৭ পদাতিক ডিভিশন (বাংলাদেশ)
৭ পদাতিক ডিভিশন | |
---|---|
সক্রিয় | ৮ ফেব্রুয়ারি, ২০১৮ - বর্তমান |
দেশ | বাংলাদেশ |
আনুগত্য | বাংলাদেশ |
শাখা | বাংলাদেশ সেনাবাহিনী |
ধরন | পদাতিক |
আকার | ডিভিশন |
গ্যারিসন/সদরদপ্তর | শেখ হাসিনা সেনানিবাস |
কমান্ডার | |
বর্তমান কমান্ডার | মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা |
৭ পদাতিক ডিভিশন হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। এটি পটুয়াখালী জেলার লেবুখালী তে অবস্থিত। বরিশাল বিভাগে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর এটিই প্রথম কোন সামরিক দল। বাংলাদেশের সামরিক বাহিনীর ফোর্সেস গোল ২০৩০-এর উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে এই ইউনিটটি গঠন করা হয়েছিল। এই প্রকল্পের নির্মাণ ব্যয় আনুমানিক ১৬.৯৯ বিলিয়ন ধরা হয়েছে যা বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত হবে।[১][২]
গঠন
[সম্পাদনা]বরিশাল বিভাগে কোন সেনাবাহিনীর দল না থাকায় পদাতিক ডিভিশনের উপর নির্ভর করতে হত। ফলে দেশের দক্ষিণাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে ও সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে পটুয়াখালীর লেবুখালি এলাকায় ফোর্সেস গোল ২০৩০-এর অংশ হিসেবে একটি নতুন পদাতিক ডিভিশন ও সেনানিবাস প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়।[৩]
১৪ নভেম্বর, ২০১৭ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক), এই প্রকল্পের অনুমোদন দেয়।[১] প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ ফেব্রুয়ারি, ২০১৮-তে শেখ হাসিনা সেনানিবাস ও ৭ পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিকভাবে এর প্রতিষ্ঠা ঘোষণা করেন।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "15,512 posts soon for 7th Infantry Division"। The Independent (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০২-০৯।
- ↑ "PM inaugurates Sheikh Hasina Cantonment in Patuakhali"। Dhaka Tribune (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০২-০৮।
- ↑ News, United। "Remain vigil to protect constitution, sovereignty: PM to Army"। unb.com.bd (ইংরেজি ভাষায়)। ২০১৮-০২-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০২-১৭।
- ↑ "Remain vigil to protect constitution, sovereignty, PM tells army"। New Age | The Outspoken Daily (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০২-১৭।