'ফ্রিন-লাস-র্গ্যা-ম্ত্শো (দ্বাদশ দলাই লামা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

'ফ্রিন-লাস-র্গ্যা-ম্ত্শো (তিব্বতি: འཕྲིན་ལས་རྒྱ་མཚོ་ওয়াইলি: 'phrin las rgya mtsho), (২৬শে জানুয়ারী, ১৮৫৭ – ২৫শে এপ্রিল, ১৮৭৫) তিব্বতী বৌদ্ধধর্মের অন্যতম প্রধান ধর্মসম্প্রদায় দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্বাদশ দলাই লামা ছিলেন।

জন্ম[সম্পাদনা]

'ফ্রিন-লাস-র্গ্যা-ম্ত্শো ১৮৫৭ খ্রিষ্টাব্দের ২৬শে জানুয়ারি তিব্বতের 'ওল-খা-র্দ্জিং-ফ্যি (ওয়াইলি: 'ol kha rdzing phyi) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ফুন-ত্শোগ্স-ত্শে-দ্বাং (ওয়াইলি: phun tshogs tshe dbang) এবং মাতার নাম ছিল ত্শে-রিং-গ্যু-স্গ্রোন (ওয়াইলি: tshe ring g.yu sgron)। তার জ্যৈষ্ঠ ভ্রাতার নাম ছিল য়ে-শেস-নোর-বু (ওয়াইলি: ye shes nor bu)।[১]

দলাই লামা হিসেবে চিহ্নিতকরণ[সম্পাদনা]

একাদশ দলাই লামার পুনর্জন্ম রূপে যে তিনটি শিশুকে প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়, তাদের মধ্যে একজন ছিলেন 'ফ্রিন-লাস-র্গ্যা-ম্ত্শো। এই তিনটি শিশুকে লাসা শহরে নিয়ে আসা হয় এবং চিং সরকারের পক্ষ থেকে গ্সের-বুম-স্ক্রুগ-পা (ওয়াইলি: gser bum skrug pa) পদ্ধতির মাধ্যমে 'ফ্রিন-লাস-র্গ্যা-ম্ত্শোকে দ্বাদশ দলাই লামা রূপে নিশ্চিত করা হয়। ১৮৬০ খ্রিষ্টাব্দে তাকে দ্বাদশ দলাই লামা হিসেবে আনুষ্ঠানিক ভাবে অধিষ্ঠিত করা হয়।[১]

পরবর্তী জীবন[সম্পাদনা]

১৮৬৪ খ্রিষ্টাব্দে তার শিক্ষক ব্লো-ব্জাং-ম্খ্যেন-রাব-দ্বাং-ফ্যুগ (ওয়াইলি: blo bzang mkhyen rab dbang phyug) নামক ছিয়াত্তরতম দ্গা'-ল্দান-খ্রি-পা তাকে শিক্ষার্থীর শপথ প্রদান করেন। তিনি সে-রা, দ্রেপুং এবং দ্গা'-ল্দান বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভ করেন। ১৮৭৩ খ্রিষ্টাব্দে তিনি তিব্বতের শাসনক্ষমতা গ্রহণ করেন। এই কাজে ব্যাম্স-পা-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: byams pa rgya mtsho) নামক তৃতীয় ফুর-ল্চোগ (ওয়াইলি: phur lcog) উপাধিধারী বৌদ্ধ লামা তার সহায়ক হন।[১] ১৮৭৫ খ্রিষ্টাব্দের ২৫শে এপ্রিল মাত্র আঠারো বছর বয়সে 'ফ্রিন-লাস-র্গ্যা-ম্ত্শো পোতালা প্রাসাদে মৃত্যুবরণ করেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Chhosphel, Samten (নভেম্বর ২০১১)। "The Twelfth Dalai Lama, Trinle Gyatso"The Treasury of Lives। treasuryoflives.com। সংগ্রহের তারিখ জুলাই ২৮, ২০১৪ 
  2. Khetsun Sangpo Rinpoche. (1982). "Life and times of the Eighth to Twelfth Dalai Lamas." The Tibet Journal. Vol. VII Nos. 1 & 2. Spring/Summer 1982, p. 54.

আরো পড়ুন[সম্পাদনা]

  • Maher, Derek. 2005. “The Twelfth Dalai Lama, Trinle Gyatso.” In The Dalai Lamas: A Visual History. Martin Brauen, ed. London: Serindia, pp. 134–135.
  • Mullin, Glenn H. (2001). The Fourteen Dalai Lamas: A Sacred Legacy of Reincarnation, pp. 367–375. Clear Light Publishers. Santa Fe, New Mexico. আইএসবিএন ১-৫৭৪১৬-০৯২-৩.
পূর্বসূরী
ম্খাস-গ্রুব-র্গ্যা-ম্ত্শো
'ফ্রিন-লাস-র্গ্যা-ম্ত্শো
দ্বাদশ দলাই লামা
উত্তরসূরী
থুব-ব্স্তান-র্গ্যা-ম্ত্শো