অ্যালভিন রথ
অলভিন এলিয়ট রোথ | |
---|---|
জন্ম | ১৮ ডিসেম্বর ১৯৫১ |
জাতীয়তা | যুক্তরাষ্ট্র |
মাতৃশিক্ষায়তন | কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় |
পুরস্কার | অর্থনীতিতে নোবেল পুরস্কার (২০১২) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | গেম থিওরি, বাজার ব্যবস্থাপনা, নিরীক্ষামূলক অর্থনীতি |
অলভিন এলিয়ট রোথ (১৯ ডিসেম্বর, ১৯৫১) যুক্তরাষ্ট্রের একজন অর্থনীতিবিদ এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক। তিনি অর্থনীতির গেম থিওরি, বাজার ব্যবস্থাপনা ও নিরীক্ষামূলক অর্থনীতি বিষয়ে গবেষণা করেছেন। ১৯৭১ সালে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। এরপর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৩ সালে মাস্টার্স ও ১৯৭৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীকালে ইলিনয় বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষক হিসেবে যোগদান করেন। সেখান থেকে পিটসবার্গ বিশ্ববিদ্যালয় এবং পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন তিনি।[১]
অলভিন ই রোথ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চ (এনবিইআর) এবং ইকোনোমেট্রিক সোসাইটির সদস্য। "স্থিতিশীল বরাদ্দ ও বাজার ব্যবস্থাপনার চর্চা তত্ত্ব"-এর জন্য তিনি অধ্যাপক লয়েড শ্যাপলের সাথে যৌথভাবে ২০১২ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
তথ্যসূত্র
- ↑ "এক নজরে শ্যাপলে ও রোথ"। ঢাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৫ অক্টোবর ২০১২। সংগ্রহের তারিখ অক্টোবর ১৬, ২০১২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
- Alvin E. Roth at Harvard Business School
- Compilation of research and press coverage at Al Roth's game theory, experimental economics, and market design page.
- ১৯৫১-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- মার্কিন নোবেল বিজয়ী
- মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান অ্যাকাডেমির সদস্য
- পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- ২০শ শতাব্দীর মার্কিন লেখক
- ২১শ শতাব্দীর মার্কিন ইহুদি
- ২১শ শতাব্দীর মার্কিন অর্থনীতিবিদ
- মার্কিন অর্থনীতিবিদ
- নোবেল বিজয়ী অর্থনীতিবিদ
- স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইনের শিক্ষক
- কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ২০শ শতাব্দীর মার্কিন অর্থনীতিবিদ
- আমেরিকান অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেসের বিশিষ্ট সভ্য