বিষয়বস্তুতে চলুন

৮২তম গোল্ডেন গ্লোব পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
৮২তম গোল্ডেন গ্লোব পুরস্কার
দাপ্তরিক পোস্টার
তারিখ৫ জানুয়ারি ২০২৫
উপস্থাপকনিকি গ্লেজার
পরিচালকগ্লেন ওয়াইস
আলোকপাত
সর্বাধিক পুরস্কারচলচ্চিত্র: এমিলিয়া পেরেস (৪)
টিভি: শোগুন (৪)
সর্বাধিক মনোনয়নচলচ্চিত্র: এমিলিয়া পেরেস (১০)
টিভি: দ্য বেয়ার (৫)
টেলিভিশন আওতা
নেটওয়ার্কসিবিএস
প্যারামাউন্ট+ (স্ট্রিমিং)
 ← ৮১তম গোল্ডেন গ্লোব পুরস্কার ৮৩তম → 

৮২তম গোল্ডেন গ্লোব পুরস্কার হল ২০২৪ সালে মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশনে সেরাদের সম্মাননা প্রদানের জন্য আয়োজিত বার্ষিক পুরস্কার আয়োজন। ২০২৫ সালের ৫ই জানুয়ারি সিবিএসে সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কৌতুকাভিনেত্রী নিকি গ্লেজার, যিনি গোল্ডেন গ্লোবের ইতিহাসে প্রথম একক উপস্থাপিকা।[]

২০২৪ সালের ৯ই ডিসেম্বর দ্য বেভারলি হিল্টনে এক সংবাদ সম্মেলনে অভিনেতা মরিস চেস্টনাট ও অভিনেত্রী মিন্ডি ক্যালিং মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন।[] এমিলিয়া পেরেস সর্বাধিক ১০টি মনোনয়ন লাভ করে, যা গোল্ডেন গ্লোবের ইতিহাসে সর্বাধিক মনোনয়নপ্রাপ্ত সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র। এটি রবার্ট অল্টম্যানের ব্যঙ্গধর্মী ন্যাশভিল-এর ১৯৭৫ সালে নাট্যধর্মী শাখায় সর্বাধিক ১১টি মনোনয়ন লাভের রেকর্ড থেকে মাত্র একটি কম।[] দ্য ব্রুটালিস্ট দ্বিতীয় সর্বাধিক ৭টি মনোনয়ন এবং কনক্লেভ ছয়টি মনোনয়ন লাভ করে।[] অন্যদিকে, দ্য বেয়ার টেলিভিশন শাখায় সর্বাধিক পাঁচটি মনোনয়ন লাভ করে। এরপর শোগানঅনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং চারটি করেন মনোনয়ন লাভ করে।[]

অনুষ্ঠানের তথ্য

[সম্পাদনা]

২০২৪ সালের ২৮শে আগস্ট ঘোষণা করা হয় এই বছরের অনুষ্ঠানের উপস্থাপনা করবেন কৌতুকাভিনেত্রী নিকি গ্লেজার[] তিনি প্রথম নারী হিসেবে এককভাবে গোল্ডেন গ্লোব পুরস্কারের উপস্থাপনা করেন।[] গ্লেজার নিজেও তার কৌতুকাভিনয় বিশেষ অনুষ্ঠান নিকি গ্লেজার: সামডে ইউ'ল ডাই-এর জন্য টেলিভিশনে শ্রেষ্ঠ স্ট্যান্ড-আপ কৌতুকাভিনয় বিভাগে মনোনয়ন লাভ করেন,[] কিন্তু অ্যালি ওং-এর কাছে পরাজিত হন।

অনুষ্ঠানটি ২০২৫ সালের ৫ই জানুয়ারি সন্ধ্যা ৮ ঘটিকা ইএসটি / ৫ ঘটিকা পিএসটি-য় অনুষ্ঠিত হয়। এটি সিবিএস চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয় এবং একই সময়ে প্যারামাউন্ট+-এ সরাসরি স্ট্রিমিং হয়।[] হোয়াইট চেরি এন্টারটেইনমেন্টের গ্লেন ওয়াইসরিকি কার্শনার এবং ডিক ক্লার্ক প্রডাকশন্স যৌথভাবে এই আয়োজনের নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেন।[]

২০২৪ সালের ৩রা ডিসেম্বর দুটি আজীবন সম্মাননা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। এই পুরস্কারটি আগের বছরের আয়োজনে প্রদান করা হয়নি। পুরস্কারটি ২০২৫ সালের ৩রা জানুয়ারি জমকালো নৈশভোজে প্রদান করা হয়। সেসিল বি. ডামিল পুরস্কার বিজয়ী ছিলেন ভায়োলা ডেভিস এবং ক্যারল বার্নেট পুরস্কার বিজয়ী ছিলেন টেড ড্যানসন[]

