২০২৩ নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দলের ইংল্যান্ড ও ওয়েলস সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দলের ইংল্যান্ড ও ওয়েলস সফর
 
  ইংল্যান্ড নিউজিল্যান্ড
তারিখ ৩০ আগস্ট ২০২৩ – ১৫ সেপ্টেম্বর ২০২৩
অধিনায়ক জস বাটলার টম ল্যাথাম (ওডিআই)
টিম সাউদি (টি২০আই)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৪ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ৩–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান দাউদ মালান (২৭৭) ড্যারিল মিচেল (১৯৬)
সর্বাধিক উইকেট মঈন আলি (৭) ট্রেন্ট বোল্ট (৮)
সিরিজ সেরা খেলোয়াড় দাউদ মালান (ইংল্যান্ড)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৪ ম্যাচের সিরিজ ২–২ ব্যবধানে ড্র হয়
সর্বাধিক রান জনি বেয়ারস্টো (১৭৫) গ্লেন ফিলিপস (১৭৪)
সর্বাধিক উইকেট অ্যাংগাস অ্যাটকিনসন (৬) ইশ সোধি (৮)
সিরিজ সেরা খেলোয়াড় জনি বেয়ারস্টো (ইংল্যান্ড)

নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দল ২০২৩ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডের বিপক্ষে চারটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও চারটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য ইংল্যান্ড ও ওয়েলস সফর করে।[১] ওডিআই সিরিজটি উভয় দলের জন্য ২০২৩ পুরুষ ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[২]

টি২০আই সিরিজটি ২–২ সমতায় শেষ হয়।[৩] ওডিআই সিরিজে ইংল্যান্ড ৩–১ ব্যবধানে জয়লাভ করে।[৪]

দলীয় সদস্য[সম্পাদনা]

 ইংল্যান্ড  নিউজিল্যান্ড
ওডিআই[৫] টি২০আই[৬] ওডিআই[৭] টি২০আই[৮]

সিরিজ শুরুর আগে চোটের কারণে ইংল্যান্ডের টি২০আই দল থেকে জন টার্নার ছিটকে গেলে তাঁর পরিবর্তে ব্রাইডন কার্সকে ইংল্যান্ডের টি২০আই দলে নেয়া হয়।[৯] পরবর্তীতে চোটের কারণে জশুয়া টাংও ইংল্যান্ডের টি২০আই দল থেকে ছিটকে যান, যে কারণে দলে ক্রিস জর্ডানকে যোগ করা হয়।[১০] টি২০আই সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ডের টি২০আই দলে জেমস নিশামের পরিবর্তে কোল ম্যাককনচিকে নেয়া হয়।[১১] ওডিআই সিরিজ শুরুর আগে ইংল্যান্ডের ওডিআই দলে হ্যারি ব্রুককে যোগ করা হয়।[১২] ওডিআই সিরিজ চলাকালে চোটের কারণে অ্যাডাম মিলনা নিউজিল্যান্ড দল থেকে ছিটকে গেলে তাঁর পরিবর্তে নিউজিল্যান্ড দলে বেনজামিন লিস্টারকে নেয়া হয়।[১৩]

প্রস্তুতিমূলক ম্যাচ[সম্পাদনা]

২৫ আগস্ট ২০২৩
১৪:৩০
স্কোরকার্ড
উরস্টারশায়ার
১২৪ (১৯ ওভার)
 নিউজিল্যান্ড
১২৬/৩ (১২ ওভার)
অলিভার কক্স ৬৩ (৩৬)
লকি ফার্গুসন ৩/১১ (৩ ওভার)
চ্যাড বোজ ৩৫ (১৭)
হ্যারি ডার্লি ২/২০ (৩ ওভার)
নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী
নিউ রোড, উরস্টার
আম্পায়ার: টম লাংলি (ইংল্যান্ড) ও পল পোলার্ড (ইংল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৭ আগস্ট ২০২৩
১৮:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
১৬৮/৬ (২০ ওভার)
গ্লস্টারশায়ার
১৪৬/৬ (২০ ওভার)
গ্লেন ফিলিপস ৬৫* (৩৭)
এডওয়ার্ড মিডলটন ২/১০ (২ ওভার)
জো ফিলিপস ৭১* (৬১)
ইশ সোধি ৩/২৩ (৪ ওভার)
নিউজিল্যান্ড ২২ রানে জয়ী
ব্রিস্টল কাউন্টি মাঠ, ব্রিস্টল
আম্পায়ার: মার্ক নিওয়েল (ইংল্যান্ড) ও সুরেন্দ্রন শণমুখম (ইংল্যান্ড)
  • গ্লস্টারশায়ার টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

