৬৪০-এর দশক
সহস্রাব্দ: | ১ম সহস্রাব্দ |
শতাব্দীর: | ৬ষ্ঠ শতাব্দী – ৭ম শতাব্দী – ৮ম শতাব্দী |
দশক: | ৬১০-এর দশক ৬২০-এর দশক ৬৩০-এর দশক ৬৪০-এর দশক – ৬৫০-এর দশক ৬৬০-এর দশক ৬৭০-এর দশক |
বছর: | ৬৪০ ৬৪১ ৬৪২ ৬৪৩ ৬৪৪ ৬৪৫ ৬৪৬ ৬৪৭ ৬৪৮ ৬৪৯ |
বিষয়শ্রেণী: | জন্ম – মৃত্যু – স্থাপত্য প্রতিষ্ঠিত |
এটি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুযায়ী ৬৪০-এর দশক। এটি শুরু হয়েছে ১লা জানুয়ারি, ৬৪০ থেকে এবং শেষ হয়েছে ৩১ ডিসেম্বর, ৬৪৯ তারিখে।
ঘটনা[সম্পাদনা]
৬৪০
জানুয়ারি-মার্চ[সম্পাদনা]
এপ্রিল-জুন[সম্পাদনা]
জুলাই-সেপ্টেম্বর[সম্পাদনা]
অক্টোবর-ডিসেম্বর[সম্পাদনা]
৬৪১[সম্পাদনা]
স্থানানুসারে[সম্পাদনা]
এশিয়া[সম্পাদনা]
- চীনের তাং রাজবংশের সম্রাট তাইজং ইসবারা ইয়াবঘু উঘহানকে সমর্থনের মাধ্যমে পশ্চিমা তুর্কীয় খাঘানেটের গৃহযুদ্ধে উস্কানি দেন।
- নভেম্বর ১৭ – জাপানের সম্রাট জোমেই, ১২ বছর শাসন করার পর ৪৮ বছর বয়সে মারা যান।
আফ্রিকা[সম্পাদনা]
- নভেম্বর ৮ – আলেকজান্দ্রিয়ার অবরোধ: ১৪ মাস অবরোধের পর মুসলিম বাহিনী আমর ইবনে আল আসের নেতৃত্বে আলেকজান্দ্রিয়া জয় করেন। বাইজেন্টাইন সেনা আমরের নিকট নিঃশর্তভাবে আত্বসমর্পন করে।
- ফুস্তাত (পরবর্তীতে কায়রো) নগরীর গোড়াপত্তন ঘটে মিশরে। এটি মুসলিম শাসনামলে প্রথমবারের মত মিশরের রাজধানীর মর্যাদা লাভ করে।
ইউরোপ[সম্পাদনা]
- এগা, প্রাসাদের মেয়র ও রাজপ্রতিনিধি, নসত্রিয়ার নানথিল্ড এবং বুগুন্ডি, রাজা দ্বিতীয় ক্লভিসের শাসনামলে মারা যান।
- রাজা রথারির অধীনে লম্বার্ড জেনোয়া, ওদারয, পোর নিম্নাঞ্চলে বাইজেন্টাইন সাম্রাজ্যের বাকি অংশ জয় করে।
- প্রথম এরিচিস, নেপলসের বেনেভেন্তোর ডিউক, ৫০ বছর শাসন করার পর মারা যায় এবং তার পুত্র প্রথম আইউফ সিংহাসনে আরোহণ করেন।
বাইজেন্টাইন সাম্রাজ্য[সম্পাদনা]
- ফেব্রুয়ারি ১১ – সম্রাট হেরাক্লিউস, ৩১ বছর শাসনের পর ৬৫ বছর বয়সে পেটফোলা রোগে কন্সটান্টিনোপলে মারা যান। তিনি রাজপ্রশাসন বিন্যস্ত করেন কিন্তু মুসলিম বাহিনীর কাছে আর্মেনিয়া, মিশর, সিরিয়া ও ফিলিস্তিন হারান। তাঁর পরবর্তীকালে তাঁর পুত্রদ্বয় তৃতীয় কন্সটান্টিনোপল ও হেরাক্লোনাস রাজ্য শাসন করেন।
- মে – তৃতীয় কন্সটান্টিনোপল, চার মাস শাসনের পর ২৯ বছর বয়সে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মারা যান। এর ফলে তাঁর সৎ ভাই হেরাক্লোনাস সিংহাসনের একমাত্র উত্তরাধিকারী হন। গুজব আছে যে, হেরাক্লিউসের দ্বিতীয় স্ত্রী মার্টিনা সম্রাটকে বিষ দেন।
