২০২২ উগান্ডা ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগ বি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(2022 Uganda Cricket World Cup Challenge League B থেকে পুনর্নির্দেশিত)
২০২২ উগান্ডা ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগ বি
তারিখ১৭ – ২৭ জুন ২০২২
তত্ত্বাবধায়কআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনলিস্ট এ
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন
আয়োজকউগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১৫
সর্বাধিক রান সংগ্রহকারীজার্সি (দ্বীপপুঞ্জ) নিক গ্রীনউড (৩২৭)
সর্বাধিক উইকেটধারীইতালি গ্যারেথ বার্গ (১৬)

২০২২ উগান্ডা ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগ বি হচ্ছে একটি ক্রিকেট প্রতিযোগিতা যা ২০১৯-২১ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগ এর বি গ্রুপের দ্বিতীয় পর্বের খেলা।প্রতিযোগিতাটি হচ্ছে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনের একটি ধাপ।[১][২] ২০১৯ এর অক্টোবরে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিশ্চিত করে যে, উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রতিযোগিতাটির আয়োজন করবে,[৩] এবং প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে জুনের ২০২২ এর মধ্যে।[৪] প্রতিযোগিতার সবগুলো খেলা হবে লিস্ট এ মর্যাদা সম্পন্ন।[৫]

.

দলীয় সদস্য[সম্পাদনা]

 বারমুডা  হংকং  ইতালি  জার্সি  কেনিয়া  উগান্ডা

ফিক্সচার[সম্পাদনা]

১৭ জুন ২০২২
১০:০০
জার্সি 
২৫৫/৬ (৫০ ওভার)
 উগান্ডা
১৯৩ (৪৫.২ ওভার)
নিক গ্রীনউড ৮০ (৯৩)
জুমা মিয়াগি ১/২২ (৮ ওভার)

১৮ জুন ২০২২
১০:০০
হংকং 
২৮৩ (৪৯.৫ ওভার)
 ইতালি
২২৫ (৪৪.১ ওভার)
কিঞ্চিৎ শাহ ১০২ (৯৭)
গ্যারেথ বার্গ ৫/৫১ (১০ ওভার)
জসপ্রীত সিং ৮১ (৬০)
আইজাজ খান ৩/৩৩ (৬.১ ওভার)
হংকং ৫৮ রানে জয়ী
লুগোগো স্টেডিয়াম, কাম্পালা
আম্পায়ার: রকি ডি মেলো (কেনিয়া) ও প্যাট্রিক মাকুম্বি (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: কিঞ্চিৎ শাহ (হংকং)
  • হংকং টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • আয়ুষ শুক্লা (হংকং), হাসনাত আহমেদ, মার্কাস ক্যাম্পোপিয়ানো ও ক্রিশান কাপুগামাগে (ইতালি) সব তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।

১৮ জুন ২০২২
১০:০০
বারমুডা 
১০৭ (২৭ ওভার)
 কেনিয়া
১০৯/৪ (১৯ ওভার)
রুশাব প্যাটেল ৪৯* (৫১)
মালাচি জন্স ১/১০ (৪ ওভার)
কেনিয়া ৬ উইকেটে জয়ী
কিয়ামবোগো ক্রিকেট ওভাল, কাম্পালা
আম্পায়ার: শন জর্জ (দক্ষিণ আফ্রিকা) ও ক্লজ শুমাখার (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: এলিজা ওটিয়েনো (কেনিয়া)
  • বারমুডা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • স্টিভেন ব্রেমার, জাবারি ড্যারেল, আমারি এবিন, নাজিয়াহ রায়নার, ডালিন রিচার্ডসন, ডমিনিক সাবির, চার্লস ট্রট (বারমুডা) ও ব্রজ প্যাটেল (কেনিয়া) সব তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।
  • এলিজা ওটিয়েনো (কেনিয়া) লিস্ট এ ক্রিকেটে তার প্রথম পাঁচ উইকেট শিকার নেন।

