্রিটিশ পদার্থবিদ, কম্পিউটার বিজ্ঞানী, এমআইটি অধ্যাপক, এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়ামের পরিচালক। তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।
শিক্ষাজীবন
টিম বার্নার্স-লি শিন মাউন্ট প্রাইমারী স্কুলে ভর্তি হন এবং পরবর্ত্তীকালে দক্ষিণ-পশ্চিম লন্ডনের এমানুয়েল স্কুলে ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত শিক্ষাগ্রহণ করেন।[১] এরপর তিনি ১৯৭৩ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে পড়াশোনা করেন এবং তিনি সেখানে প্রথম শ্রেণী অর্জন করেন।
কর্মজীবন
টিম বার্নার্স-লি সার্ন এ ১৯৮০ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত কর্মরত ছিলেন। ১৯৮৪ সালে তিনি পুনরায় সার্ন এ যোগদান করেন। তিনি ১৯৮৯ সালে ওয়েবের ধারণা দেন৷ তখন তিনি সিইআরএন ল্যাবে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। সিইআরএন ল্যাব হচ্ছে বৈজ্ঞানিক গবেষণাগার, যেখানে বৈজ্ঞানিক লব্ধ ফলাফলের জন্য যে ডেটাবেজ ব্যবহার করা হতো। তার লক্ষ ছিল কীভাবে একটি কম্পিউটারে তথ্য রেখে তা অন্য কম্পিউটার থেকে একসেস করা যায়।এই ধারণা থেকেই ওয়েবের উদ্ভব। তিনি তখন একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করেন৷ বর্তমানে তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম ডিরেক্টর পদে অধিষ্ঠিত এবং পরবর্তী কালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।
সম্মাননা
- সম্মানসূচক ডক্টরেট অব সায়েন্স, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ২০১১
- সম্মানসূচক ডক্টরেট অব সায়েন্স, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়, ২০০৮
সম্মাননা
- অর্ডার অব মেরিট
- নাইট কমান্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার
- ফেলো অব দ্য রয়েল সোসাইটি
- ফেলো অব দ্য রয়েল একাডেমী অব ইঞ্জিনিয়ারিং
- ফেলো অব দ্য রয়েল সোসাইটি অব আর্টস
তথ্যসূত্র
- ↑ ক খ গ "BERNERS-LEE, Sir Timothy (John)"। Who's Who 2014, A & C Black, an imprint of Bloomsbury Publishing plc, 2014; online edn, Oxford University Press।(সদস্যতা প্রয়োজনীয়)
- ↑ "Lunch with the FT: Tim Berners Lee". Financial Times.
- ↑ "Faces of the week"। Archived from the original on ৭ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৪।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
- ১৯৫৫-এ জন্ম
- ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী
- চার্লস স্টার্ক ড্র্যাপার প্রাইজ বিজয়ী
- মার্কনি প্রাইজ বিজয়ী
- জাপান প্রাইজ বিজয়ী
- কম্পিউটার প্রকৌশলী
- জীবিত ব্যক্তি
- ওয়েবি পুরস্কার বিজয়ী
- মার্কিন যুক্তরাষ্ট্রে ইংরেজ প্রবাসী
- মার্কিন ফিলোসফিক্যাল সোসাইটির সদস্য
- আমেরিকান অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেসের বিশিষ্ট সভ্য