- সেপ্টেম্বর – বাইজেন্টাইন সিনেট মার্টিন ও তার পুত্র হেরাক্লোনাসকে রোডসে নির্বাসনে পাঠায়। বাইজেন্টাইন জেনারেল ভালেন্তিনুসের সহায়তায় তৃতীয় কন্সটান্টিনোপলের ১০ বছর বয়সী পুত্র ২য় কন্সট্যান্স সিংহাসনে আরোহণ করেন।
- ২য় কন্সট্যান্স ভৌগোলিক সামরিক জেলার উপর ভিত্তি করে একটি নতুন নাগরিক-সামরিক আত্মরক্ষামূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। বাইজেন্টাইন বাহিনী দক্ষিণ তুরস্কের বৃষ পর্বতমালা বরাবর সীমান্ত রক্ষা করে।
যুক্তরাজ্য[সম্পাদনা]
- রাজা অসওয়াল্ডের পক্ষে যুবরাজ অসউইউ গডডিন জয় করেন।
- রাজা দ্বিতীয় ব্রিদেই ৫ বছর শাসনের পর মারা যান এবং পিক্টের শাসক হিসেবে তাঁর ভাই তৃতীয় তালর্ক সিংহাসনে আরোহণ করেন।
৬৪২[সম্পাদনা]
জানুয়ারি-মার্চ[সম্পাদনা]
এপ্রিল-জুন[সম্পাদনা]
জুলাই-সেপ্টেম্বর[সম্পাদনা]
অক্টোবর-ডিসেম্বর[সম্পাদনা]
৬৪৩[সম্পাদনা]
জানুয়ারি-মার্চ[সম্পাদনা]
এপ্রিল-জুন[সম্পাদনা]
জুলাই-সেপ্টেম্বর[সম্পাদনা]
অক্টোবর-ডিসেম্বর[সম্পাদনা]
৬৪৪[সম্পাদনা]
স্থানানুসারে[সম্পাদনা]
এশিয়া[সম্পাদনা]
- তাং রাজবংশের সম্রাট তাইজং তাঁর চীনা সেনাবাহিনী জিংজিয়াং-এর কারাশর রাজ্য দখল করার জন্য পাঠায়। তাং বাহিনী দ্বারা কারাশর পরাজিত হয়।[১]
খিলাফত[সম্পাদনা]
- নভেম্বর ৬ – খলিফা উমর ইবনুল খাত্তাব, ১০ বছর খিলাফত শাসন করার পর ৬৫ বছর বয়সে মারা যান। তাঁর মৃত্যুশয্যায় তিনি তাঁর উত্তরাধিকারী নির্বাচনের জন্য কমিটি করে যান। তারা উসমান ইবন আফ্ফানকে খিলাফতের পরর্বতী খলিফা হিসেবে নির্বাচন করে।
বাইজেন্টাইন সাম্রাজ্য[সম্পাদনা]
- ভালেন্তিনুস, বাইজেন্টাইন জেনারেল, তার মেয়ের জামাই ২য় কন্সট্যান্স-এর সিংহাসন জবরদখল করার চেষ্টা চালিয়েছেন। তিনি তার সৈন্য বাহিনীসহ কন্সটান্টিনোপলের সদর দরজায় আসেন এবং নিজেকে ঘোষনার দাবী জানান। ভালেন্তিনুসের দাবি প্রত্যাখ্যাত হয় এবং তাকে জনতা ফাঁসিতে ঝুলিয়ে দেয়।[২]
যুক্তরাজ্য[সম্পাদনা]
- অসোয়াইন, প্রয়াত রাজা অসরিকের পুত্র, রাজা অসউইউ-এর সামরিক বাঁধা সত্বেও নিজেকে উত্তর আয়ারল্যান্ডের ডেইরার রাজা হিসেবে প্রতিষ্ঠিত করেন। তাঁর এই উত্থানের ফলে নর্থাম্ব্রিয়া রাজ্যের ভাঙন ঘটে, যা সম্ভবত ডেইরার জনগনের ইচ্ছার ফলেই হয়।[৩]