২০২৩ ক্রিকেট বিশ্বকাপ
![]() অফিসিয়াল লোগো | |
তারিখ | ৫ অক্টোবর ২০২৩ – ১৯ নভেম্বর ২০২৩ |
---|---|
তত্ত্বাবধায়ক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | একদিনের আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন ও নক-আউট |
আয়োজক | ![]() |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ১০ |
খেলার সংখ্যা | ৪৮ |
আনুষ্ঠানিক ওয়েবসাইট | ক্রিকেট বিশ্বকাপ |
২০২৩ ক্রিকেট বিশ্বকাপ পূর্ব নির্ধারিত ক্রীড়া হিসেবে স্বাগতিক ভারতে অনুষ্ঠিত হবে।[১][২] এ ক্রিকেট প্রতিযোগিতাটি ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে ত্রয়োদশ আসররূপে পরিচিত পাবে। এর ফলে ভারত চতুর্থবারের মতো ক্রিকেট বিশ্বকাপের স্বাগতিক হবার সৌভাগ্য লাভ করবে।[৩] এছাড়াও, দেশটি প্রথমবারের মতো এককভাবে ক্রিকেট প্রতিযোগিতাটি পরিচালনা করবে। এর পূর্বে ১৯৮৭ সালে পাকিস্তানের সাথে, ১৯৯৬ সালে পাকিস্তান ও শ্রীলঙ্কা এবং ২০১১ সালে শ্রীলঙ্কা ও বাংলাদেশের সাথে যৌথভাবে বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজন করেছিল।
যোগ্যতা
২০১১ ও ২০১৫ সালের বিশ্বকাপে ১৪-দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হলেও ২০১৯ ও ২০২৩ সালের বিশ্বকাপ প্রতিযোগিতা ১০-দলের সমন্বয়ে অনুষ্ঠিত হবে। আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানীয় আট দল স্বয়ংক্রিয়ভাবে খেলার যোগ্যতা অর্জন করবে। বাকী দুইটি স্থানের জন্য বাছাইপর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নির্ধারিত হবে। আইসিসির সহযোগী ও অনুমোদনলাভকারী প্রত্যেক সদস্যের জন্য উন্মুক্ত থাকবে। এরফলে বিশ্বকাপে শুধুমাত্র টেস্টভূক্ত দেশগুলোর জন্যই নির্ধারিত থাকবে না।[৪]
২০২৩ বিশ্বকাপের জন্য, ১২টি পূর্ণ সদস্য দল ও নেদারল্যান্ডস সহ মোট ১৩টি দলের মধ্যে অনুষ্ঠিত বিশ্বকাপ সুপার লীগ প্রতিযোগিতার সেরা ৭টি দল ও আয়োজক ভারত সহ আটটি দল স্বয়ংক্রিয়ভাবে যোগ্যতা অর্জন করবে।[৫] বাকী পাঁচটি দল, লীগ ২, চ্যালেঞ্জ লীগ ও প্লে-অফ লীগ প্রতিযোগিতার মাধ্যমে বাছাইকৃত[৬][৭] অপর পাঁচটি সহযোগী সদস্য দল মিলে খেলবে বিশ্বকাপ বাছাইপর্ব। বাছাইপর্বের শীর্ষ দুটি দল অগ্রসর হবে চূড়ান্ত প্রতিযোগিতায়।[৮]
যোগ্যতার ধরন | তারিখ | মাঠ | অবস্থান | যোগ্য দল |
---|---|---|---|---|
আয়োজক | — | — | ১ | ![]() |
২০২০-২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লীগ | ৩০ জুলাই ২০২০ – ৩১ মার্চ ২০২৩ | বিভিন্ন | ৭ | ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
২০২৩ ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব | ১৮ জুন – ৯ জুলাই ২০২৩ | ![]() |
২ | নির্ধারিত হয়নি |
মোট | ১০ |
লিগ পর্ব
পয়েন্ট তালিকা
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
০ | ০ | ০ | ০ | ০ | ০ | — |
২ | ![]() |
০ | ০ | ০ | ০ | ০ | ০ | — |
৩ | ![]() |
০ | ০ | ০ | ০ | ০ | ০ | — |
৪ | ![]() |
০ | ০ | ০ | ০ | ০ | ০ | — |
৫ | ![]() |
০ | ০ | ০ | ০ | ০ | ০ | — |
৬ | ![]() |
০ | ০ | ০ | ০ | ০ | ০ | — |
৭ | ![]() |
০ | ০ | ০ | ০ | ০ | ০ | — |
৮ | ![]() |
০ | ০ | ০ | ০ | ০ | ০ | — |
৯ | TBD | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | — |
১০ | TBD | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | — |
নক-আউট পর্বে উত্তীর্ণ
সূচি
ফাইনাল
বিশ্বকাপ এর ফাইনাল ম্যাচ নরেন্দ্র মোদী স্টেডিয়াম (পূর্বনাম: সরদার প্যাটেল স্টেডিয়াম)-এ অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে।[৯]
তথ্যসূত্র
- ↑ "Test Championship to replace Champions Trophy"। espncricinfo। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-২৯।
- ↑ "India to host 2016 World T20, 2023 World Cup"। Khaleej Times। ২০১৪-০২-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-৩০।
- ↑ "India to Host 2023 ICC Cricket World Cup, N Srinivasan Confirms"। GalaxyReporter.com। ১০ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৩।
- ↑ "ICC Executive Board approves 14-team format for ICC Cricket World Cup 2015"। ২৮ জুন ২০১১। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "New qualification pathway for ICC Men's Cricket World Cup approved"। International Cricket Council। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "Associates pathway to 2023 World Cup undergoes major revamp"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "The road to World Cup 2023: how teams can secure qualification, from rank No. 1 to 32"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "New cricket calendar aims to give all formats more context"। ESPN Cricinfo। ৪ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৭।
- ↑ "Final Hosting"।