উপজাতি
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(অক্টোবর ২০২০) |
একটি দেশের মূল জনগোষ্টী থেকে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে ভিন্নতর যারা তাদের ঐতিহ্য, কৃষ্টি ও আইন দ্বারা সম্পূর্ণ বা আংশিকভাবে পরিচালিত তাদেরকে উপজাতি বলা হয়। মূলতঃ রাষ্ট্রের সাথে সম্পর্কের ভিত্তিতে জাতি বা উপজাতি নির্দিষ্ট্টকরণ হয়ে থাকে। উপজাতি তারাই যারা ভিন্ন ভিন্ন জাতির সংমিশ্রণে তৈরি শংকর জাতি এবং বর্তমানে বৃহত্তসংখ্যক এধরনের মানুষ বসবাস করে।প্রকৃত পক্ষে নিচে দেওয়া জনগোষ্ঠী গুলোই হচ্ছে উপজাতি। তাদের রয়েছে নিজস্ব সংস্কৃতি, পোশাক -পরিচ্ছেদ,খাদ্যভ্যাস,ভাষা, নিজস্ব বর্ণমালা ইত্যাদি।মোট কথা হচ্ছে একটি উপজাতি জনগোষ্ঠী যেসব বৈশিষ্ট্য থাকার কথা তার সব গুলোই নিচের দেওয়া জনগোষ্ঠীদের বৈশিষ্ট্য পাওয়া যায় উপজাতি বা নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীসমূহ হচ্ছেঃ- মগ, মুরং, মারমা, চাকমা, ত্রিপুরা, হাজং , তঞ্চঙ্গ্যা,বম, লুসাই,চাক ,পানখোয়া, গারো, সাঁওতাল, মণিপুরী ইত্যাদি। উপরোল্লেখিত উপজাতি গুলোর বসাবাস বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম এবং সমতলের সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা জেলায় বসাবাস করে আসছে যুগের পর যুগ ধরে।