ইবনে হুবাইরা
অবয়ব
ইবন হুবাইরা (১১০৫-১১৬৫ খৃ.) ছিলেন দ্বাদশ শতাব্দীর একজন ইরাকি আরব সরকারি কর্মকর্তা এবং হাম্বলি ফিকহশাস্ত্রবিদ। তাঁর পুরো নাম আউনুদ্দিন আবুল-মুজাফফার ইয়াহইয়া ইবন হুবাইরা আশ-শাইবানি আদ-দুরি আল-বাগদাদি। (আরবি: أبو المظفر عون الدين يحيي بن هبيرة الشيبان. ي).
আব্বাসি খলিফা আল-মুকতাফি এবং আল-মুসতানজিদের শাসনামলে তিনি ১৬ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।[১]
তথ্যসূত্র
- ↑ "IBN HUBAYRA"। Encyclopaedia of Islam, Second Edition। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১৫।