২০ জুন ২০২২
১০:০০
জার্সি 
২৭৫ (৫০ ওভার)
 কেনিয়া
১৭৯ (৪১ ওভার)
নিক গ্রীনউড ৬৬ (৪৮)
শেম এনগোচে ৫/২১ (৭ ওভার)
জার্সি ৯৬ রানে জয়ী
লুগোগো স্টেডিয়াম, কাম্পালা
আম্পায়ার: শন জর্জ (দক্ষিণ আফ্রিকা) ও প্যাট্রিক মাকুম্বি (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: অ্যান্থনি হকিন্স-কে (জার্সি)

২০ জুন ২০২২
১০:০০
উগান্ডা 
৯৪ (৩৩.২ ওভার)
 হংকং
৯৬/৪ (২১.৫ ওভার)
রোনাক প্যাটেল ৩৫ (৬০)
এহসান খান ৪/১৭ (৬.২ ওভার)
  • উগান্ডা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

২১ জুন ২০২২
১০:০০
বারমুডা 
৯৫ (২৮.৫ ওভার)
 উগান্ডা
৯৯/২ (১৭.৫ ওভার)
রোনাক প্যাটেল
ফ্রাঙ্ক আকাঙ্কওয়াসা ২/০ (০.৫ ওভার)
সাইমন সেসাজি ৫০* (১৩)
জাবারি ড্যারেল ১/১৬ (৪ ওভার)
উগান্ডা ৮ উইকেটে জয়ী
লুগোগো স্টেডিয়াম, কাম্পালা
আম্পায়ার: শন জর্জ (দক্ষিণ আফ্রিকা) ও এন্ড্রো লউ (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: সাইমন সেসাজি (উগান্ডা)
  • বারমুডা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ফ্রাঙ্ক আকাঙ্কওয়াসা (উগান্ডা) ও ক্যামেরন জেফার্স (বারমুডা) উভয়ই তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।

২১ জুন ২০২২
১০:০০
জার্সি 
২২৩/৯ (৫০ ওভার)
 ইতালি
১৩৫ (৩৬.৩ ওভার)
জোশ লরেন্সন ১০২* (১২৯)
গ্যারেথ বার্গ ৪/২৫ (১০ ওভার)
  • জার্সি টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • সুখবিন্দর সিং (ইতালি) তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।
  • জোশ লরেন্সন (জার্সি) লিস্ট এ ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেন।

২৩ জুন ২০২২
১০:০০
কেনিয়া 
৩৪০/৯ (৫০ ওভার)
 ইতালি
২০৬ (৩৮.১ ওভারস)
মার্কাস ক্যাম্পোপিয়ানো ৮৫ (৯৯)
ইমানুয়েল বুন্ডি ২/২৭ (6 ওভার)
কেনিয়া ১৩৪ রানে জয়ী
লুগোগো স্টেডিয়াম, কাম্পালা
আম্পায়ার: ক্লজ শুমাখার (নামিবিয়া) ও প্যাট্রিক মাকুম্বি (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: অ্যালেক্স ওবান্দা (কেনিয়া)
  • কেনিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • আমীর শরীফ (ইতালি), ইউজেন ওছিয়েং ও তাঞ্জিল শেখ (কেনিয়া) সব তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।

২৩ জুন ২০২২
১০:০০
হংকং 
৩১৩/৯ (৫০ ওভার)
 বারমুডা
১১৯ (২৫.১ ওভার)
ডোমিনিক সাবির ৩৪ (২৭)
এহসান খান ৪/২০ (৪.১ ওভার)
হংকং ১৯৪ রানে জয়ী
কিয়ামবোগো ক্রিকেট ওভাল, কাম্পালা
আম্পায়ার: রকি ডি মেলো (কেনিয়া) ও এন্ড্রো লউ (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: বাবর হায়াত (হংকং)
  • বারমুডা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • জাবারি ড্যারেল ও জামার স্টোভেল (বারমুডা) উভয়ই তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।

২৪ জুন ২০২২
১০:০০
জার্সি 
২৮৯/৮ (৫০ ওভার)
 হংকং
২৩৪ (৪৭ ওভার)
জন্টি জানের ৭০ (৪৮)
আয়ুষ শুক্লা ২/৪৭ (৭ ওভার)
  • জার্সি টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

