৩৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
৩৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার
পুরস্কার দেওয়া হয়২০১০ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য
পুরস্কার প্রদান করেবাংলাদেশের রাষ্ট্রপতি
আয়োজকতথ্য মন্ত্রণালয়
প্রদানএপ্রিল ৩, ২০১২ (April 3, 2012)
স্থানঢাকা, বাংলাদেশ
উপস্থাপকরিয়াজমৌসুমী
অফিসিয়াল ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট
আলোকপাত
আজীবন সম্মাননাআনোয়ার হোসেন
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগহীনে শব্দ
শ্রেষ্ঠ অভিনেতাশাকিব খান
ভালোবাসলেই ঘর বাঁধা যায় না
শ্রেষ্ঠ অভিনেত্রীপূর্ণিমা
ওরা আমাকে ভাল হতে দিল না
সর্বাধিক পুরস্কারভালোবাসলেই ঘর বাঁধা যায় না (৭)
 ← ৩৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ৩৬তম → 

৩৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত ৩৫তম আয়োজন; যা ৩ এপ্রিল ২০১২ সালে দেওয়া হয়।[১] ১৯৭৫ সাল থেকে প্রতি বছর এটি দেয়া হচ্ছে; যেখানে সরকার কর্তৃক নিযুক্ত একটি জাতীয় প্যানেল বিজয়ীদের নির্বাচন করে থাকে।

পুরস্কার প্রদান অনুষ্ঠান[সম্পাদনা]

৩ এপ্রিল ২০১২ সালে ‘জাতীয় চলচ্চিত্র দিবসে’ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ীদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।[১] পুরস্কার প্রদান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে চলচ্চিত্র নিয়ে একটি তথ্যচিত্র দেখানো হয়। এরপর বিটিভির শিল্পীরা দেশাত্মবোধক গানসহ নৃত্য পরিবেশন করেন। এরপর রুনা লায়লা, সুবীর নন্দী, সামিনা চৌধুরীএসআই টুটুল সঙ্গীত পরিবেশন করেন।[২] ৩৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রিয়াজমৌসুমী

বিজয়ীদের তালিকা[সম্পাদনা]

মেধা পুরস্কার[সম্পাদনা]

পুরস্কারের নাম বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ চলচ্চিত্র ফরিদুর রেজা সাগর (ইমপ্রেস টেলিফিল্ম) গহীনে শব্দ
শ্রেষ্ঠ পরিচালক খালিদ মাহমুদ মিঠু গহীনে শব্দ
শ্রেষ্ঠ অভিনেতা শাকিব খান ভালোবাসলেই ঘর বাঁধা যায় না
শ্রেষ্ঠ অভিনেত্রী পূর্ণিমা ওরা আমাকে ভাল হতে দিল না
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা আলমগীর জীবন মরণের সাথী
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী রুমানা খান ভালোবাসলেই ঘর বাঁধা যায় না
শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনেতা মিজু আহমেদ ওরা আমাকে ভাল হতে দিল না
শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা আফজাল শরীফ নিঃশ্বাস আমার তুমি
শ্রেষ্ঠ শিশুশিল্পী প্রার্থনা ফারদিন দিঘী চাচ্চু আমার চাচ্চু[৩]
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক সুজেয় শ্যাম অবুঝ বউ
শ্রেষ্ঠ সুরকার শেখ সাদী খান ভালোবাসলেই ঘর বাঁধা যায় না
শ্রেষ্ঠ গীতিকার কবির বকুল নিঃশ্বাস আমার তুমি
শ্রেষ্ঠ পুরুষ সঙ্গীত শিল্পী এস আই টুটুল ভালোবাসলেই ঘর বাঁধা যায় না
শ্রেষ্ঠ নারী সঙ্গীত শিল্পী শাম্মী আখতার ভালোবাসলেই ঘর বাঁধা যায় না[৪]

কারিগরী পুরস্কার[সম্পাদনা]

পুরস্কারের নাম বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ কাহিনীকার জাকির হোসেন রাজু ভালোবাসলেই ঘর বাঁধা যায় না
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা জাকির হোসেন রাজু ভালোবাসলেই ঘর বাঁধা যায় না
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার নারগিস আক্তার অবুঝ বউ
শ্রেষ্ঠ সম্পাদক মুজিবুর রহমান দুলু অবুঝ বউ
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হাসান আহমেদ গহীনে শব্দ
শ্রেষ্ঠ শব্দগ্রাহক কাজী সেলিম আহমেদ গহীনে শব্দ
শ্রেষ্ঠ নৃত্যপরিচালক ইমদাদুল হক খোকন মোঘল-এ-আযম
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক মহিউদ্দিন ফারুক মনের মানুষ
শ্রেষ্ঠ সাজসজ্জা বিবি রাসেল মনের মানুষ
শ্রেষ্ঠ রূপসজ্জাশিল্পী আবদুর রহমান মনের মানুষ[১]

বিশেষ পুরস্কার[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "প্রথম জাতীয় চলচ্চিত্র দিবসে সেরারা পুরস্কৃত"bangla.bdnews24.com। ৩ এপ্রিল ২০১২। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৮ 
  2. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১০ প্রদান।।সেরা অভিনেতা শাকিব ও অভিনেত্রী পূর্ণিমা"sbdnews24.com। ৩ এপ্রিল ২০১২। 
  3. "দীঘির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি"। দৈনিক মানবকণ্ঠ। ২০১৫-০৬-২০। ২০১৫-১০-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ১, ২০১৫ 
  4. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা"দৈনিক যায় যায় দিন। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৬