আন্তর্জাতিক স্তরবিদ্যা কমিশন
অবয়ব
ইন্টারন্যাশনাল কমিশন অন স্ট্র্যাটিগ্রাফি (ইংরেজি ভাষায়: International Commission on Stratigraphy) ভৌগোলিক পরিমণ্ডলে স্ট্র্যাটিগ্রাফি গবেষণা এবং এ সংক্রান্ত সকল আদর্শ ও নামকরণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একটি বিজ্ঞান সংগঠন। এটি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ জিওলজিক্যাল সাইন্সেসের অধীনে গঠিত সর্ববৃহৎ বিজ্ঞান সংস্থা। এর মূল উদ্দেশ্য হচ্ছে, একটি প্রমিত ভূতাত্ত্বিক সময়সীমার প্রস্তুত করা। এটি করতে গিয়ে বিশ্বব্যাপী সকল জীবাশ্ববিজ্ঞানীদের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠার কাজটিও করতে হয় একে।
বহিঃসংযোগ
- "ইন্টারন্যাশনাল কমিশন অন স্ট্র্যাটিগ্রাফি (আইসিএস)"। প্রধান পাতা। সংগ্রহের তারিখ ১৯শে সেপ্টেম্বর। অজানা প্যারামিটার
|accessyear=
উপেক্ষা করা হয়েছে (|access-date=
ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য); এখানে তারিখের মান পরীক্ষা করুন:|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)