২০১৮ ফিফা বিশ্বকাপ গ্রুপ নির্বাচন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(2018 FIFA World Cup seeding থেকে পুনর্নির্দেশিত)
২০১৮ সালে রাশিয়া কর্তৃক প্রকাশিত আটটি ডাকটিকিট যেগুলোতে ২০১৮ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র চিত্রিত করা হয়েছে।

২০১৮ ফিফা বিশ্বকাপের ড্র ২০১৭ সালের ১ ডিসেম্বর স্টেট ক্রেমলিন প্যালেস, মস্কো, রাশিয়ায় অনুষ্ঠিত হয়।[১] এই অনুষ্ঠান প্রতিযোগিতার অংশগ্রহণকারী ৩২ দলের গ্রুপ নির্ধারণ করে। এই দলসমূহকে ফিফা পূর্বেই ভৌগোলিক অবস্থান বিবেচনা করে ৪টি পাত্রে ভাগ করে।

বিশ্বকাপের আগের সংস্করণগুলির তুলনায়, ২০১৭ সালের অক্টোবরে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং অনুযায়ী প্রতিটি জাতীয় দলের পাত্রগুলি নির্ধারণ করা হয়েছিল, পাত্র ১-এ ছিল সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ের দলগুলি, পাত্র ২-এ ছিল পরবর্তী সর্বোচ্চ-র‌্যাঙ্কিং ধারণকারী দলগুলি, এবং এভাবেই চলতে থাকে; আগের সংস্করণে সর্বোচ্চ স্তরের দলগুলোর মধ্যে কেবল একটি পাত্রই র‌্যাঙ্কিংয়ের দ্বারা নির্ধারিত হয়, মহাদেশীয় কনফেডারেশন দ্বারা নির্ধারিত অন্যান্য তিনটি পাত্রের সাথে। আয়োজক দেশকে পাত্র ১-এ রাখা হয় এবং একটি বাছাই দল হিসাবে গণ্য হয়, এই কারণে, আয়োজক রাশিয়া সেরা ৮ দলে না থাকলেও ফিফার বিশ্বকাপ নীতি অনুযায়ী, আয়োজক হওয়ায় প্রথম ৮ দলের পাত্রে স্থান পায় এবং ফিফা র‌্যাঙ্কিং এর সেরা ৭ দল প্রথম পাত্রের বাকি ৭ স্থান পূরণ করে।

ড্র পর্যায়াক্রম শুরু হয় পাত্র ১ দিয়ে এবং পাত্র ৪ দিয়ে শেষ হয়।[২]

আগের সংস্করণগুলির মতো, উয়েফা ব্যতীত কোনও মহাদেশীয় কনফেডারেশনের কোন গ্রুপের একাধিক দল ছিল না, যেটির কমপক্ষে একটি ছিল, কিন্তু একটি গ্রুপ দুইয়ের অধিক নয়।[২]

সিডিং[সম্পাদনা]

All teams were seeded using the October 2017 FIFA World Rankings,[৩] which numbers in brackets show, released on 16 October 2017.[৪]

পাত্র ১ পাত্র ২ পাত্র ৩ পাত্র ৪
 রাশিয়া (আয়োজক) (৬৫)  স্পেন (৮)  ডেনমার্ক (১৯)  সার্বিয়া (৩৮)
 জার্মানি (১)  পেরু (১০)  আইসল্যান্ড (২১)  নাইজেরিয়া (৪১)
 ব্রাজিল (২)   সুইজারল্যান্ড (১১)  কোস্টা রিকা (২২)  অস্ট্রেলিয়া (৪৩)
 পর্তুগাল (৩)  ইংল্যান্ড (১২)  সুইডেন (২৫)  জাপান (৪৪)
 আর্জেন্টিনা (৪)  কলম্বিয়া (১৩)  তিউনিসিয়া (২৮)  মরক্কো (৪৮)
 বেলজিয়াম (৫)  মেক্সিকো (১৬)  মিশর (৩০)  পানামা (৪৯)
 পোল্যান্ড (৬)  উরুগুয়ে (১৭)  সেনেগাল (৩২)  দক্ষিণ কোরিয়া (৬২)
 ফ্রান্স (৭)  ক্রোয়েশিয়া (১৮)  ইরান (৩৪)  সৌদি আরব (৬৩)

ফাইনাল ড্র[সম্পাদনা]

মোট পয়েন্ট
গ্রুপ এ  রাশিয়া  সৌদি আরব  মিশর  উরুগুয়ে ২,৯৯১
গ্রুপ বি  পর্তুগাল  স্পেন  মরক্কো  ইরান ৪,১২৮
গ্রুপ সি  ফ্রান্স  অস্ট্রেলিয়া  পেরু  ডেনমার্ক ৪,১০১
গ্রুপ ডি  আর্জেন্টিনা  আইসল্যান্ড  ক্রোয়েশিয়া  নাইজেরিয়া ৪,০৯৯
গ্রুপ ই  ব্রাজিল   সুইজারল্যান্ড  কোস্টা রিকা  সার্বিয়া ৪,৪১৫
গ্রুপ এফ  জার্মানি  মেক্সিকো  সুইডেন  দক্ষিণ কোরিয়া ৪,১৫১
গ্রুপ জি  বেলজিয়াম  পানামা  তিউনিসিয়া  ইংল্যান্ড ৩,৯৫৩
গ্রুপ এইচ  পোল্যান্ড  সেনেগাল  কলম্বিয়া  জাপান ৩,৯৪৪

ফিফা র্যাংকিং অনুযায়ী,[৪] সবচেয়ে শক্তিশালী গ্রুপ হচ্ছে ই (৪৪১৫ পয়েন্টের মিশ্রণ), এর পরে এফ (৪১৫১), বি (৪১২৮), সি (৪১১), ডি (৪০৯৯), জি (৩৯৫৩), এইচ (৩৯৪৪) এবং দুর্বলতম হচ্ছে আয়োজক দেশের গ্রুপ এ (২৯৯১)।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Final Draw to take place in State Kremlin Palace"। FIFA.com। ২৪ জানুয়ারি ২০১৭। ১৬ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৮ 
  2. "Close-up on Final Draw procedures"। FIFA.com। ২৭ নভেম্বর ২০১৭। ৭ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৮ 
  3. "OC for FIFA Competitions approves procedures for the Final Draw of the 2018 FIFA World Cup"। FIFA.com। ১৪ সেপ্টেম্বর ২০১৭। ২৪ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৮ 
  4. FIFA.com। "The FIFA/Coca-Cola World Ranking - October 2017 - FIFA.com"FIFA.com (ইংরেজি ভাষায়)। ১৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৭