২০২২ ফিফা বিশ্বকাপ গ্রুপ জি
২০২২ ফিফা বিশ্বকাপের গ্রুপ জি-এর সকল ম্যাচ ২০২২ সালের ২৪শে নভেম্বর হতে ২রা ডিসেম্বর তারিখ পর্যন্ত আল ওয়াক্রাহের আল জানুব স্টেডিয়াম, লুসাইলের লুসাইল আইকনিক স্টেডিয়াম এবং দোহার রাস আবু আবুদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।[১] এই গ্রুপে ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড এবং ক্যামেরুন একে অপরের মুখোমুখি হবে। গ্রুপ পর্বের সকল ম্যাচ শেষ পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ১৬ দলের পর্বে উত্তীর্ণ হবে।[২]
দল
[সম্পাদনা]অব | দল | পাত্র | পদ্ধতি | তারিখ | সর্বশেষ | সেরা সাফল্য[ক] | র্যাঙ্কিংয়ে অবস্থান | |
---|---|---|---|---|---|---|---|---|
মার্চ[খ] | অক্টোবর[গ] | |||||||
জি১ | ব্রাজিল (কনমেবল) |
১ | কনমেবল বিজয়ী | ১১ নভেম্বর ২০২১ | ২০১৮ | চ্যাম্পিয়ন (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ২০০২) | ১ | |
জি২ | সার্বিয়া (উয়েফা) |
৩ | উয়েফা গ্রুপ এ বিজয়ী | ১৪ নভেম্বর ২০২১ | ২০১৮ | চতুর্থ স্থান (১৯৩০, ১৯৬২)[ঘ] | ২৫ | |
জি৩ | সুইজারল্যান্ড (উয়েফা) |
২ | উয়েফা গ্রুপ সি বিজয়ী | ১৫ নভেম্বর ২০২১ | ২০১৮ | কোয়ার্টার-ফাইনাল (১৯৩৪, ১৯৩৮, ১৯৫৪) | ১৪ | |
জি৪ | ক্যামেরুন (ক্যাফ) |
৪ | ক্যাফ তৃতীয় পর্ব বিজয়ী | ২৯ মার্চ ২০২২ | ২০১৪ | কোয়ার্টার-ফাইনাল (১৯৯০) | ৩৭ |
টীকা
- ↑ গাঢ় দ্বারা উক্ত বছরের জন্য চ্যাম্পিয়নকে নির্দেশ এবং বাঁকা দ্বারা উক্ত বছরের আয়োজককে নির্দেশ করা হয়েছে।
- ↑ এই অবস্থানগুলো ২০২২ সালের মার্চ মাস অনুযায়ী, কেননা এই র্যাঙ্কিং মার্চ মাসে এই আসরের চূড়ান্ত ড্রয়ের জন্য পাত্র নির্ধারণ করতে ব্যবহৃত হয়েছিল।
- ↑ এই অবস্থানগুলো ২০২২ সালের অক্টোবর মাস অনুযায়ী, কেননা এই র্যাঙ্কিং নভেম্বর মাসে এই আসরের চূড়ান্ত পর্বের খেলা শুরুর পূর্বে সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিং।
- ↑ ১৯৩০ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত সার্বিয়া যুগোস্লাভিয়া হিসেবে এবং ২০০৬ সালে সার্বিয়া ও মন্টিনিগ্রো অংশগ্রহণ করেছিল।
পয়েন্ট তালিকা
[সম্পাদনা]অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ব্রাজিল | ৩ | ২ | ০ | ১ | ৩ | ১ | +২ | ৬ | নকআউট পর্বে উন্নীত |
২ | সুইজারল্যান্ড | ৩ | ২ | ০ | ১ | ৪ | ৩ | +১ | ৬ | |
৩ | ক্যামেরুন | ৩ | ১ | ১ | ১ | ৪ | ৪ | ০ | ৪ | |
৪ | সার্বিয়া | ৩ | ০ | ১ | ২ | ৫ | ৮ | −৩ | ১ |
- গ্রুপ জি-এর প্রথম স্থান অধিকারী দল গ্রুপ এইচ-এর দ্বিতীয় স্থান অধিকারী দলের মুখোমুখি হবে।
- গ্রুপ জি-এর দ্বিতীয় স্থান অধিকারী দল গ্রুপ এইচ-এর প্রথম স্থান অধিকারী দলের মুখোমুখি হবে।
ম্যাচ
[সম্পাদনা]নিম্নে তালিকাভুক্ত ম্যাচগুলোর সময় আরব মান সময় অনুযায়ী উল্লেখ করা হয়েছে (ইউটিসি+৩)।[১]
সুইজারল্যান্ড বনাম ক্যামেরুন
[সম্পাদনা]ব্রাজিল বনাম সার্বিয়া
[সম্পাদনা]ক্যামেরুন বনাম সার্বিয়া
[সম্পাদনা]ব্রাজিল বনাম সুইজারল্যান্ড
[সম্পাদনা]সার্বিয়া বনাম সুইজারল্যান্ড
[সম্পাদনা]ক্যামেরুন বনাম ব্রাজিল
[সম্পাদনা]শাস্তিমূলক পয়েন্ট
[সম্পাদনা]গ্রুপ পর্বের খেলা শেষে যদি সামগ্রিক তথ্য ও হেড-টু-হেড ম্যাচের তথ্যের নিয়ম ব্যবহার করার পরও যদি একাধিক দল একই সমতায় থাকে (এবং যদি পেনাল্টি শুট-আউট টাইব্রেকার হিসেবে প্রযোজ্য না হয়), তবে সুশৃঙ্খলভাবে খেলার মাধ্যমে অর্জিত পয়েন্টের উপর ভিত্তি করে দলীয় অবস্থান নির্ধারণ করা হবে। গ্রুপ ম্যাচে প্রাপ্ত হলুদ ও লাল কার্ডের উপর ভিত্তি করে এই পয়েন্ট নির্ণয় করা হবে, যা নিম্নে উল্লেখ করা হয়েছে:[২]
- হলুদ কার্ড = −১ পয়েন্ট
- দুইটি হলুদ কার্ডের ফলে লাল কার্ড = −৩ পয়েন্ট
- সরাসরি লাল কার্ড = −৪ পয়েন্ট
- একটি হলুদ কার্ডের পর সরাসরি লাল কার্ড = −৫ পয়েন্ট
উপর্যুক্ত নিয়মের মধ্যে এক ম্যাচে কেবল একজন খেলোয়াড়ের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছিল।
দল | ১ম ম্যাচ | ২য় ম্যাচ | ৩য় ম্যাচ | পয়েন্ট | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ব্রাজিল | ০ | ১ | -১ | ||||||||||
সার্বিয়া | ৩ | ২ | -৫ | ||||||||||
সুইজারল্যান্ড | ২ | ২ | -৩ | ||||||||||
ক্যামেরুন | ১ | ২ | -৩ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "FIFA World Cup Qatar 2022 – Match Schedule" (পিডিএফ)। FIFA.com। Fédération Internationale de Football Association। ১ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২২।
- ↑ ক খ "Regulations – FIFA World Cup Qatar 2022" (পিডিএফ)। FIFA.com। Fédération Internationale de Football Association। ১৫ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)