বিষয়বস্তুতে চলুন

আক্কাদীয় ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Prithoknnoman2 (আলোচনা | অবদান) কর্তৃক ১৯:১৮, ২১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে সম্পাদিত হয়েছিল। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

আক্কাদীয়
lišānum akkadītum
দেশোদ্ভবআসিরিয়া এবং ব্যাবিলনিয়া
অঞ্চলমেসোপটেমিয়া
বিলুপ্ত১০০ খ্রিস্টাব্দ
সুমেরীয়-আক্কাদীয় কিউনিফর্ম
সরকারি অবস্থা
সরকারি ভাষা
প্রাথমিকভাবে আক্কাদ (কেন্দ্রীয় মেসোপটেমিয়া), তাম্র যুগের শেষ পর্যায়ে এবং লৌহ যুগের শুরুতে মধ্যপ্রাচ্য ও মিশরের সার্বজনীন ভাষা
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-২akk
আইএসও ৬৩৯-৩akk

আক্কাদীয় ভাষা একটি প্রাচীন সেমিটীয় ভাষা যা বর্তমানে বিলুপ্ত। এটি মেসোপটেমিয়াতে ২৩০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৫০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত প্রচলিত ছিল। আসিরীয় ও ব্যাবিলনীয় ভাষাগুলি আক্কাদীয় ভাষার দুইটি প্রধান উপভাষা। আক্কাদীয় ভাষার আগে অঞ্চলটিতে সুমেরীয় ভাষা প্রচলিত ছিল। খ্রিস্টপূর্ব ১ম সহস্রাব্দের শুরুর দিকেই অঞ্চলটিতে ব্যাবিলনীয় উপভাষাটি সার্বজনীন ভাষা হিসেবে ব্যবহৃত হওয়া শুরু হয়। কিন্তু কয়েক শতকের মধ্যেই আরামীয় ভাষা এটিকে প্রতিস্থাপিত করে। তবে খ্রিস্টীয় ১ম শতক পর্যন্তও অধ্যয়নের ভাষা হিসেবে ব্যাবিলনীয় ভাষার চল ছিল। আক্কাদীয় ভাষাটি একটি কিউনিফর্প লিপিতে লেখা হত। ১৯শ শতকে এসে লিপিটির পাঠোদ্ধার করা হয়।

প্রাচীন মেসোপটেমীয় সভ্যতার গুরুত্বপূর্ণ শহর আক্কাদের নামে ভাষাটির নামকরণ করা হয়েছে।