বিজয়ী ও মনোনীত

[সম্পাদনা]

এমিলিয়া পেরেস-এর জন্য সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়নপ্রাপ্ত অভিনেত্রী কার্লা সোফিয়া গ্যাস্কন গোল্ডেন গ্লোব পুরস্কারের চলচ্চিত্রে অভিনয় শাখায় মনোনীত প্রথম ট্রান্স ব্যক্তি।[] এই চলচ্চিত্রের পরিচালক জাক ওদিয়ার এই আসরে সর্বাধিক তিনটি মনোনয়ন গ্রহীতাদের একজন, তিনি শ্রেষ্ঠ পরিচালনা, শ্রেষ্ঠ চিত্রনাট্য ও "এল মাল" গানের জন্য শ্রেষ্ঠ মৌলিক গান বিভাগে সহ-গীতিকার হিসেবে মনোনয়ন লাভ করেন।[] "এল মাল" গানের সুরকার ও সহ-গীতিকার ক্লেমঁ দ্যুকলকামিইও তিনটি মনোনয়ন লাভ করেন। তারা "এল মাল" গানের জন্য শ্রেষ্ঠ মৌলিক সুর ও শ্রেষ্ঠ মৌলিক গান বিভাগে এবং "মি কামিনো" গানের জন্য শ্রেষ্ঠ মৌলিক গান বিভাগে মনোনয়ন লাভ করেন।[]

এমিলিয়া পেরেস প্রথম ইংরেজি-ভিন্ন অন্য ভাষার চলচ্চিত্র (কিছু অংশ ইংরেজি ভাষার) হিসেবে শ্রেষ্ঠ সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করে। ফ্লো প্রথম লাটভীয় চলচ্চিত্র ও পুনর্নির্মিত চলচ্চিত্র হিসেবে শ্রেষ্ঠ অ্যানিমেটেড চলচ্চিত্র বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করে।[১০] ফের্নান্দা তোরেস প্রথম ব্রাজিলীয় অভিনেত্রী হিসেবে অভিনয় শাখায় নাট্যধর্মী চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।[১১]

চলচ্চিত্র

[সম্পাদনা]
অ্যাড্রিয়েন ব্রডি, শ্রেষ্ঠ নাট্যধর্মী চলচ্চিত্র অভিনেতা বিজয়ী
ফের্নান্দা তোরেস, শ্রেষ্ঠ নাট্যধর্মী চলচ্চিত্র অভিনেত্রী বিজয়ী
সেবাস্টিয়্যান স্ট্যান, শ্রেষ্ঠ সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেতা বিজয়ী
ডেমি মুর, শ্রেষ্ঠ সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেত্রী বিজয়ী
কিরান কুলকিন, শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিজয়ী
জোই সালড্যানা, শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিজয়ী
ভায়োলা ডেভিস, সেসিল বি. ডামিল পুরস্কার বিজয়ী
শ্রেষ্ঠ চলচ্চিত্র
নাট্য চলচ্চিত্র সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র
অ্যানিমেটেড চলচ্চিত্র বিদেশি ভাষার চলচ্চিত্র
নাট্যধর্মী চলচ্চিত্রে সেরা অভিনয়
নাট্য চলচ্চিত্র অভিনেতা নাট্য চলচ্চিত্র অভিনেত্রী
সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রে সেরা অভিনয়
সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেতা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেত্রী
চলচ্চিত্রে সেরা পার্শ্ব চরিত্রে অভিনয়
পার্শ্ব অভিনেতা পার্শ্ব অভিনেত্রী
অন্যান্য
শ্রেষ্ঠ পরিচালক শ্রেষ্ঠ চিত্রনাট্য
শ্রেষ্ঠ মৌলিক সুর বক্স অফিস সফলতা
শ্রেষ্ঠ মৌলিক গান

সম্মানসূচক পুরস্কার

[সম্পাদনা]

একাধিক মনোনয়নপ্রাপ্ত চলচ্চিত্র

[সম্পাদনা]

নিম্নোক্ত চলচ্চিত্রসমূহ একাধিক মনোনয়ন লাভ করে:

মনোনয়ন চলচ্চিত্র শাখা
১০ এমিলিয়া পেরেস সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক
দ্য ব্রুটালিস্ট নাট্যধর্মী
কনক্লেভ
আনোরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক
দ্য সাবস্ট্যান্স
চ্যালেঞ্জার্স
আ রিয়্যাল পেইন
উইকেড
দ্য ওয়াইল্ড রোবট অ্যানিমেটেড
আ কমপ্লিট আননোন নাট্যধর্মী
অল উই ইমাজিন অ্যাজ লাইট
দ্য অ্যাপ্রেন্টিস
ডিউন: পার্ট টু
গ্ল্যাডিয়েটর ২
আ'ম স্টিল হিয়্যার
ইনসাইড আউট টু অ্যানিমেটেড
দ্য লাস্ট শোগার্ল নাট্যধর্মী