৩০ আগস্ট ২০২৩
১৮:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
১৩৯/৯ (২০ ওভার)
 ইংল্যান্ড
১৪৩/৩ (১৪ ওভার)
দাউদ মালান ৫৪ (৪২)
ইশ সোধি ১/২৩ (২ ওভার)
ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী
রিভারসাইড মাঠ, চেস্টার-লি-স্ট্রিট
আম্পায়ার: মাইকেল বার্নস (ইংল্যান্ড) ও মার্টিন স্যাগারস (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: ব্রাইডন কার্স (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ব্রাইডন কার্স (ইংল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই[সম্পাদনা]

১ সেপ্টেম্বর ২০২৩
১৮:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড 
১৯৮/৪ (২০ ওভার)
 নিউজিল্যান্ড
১০৩ (১৩.৫ ওভার)
জনি বেয়ারস্টো ৮৬* (৬০)
ইশ সোধি ২/৪৪ (৪ ওভার)
টিম সাইফার্ট ৩৯ (৩১)
অ্যাংগাস অ্যাটকিনসন ৪/২০ (২.৫ ওভার)
ইংল্যান্ড ৯৫ রানে জয়ী
ওল্ড ট্র‍্যাফোর্ড ক্রিকেট মাঠ, ম্যানচেস্টার
আম্পায়ার: অ্যালেক্স হোয়ার্ফ (ইংল্যান্ড) ও মার্টিন স্যাগারস (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: জনি বেয়ারস্টো (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অ্যাংগাস অ্যাটকিনসন (ইংল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।

৩য় টি২০আই[সম্পাদনা]

৩ সেপ্টেম্বর ২০২৩
১৪:৩০
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
২০২/৫ (২০ ওভার)
 ইংল্যান্ড
১২৮ (১৮.৩ ওভার)
ফিন অ্যালেন ৮৩ (৫৩)
অ্যাংগাস অ্যাটকিনসন ২/৩১ (৪ ওভার)
জস বাটলার ৪০ (২১)
কাইল জেমিসন ৩/২৩ (৪ ওভার)
নিউজিল্যান্ড ৭৪ রানে জয়ী
এজবাস্টন ক্রিকেট মাঠ, বার্মিংহাম
আম্পায়ার: অ্যালেক্স হোয়ার্ফ (ইংল্যান্ড) ও ডেভিড মিল্‌নস (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: ফিন অ্যালেন (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৪র্থ টি২০আই[সম্পাদনা]

৫ সেপ্টেম্বর ২০২৩
১৮:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড 
১৭৫/৮ (২০ ওভার)
 নিউজিল্যান্ড
১৭৯/৪ (১৭.২ ওভার)
টিম সাইফার্ট ৪৮ (৩২)
রেহান আহমেদ ২/২৭ (৪ ওভার)
নিউজিল্যান্ড ৬ উইকেটে জয়ী
ট্রেন্ট ব্রিজ, ওয়েস্ট ব্রিজফোর্ড
আম্পায়ার: ডেভিড মিল্‌নস (ইংল্যান্ড) ও মাইকেল বার্নস (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

ওডিআই সিরিজ[সম্পাদনা]

১ম ওডিআই[সম্পাদনা]

