৬১তম বার্ষিক গ্র্যামি পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
৬১তম বার্ষিক গ্র্যামি পুরস্কার
তারিখ১০ ফেব্রুয়ারি ২০১৯ (2019-02-10)
৮:০০–১১:৪৫ ইএসটি
১১ ফেব্রুয়ারি ২০১৯ (2019-02-11)
২:০০–৫:৪৫ সিইটি
অবস্থানস্ট্যাপলস সেন্টার, লস অ্যাঞ্জেলেস
উপস্থাপকএলিশিয়া কিস
সর্বাধিক পুরস্কারচাইল্ডিশ গাম্বিনোক্যাসি মাসগ্রেভস (৪টি করে)
সর্বাধিক মনোনয়নকেন্ড্রিক লামার (৮)
ওয়েবসাইটhttps://www.grammy.com/grammys/awards/61st-annual-grammy-awards-2018 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
টেলিভিশন/রেডিও কভারেজ
নেটওয়ার্কসিবিএস

৬১তম বার্ষিক গ্র্যামি পুরস্কার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের স্ট্যাপলস সেন্টারে ২০১৯ সালের ১০ই ফেব্রুয়ারি তারিখে আয়োজিত গ্র্যামি পুরস্কারের ৬১তম অনুষ্ঠান।[১][২] গায়িকা-গীতিকার এলিশিয়া কিস এই অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্ব পালন করেছেন।[৩][৪] এই অনুষ্ঠানটিতে বছরের সেরা রেকর্ডিং, রচয়িতা এবং শিল্পীদের সম্মাননা দেওয়া হয়েছে; ২০১৭ সালের ১লা অক্টোবর হতে ২০১৮ সালের ৩০শে সেপ্টেম্বর সময়সীমা পর্যন্ত সকল সঙ্গীত এবং শিল্পী এই পুরস্কারের জন্য উত্তীর্ণ হয়েছিল।[৫] ২০১৮ সালের ৭ই ডিসেম্বর তারিখে এই অনুষ্ঠানে প্রদানকৃত পুরস্কারের জন্য মনোনয়ন ঘোষণা করা হয়েছিল।[৬] এই অনুষ্ঠান আয়োজনের দুই দিন পূর্বে, ২০১৯ সালের ৮ই ফেব্রুয়ারি তারিখে, ডলি পার্টনকে মিউজিকেয়ারস বছরের সেরা ব্যক্তি সম্মাননায় ভূষিত করা হয়েছিল।

মনোনয়ন ঘোষণা[সম্পাদনা]

প্রথমত, ২০১৮ সালের ৫ই ডিসেম্বর তারিখে এই অনুষ্ঠানের পুরস্কারের জন্য মনোনয়ন ঘোষণা করার কথা ছিল, কিন্তু সাবেক রাষ্ট্রপতি জর্জ হারবার্ট ওয়াকার বুশের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য তা ২০১৮ সালের ৭ই ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছিল।[২]

গান পরিবেশনকারী[সম্পাদনা]

শিল্পী(গণ) গান(সমূহ)
কামিলা কাবেইয়ো
জে বালভিন
রিকি মার্টিন
আর্তুরো সান্দোভাল
ইয়াং থাগ
"হাভানা"
"পেগাতা"
"মি হেন্তে"
শন মেন্ডেস
মাইলি সাইরাস
"ইন মাই ব্লাড"
ক্যাসি মাসগ্রেভস "রেইনবো"
জানেল মোনেই "মেক মি ফিল"
"জাঙ্গো জেন"
"পাইঙ্ক"
পোস্ট মালোন
রেড হট চিলি পেপার্স
"স্টে"
"রকস্টার"
"ডার্ক নেসেসিটিস"
ডলি পার্টন
লিটল বিগ টাউন
মারেন মরিস
ক্যাসি মাসগ্রেভস
ক্যাটি পেরি
মাইলি সাইরাস
ডলি পার্টনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন
"হেয়ার ইউ কাম অ্যাগেইন"
"জোলেন"
"আফটার দ্য গোল্ড রাশ"
"রেড শ্যুস"
"নাইন টু ফাইভ"
এইচ.ই.আর. "হার্ড প্লেস"
কার্ডি বি "মানি"
এলিশিয়া কিস "ম্যাপল লিফ র‍্যাগ"
"কিলিং মি সোফটলি উইথ হিজ সং"
"আনফোরগেটেবল"
"ক্লকস"
"ইউজ সামবডি"
"বু'ড আপ"
"ইন মাই ফিলিংস"
"ডু উপ"
"এম্পায়ার স্ট্যাট অফ মাইন্ড"
ড্যান + শে "টেকিলা (ড্যান + শের গান)"
ডায়না রস "দ্য বেস্ট ইয়ার্স অফ মাই লাইফ"
"রিচ আউট অ্যান্ড টাচ (সামবডি'স হ্যান্ড)"
লেডি গাগা
মার্ক রনসন
অ্যান্ড্রু ওয়েট
অ্যান্থনি রসোমান্ডো
"শালো"
ট্র্যাভিস স্কট
জেমস ব্লেক
ফিলিপ বেইলি
"স্টপ ট্রাইং টু বি গড"
"নো বাইস্ট্যান্ডার্স"
জেনিফার লোপেজ
স্মোকি রবিনসন
নি-ইয়ো
এলিশিয়া কিস
মোটাউন ৬০: এ গ্র্যামি সেলেব্রেশন
"ড্যান্সিং ইন দ্য স্ট্রিট"
"প্লিজ মি. পোস্টম্যান"
"মানি (দ্যাটস ওয়াট আই ওয়ান্ট)"
"ডো ইউ লাভ মি"
"এবিসি"
"মাই গার্ল"
"পাপা ওয়াজ এ রোলিং স্টোন"
"ওয়্যার"
"স্কোয়ার বিজ"
"আনাদার স্টার"
ব্র্যান্ডি কারলিলি "দ্য জোক"
ক্লোয় এক্স হালে ডনি হ্যাথঅ্যাওয়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন
"ওয়্যার ইজ দ্য লাভ"
সেইন্ট ভিনসেন্ট
ডুয়া লিপা
"মাসেডাকশন"
"ওয়ান কিস"
ফ্যান্টাসিয়া বারিনো
অ্যান্ড্রা ডে
ইয়োলান্ডা অ্যাডামস
এরিথা ফ্র্যাঙ্কলিনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন
"(ইউ মেক মি ফিল লাইক) অ্যা ন্যাচারাল উইমেন"

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Lewis, Randy। "The Grammy Awards return to Los Angeles in 2019"latimes.com। সংগ্রহের তারিখ আগস্ট ২৮, ২০১৮ 
  2. Aswad, Jem (জুলাই ১৭, ২০১৮)। "Recording Academy Announces Date, Deadlines for 2019 Grammy Awards"। সংগ্রহের তারিখ আগস্ট ২৮, ২০১৮ 
  3. Brodsky, Rachel (জানুয়ারি ১৫, ২০১৯)। "Alicia Keys to Host the 2019 Grammy Awards"GRAMMY.com 
  4. Saad, Nardine (জানুয়ারি ১৫, ২০১৯)। "Alicia Keys will host the 2019 Grammy Awards"Los Angeles Times 
  5. Grammy 2019 Submissions Are Officially Open — Here Are the Details, Digitalmusicnews.com
  6. "Dolly Parton Is MusiCares' 2019 Person Of The Year"Grammy.com। সেপ্টেম্বর ৪, ২০১৮। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১৫, ২০১৮ 

বহিসংযোগ[সম্পাদনা]