একাধিক পুরস্কার জয়ী চলচ্চিত্র

[সম্পাদনা]

নিম্নোক্ত চলচ্চিত্রসমূহ একাধিক পুরস্কার অর্জন করে:

জয় চলচ্চিত্র শাখা
এমিলিয়া পেরেস সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক
দ্য ব্রুটালিস্ট নাট্যধর্মী

টেলিভিশন

[সম্পাদনা]
হিরোইউকি সানাদা, নাট্যধর্মী টিভি ধারাবাহিকে শ্রেষ্ঠ অভিনেতা বিজয়ী
অ্যানা সাওয়াই, নাট্যধর্মী টিভি ধারাবাহিকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিজয়ী
জেরেমি অ্যালেন হোয়াইট, সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক টিভি ধারাবাহিকে শ্রেষ্ঠ অভিনেতা বিজয়ী
জিন স্মার্ট, সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক টিভি ধারাবাহিকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিজয়ী
কলিন ফ্যারল, সীমিত ধারাবাহিক, সংকলিত ধারাবাহিক, বা টিভি চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা বিজয়ী
জোডি ফস্টার, সীমিত ধারাবাহিক, সংকলিত ধারাবাহিক, বা টিভি চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিজয়ী
টাডানোবু আসানো, টেলিভিশনে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিজয়ী
জেসিকা গানিং, টেলিভিশনে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিজয়ী
শ্রেষ্ঠ টিভি ধারাবাহিক
নাট্যধর্মী টিভি ধারাবাহিক সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক টিভি ধারাবাহিক
সীমিত ধারাবাহিক বা টিভি চলচ্চিত্র টিভিতে সেরা স্ট্যান্ড-আপ কৌতুকাভিনয়
নাট্যধর্মী টিভি ধারাবাহিকে সেরা অভিনয়
অভিনেতা অভিনেত্রী
সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক টিভি ধারাবাহিকে সেরা অভিনয়
অভিনেতা অভিনেত্রী
সীমিত বা সংকলিত ধারাবাহিক বা টিভি চলচ্চিত্রে সেরা অভিনয়
অভিনেতা অভিনেত্রী
ধারাবাহিক, সীমিত ধারাবাহিক, সংকলিত ধারাবাহিক বা টিভি চলচ্চিত্রে সেরা অভিনয়
পার্শ্ব অভিনেতা পার্শ্ব অভিনেত্রী

সম্মানসূচক পুরস্কার বিজয়ী

[সম্পাদনা]

একাধিক মনোনয়ন প্রাপ্ত ধারাবাহিক

[সম্পাদনা]

নিম্নোক্ত টেলিভিশন ধারাবাহিকসমূহ একাধিক মনোনয়ন লাভ করে:

মনোনয়ন ধারাবাহিক বিভাগ পরিবেশক
দ্য বেয়ার সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক এফএক্স / হুলু
অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং হুলু
শোগান নাট্যধর্মী এফএক্স / হুলু
বেবি রেইনডিয়ার সীমিত ধারাবাহিক, সংকলিত ধারাবাহিক বা টিভি চলচ্চিত্র নেটফ্লিক্স
দ্য ডিপ্লোম্যাট নাট্যধর্মী
ডিসক্লেইমার* সীমিত ধারাবাহিক, সংকলিত ধারাবাহিক বা টিভি চলচ্চিত্র অ্যাপল টিভি+
হ্যাক্‌স সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক ম্যাক্স
মনস্টার্স: দ্য লাইল অ্যান্ড এরিক মেনেডেজ স্টোরি সীমিত ধারাবাহিক, সংকলিত ধারাবাহিক বা টিভি চলচ্চিত্র নেটফ্লিক্স
মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ নাট্যধর্মী প্রাইম ভিডিও
নোবডি ওয়ান্টস দিস সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক নেটফ্লিক্স
দ্য পেঙ্গুইন সীমিত ধারাবাহিক, সংকলিত ধারাবাহিক বা টিভি চলচ্চিত্র এইচবিও / ম্যাক্স
রিপলি নেটফ্লিক্স
স্লো হর্সেস নাট্যধর্মী অ্যাপল টিভি+
ট্রু ডিটেকটিভ: নাইট কান্ট্রি সীমিত ধারাবাহিক, সংকলিত ধারাবাহিক বা টিভি চলচ্চিত্র এইচবিও / ম্যাক্স
অ্যাবট এলিমেন্টারি সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক এবিসি
দ্য ডে অব দ্য জ্যাকল নাট্যধর্মী পিকক / স্কাই আটলান্টিক
শ্রিঙ্কিং সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক অ্যাপল টিভি+