৮ সেপ্টেম্বর ২০২৩
১২:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড 
২৯১/৬ (৫০ ওভার)
 নিউজিল্যান্ড
২৯৭/২ (৪৫.৪ ওভার)
জস বাটলার ৭২ (৬৮)
রচিন রবীন্দ্র ৩/৪৮ (১০ ওভার)
ড্যারিল মিচেল ১১৮* (৯১)
ডেভিড উইলি ১/৩২ (৬ ওভার)
নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী
সোফিয়া গার্ডেনস, কার্ডিফ
আম্পায়ার: অ্যালেক্স হোয়ার্ফ (ইংল্যান্ড) ও পল রাইফেল (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ডেভন কনওয়ে (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অ্যাংগাস অ্যাটকিনসন (ইংল্যান্ড)-এর ওডিআই অভিষেক হয়।

২য় ওডিআই[সম্পাদনা]

১০ সেপ্টেম্বর ২০২৩
১১:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড 
২২৬/৭ (৩৪ ওভার)
 নিউজিল্যান্ড
১৪৭ (২৬.৫ ওভার)
ড্যারিল মিচেল ৫৭ (৫২)
রিস টপলি ৩/২৭ (৭ ওভার)
ইংল্যান্ড ৭৯ রানে জয়ী
রোজ বোল, ওয়েস্ট এন্ড
আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও মার্টিন স্যাগারস (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: লিয়াম লিভিংস্টোন (ইংল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ৩৪ ওভারে খেলা হয়।

৩য় ওডিআই[সম্পাদনা]

১৩ সেপ্টেম্বর ২০২৩
১২:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড 
৩৬৮ (৪৮.১ ওভার)
 নিউজিল্যান্ড
১৮৭ (৩৯ ওভার)
বেন স্টোকস ১৮২ (১২৪)
ট্রেন্ট বোল্ট ৫/৫১ (৯.১ ওভার)
ইংল্যান্ড ১৮১ রানে জয়ী
দি ওভাল, লন্ডন
আম্পায়ার: অ্যালেক্স হোয়ার্ফ (ইংল্যান্ড) ও পল রাইফেল (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: বেন স্টোকস (ইংল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৪র্থ ওডিআই[সম্পাদনা]

১৫ সেপ্টেম্বর ২০২৩
১২:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড 
৩১১/৯ (৫০ ওভার)
 নিউজিল্যান্ড
২১১ (৩৮.২ ওভার)
দাউদ মালান ১২৭ (১১৪)
রচিন রবীন্দ্র ৪/৬০ (১০ ওভার)
রচিন রবীন্দ্র ৬১ (৪৮)
মঈন আলি ৪/৫০ (১০ ওভার)
ইংল্যান্ড ১০০ রানে জয়ী
লর্ড'স, লন্ডন
আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও মার্টিন স্যাগারস (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: দাউদ মালান (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Black Caps to play United Arab Emirates for first time since 1996 before England series"স্টাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২৩ 
  2. "New Zealand forced into squad re-shuffle ahead of England series"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৩ 
  3. "England v New Zealand: Tourists romp home to draw series 2-2"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৩ 
  4. "Dawid Malan century cements his status as England seal 100-run win"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৩ 
  5. "England Men name ODI and IT20 squads to take on New Zealand"ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২৩ 
  6. "Ben Stokes returns to England ODI squad ahead of World Cup defence"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৩ 
  7. "Boult & Jamieson return for England ODI series | T20I squad updates"নিউজিল্যান্ড ক্রিকেট (ইংরেজি ভাষায়)। ১৩ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২৩ 
  8. "Jamieson back in New Zealand squad for UAE and England T20Is"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২৩ 
  9. "John Turner ruled out of New Zealand T20Is, Brydon Carse earns call-up"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২৩ 
  10. "Josh Tongue withdrawn from England T20Is versus New Zealand due to injury"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২৩ 
  11. "Jimmy Neesham to miss T20 series v England for Black Caps with first child due"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৩ 
  12. "Brook added to England's ODI squad to set up World Cup shoot-out"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৩ 
  13. "Injured Milne ruled out of England series; New Zealand call up Lister"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]