২৪ জুন ২০২২
১০:০০
উগান্ডা 
১২০ (৩৬.৩ ওভার)
 ইতালি
১২১/৩ (২৪.২ ওভার)
ক্রিশান কাপুগামাগে ৩১ (৫৬)
দিনেশ নকরানি ২/২৫ (৮ ওভার)
উগান্ডা ৭ উইকেটে জয়ী
কিয়ামবোগো ক্রিকেট ওভাল, কাম্পালা
আম্পায়ার: এন্ড্রো লউ (নামিবিয়া) ও ডেভিড ওধিয়াম্বো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: দিনেশ নকরানি (উগান্ডা)
  • ইতালি টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • দামিথ কোসালা (ইতালি) তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।

২৬ জুন ২০২২
১০:০০
কেনিয়া 
২২০ (৪৭.১ ওভার)
 উগান্ডা
২২৪/৩ (৪৫.১ ওভার)
রাকেপ প্যাটেল ৭২ (৭২)
কসমাস কিয়েউটা ৩/২২ (৮.১ ওভার)
সাইমন সেসাজি ৮৭* (১১২)
ইউজেন ওছিয়েং ৩/৩৭ (৭.৫ ওভার)
উগান্ডা ৬ উইকেটে জয়ী
লুগোগো স্টেডিয়াম, কাম্পালা
আম্পায়ার: শন জর্জ (দক্ষিণ আফ্রিকা) ও ক্লজ শুমাখার (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: সাইমন সেসাজি (উগান্ডা)
  • কেনিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

২৬ জুন ২০২২
১০:০০
জার্সি 
৩৭১/৮ (৫০ ওভার)
 বারমুডা
৮০ (১৭.৫ ওভার)
নিক গ্রীনউড ১০৬ (৮০)
জেলানি রিচার্ডসন ২/৩৬ (৮০)
জার্সি ২৯১ রানে জয়ী
কিয়ামবোগো ক্রিকেট ওভাল, কাম্পালা
আম্পায়ার: প্যাট্রিক মাকুম্বি (উগান্ডা) ও ডেভিড ওধিয়াম্বো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: হ্যারিসন কারলিয়ন (জার্সি)
  • জার্সি টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

২৭ জুন ২০২২
১০:০০
বারমুডা 
১২০ (২৭.৪ ওভার)
 ইতালি
১২৪/০ (১২.২ ওভার)
মালাচি জন্স ২১ (১৮)
ক্রিশান কাপুগামাগে ৩/২৪ (৭ ওভার)
মার্কাস ক্যাম্পোপিয়ানো ৭৫* (৩৭)
ইতালি ১০ উইকেটে জয়ী
লুগোগো স্টেডিয়াম, কাম্পালা
আম্পায়ার: রকি ডি মেলো (কেনিয়া) ও প্যাট্রিক মাকুম্বি (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: মার্কাস ক্যাম্পোপিয়ানো (ইতালি)
  • বারমুডা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

২৭ জুন ২০২২
১০:০০
কেনিয়া 
১৩৫ (৩৮.৩ ওভার)
 হংকং
১৩৭/৫ (৩৪ ওভার)
ইরফান করিম ৫৯* (৯৪)
ইয়াসিম মুর্তজা ৪/২৬ (৮.৩ ওভার)
আইজাজ খান ৫৯* (৭৬)
শেম এনগোচে ৩/২৯ (১০ ওভার)
হংকং ৫ উইকেটে জয়ী
কিয়ামবোগো ক্রিকেট ওভাল, কাম্পালা
আম্পায়ার: এন্ড্রো লউ (নামিবিয়া) ও ক্লজ শুমাখার (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইয়াসিম মুর্তজা (হংকং)
  • কেনিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "New qualification pathway for ICC Men's Cricket World Cup approved"International Cricket Council। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯ 
  2. "Associates pathway to 2023 World Cup undergoes major revamp"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯ 
  3. "Uganda Chosen As Host For The ICC Challenge League Round 2"Cricket Uganda। ১৪ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯ 
  4. "Zimbabwe and Nepal readmitted; Women's event prize money receives a major boost"International Cricket Council। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯ 
  5. "ICC launches the road to India 2023"International Cricket Council। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]