একাধিক পুরস্কার জয়ী ধারাবাহিক

[সম্পাদনা]

নিম্নোক্ত টেলিভিশন ধারাবাহিকসমূহ একাধিক পুরস্কার অর্জন করে:

জয় ধারাবাহিক বিভাগ পরিবেশক
শোগান নাট্যধর্মী এফএক্স / হুলু
বেবি রেইনডিয়ার সীমিত ধারাবাহিক, সংকলিত ধারাবাহিক বা টিভি চলচ্চিত্র নেটফ্লিক্স
হ্যাক্‌স সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক ম্যাক্স

আরও দেখুন

[সম্পাদনা]

পাদটীকা

[সম্পাদনা]
  1. এই তিন খণ্ডবিশিষ্ট চলচ্চিত্রে প্লেমন্স প্রতি খণ্ডে আলাদা চরিত্রে অভিনয় করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. মারি, কনর (২৮ আগস্ট ২০২৪)। লেন, র‍্যান্ডল, সম্পাদক। "Nikki Glaser Named 2025 Golden Globe Host—First Host Since Jo Koy's Criticized Performance"সীমিত পরীক্ষা সাপেক্ষে বিনামূল্যে প্রবেশাধিকার, সাধারণত সদস্যতা প্রয়োজনফোর্বসআইএসএসএন 0015-6914ওসিএলসি 6465733। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২৫ 
  2. "NOMINATIONS ANNOUNCED FOR 82nd ANNUAL GOLDEN GLOBES®"গোল্ডেন গ্লোব পুরস্কার। ৯ ডিসেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২৫ 
  3. কোচ, অ্যারন (৯ ডিসেম্বর ২০২৪)। মুডি, নেকেসা মাম্বি, সম্পাদক। "Emilia Pérez Sets Golden Globes Record With 10 Nominations"দ্য হলিউড রিপোর্টারআইএসএসএন 0018-3660ওসিএলসি 44653726। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২৫ 
  4. রিচার্ডসন, কালিয়া (৯ ডিসেম্বর ২০২৪)। উডস, শন, সম্পাদক। "Emilia Pérez Picks Up Record-Breaking 10 Golden Globe Nominations"অর্থের বিনিময়ে সদস্যতা প্রয়োজনরোলিং স্টোনআইএসএসএন 0035-791Xওসিএলসি 969027590। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২৫ 
  5. ডনেলি, ম্যাট; মরো, জর্ডার (৯ ডিসেম্বর ২০২৪)। "Golden Globes 2025 Nominations: Emilia Pérez Dominates Films With 10 Nods; The Bear Leads TV With Five"ভ্যারাইটিআইএসএসএন 0042-2738ওসিএলসি 60626328। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২৫ 
  6. "Nikki Glaser on making history as 1st woman to host Golden Globes solo" (ইংরেজি ভাষায়)। ইয়াহু নিউজ। ২০২৪-১২-১৮। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৫ 
  7. শোর্ড, ক্যাথরিন (২০২৪-১২-০৯)। ভাইনার, ক্যাথরিন, সম্পাদক। "Golden Globes 2025: Emilia Pérez scores 10 nominations as Kate Winslet, Selena Gomez and Sebastian Stan each take two"দ্য গার্ডিয়ানeISSN 1756-3224আইএসএসএন 0261-3077ওসিএলসি 60623878। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৫ 
  8. জোন্স, মার্কাস (২ ডিসেম্বর ২০২৪)। হ্যারিস-ব্রিডসন, ড্যানা, সম্পাদক। "Viola Davis and Ted Danson to Receive Top Honors at the 2025 Golden Globes"ইন্ডিওয়্যার। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৫ 
  9. কুপার, অ্যালেক্স (৯ ডিসেম্বর ২০২৪)। গেরেরো, ডিজাইরি; ব্রোভারম্যান, নিল, সম্পাদকগণ। "Karla Sofía Gascón makes trans history with Golden Globe nomination"দি অ্যাডভোকেটআইএসএসএন 0001-8996। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২৫ 
  10. "'Flow' by Latvian Gints Zilbalodis gets Golden Globe"এলএসএম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২৫ 
  11. রুবিন, রেবেকা (৬ জানুয়ারি ২০২৫)। "'I'm Still Here' Star Fernanda Torres Wins Golden Globe 26 Years After Her Mom Was Nominated in Same Category"ভ্যারাইটি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২৫ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]