২০২১ পুরুষ মহাদেশীয় কাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(২০২১ মহাদেশীয় কাপ থেকে পুনর্নির্দেশিত)
২০২১ পুরুষ মহাদেশীয় কাপ
তারিখ২ সেপ্টেম্বর ২০২১ – ৫ সেপ্টেম্বর ২০২১
তত্ত্বাবধায়কক্রিকেট রোমানিয়া
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনগ্রুপ রাউন্ড-রবিনপ্লেঅফ
আয়োজক রোমানিয়া
বিজয়ী রোমানিয়া
রানার-আপ লুক্সেমবুর্গ
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১১
সর্বাধিক রান সংগ্রহকারীহাঙ্গেরি জিশান খান কুকিখেল (২৬৩)
সর্বাধিক উইকেটধারীলুক্সেমবুর্গ বিক্রম বিঝ (৯)

২০২১ পুরুষ মহাদেশীয় কাপ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যা ২০২১ সালের সেপ্টেম্বর মাসে রোমানিয়ার ইলফোভ কাউন্টির মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[১] টুর্নামেন্টটিতে স্বাগতিক রোমানিয়ার সঙ্গে অংশগ্রহণ করে চেক প্রজাতন্ত্র, বুলগেরিয়া, মাল্টা, লুক্সেমবুর্গহাঙ্গেরি[১] এ টুর্নামেন্টেই হাঙ্গেরি দল নিজেদের প্রথম আনুষ্ঠানিক পুরুষ ‍টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলে।[২] অংশগ্রহণকারী দলসমূহকে দুটি গ্রুপে ভাগ করা হয়, এবং প্রতিটি গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।[৩] ২০১৯ সালে অনুষ্ঠিত টুর্নামেন্টটির পূর্ববর্তী আসরে বিজয়ী হয়েছিল অস্ট্রিয়া[৪]

টুর্নামেন্টের ফাইনালে লুক্সেমবুর্গকে হারিয়ে বিজয়ী হয় রোমানিয়া।[৫]

দলীয় সদস্য[সম্পাদনা]

 চেক প্রজাতন্ত্র[৬]  বুলগেরিয়া  মাল্টা[৭]  রোমানিয়া[৮]  লুক্সেমবুর্গ[৯]  হাঙ্গেরি[১০]
  • অরুণ অশোকন (অধি.)
  • কুশলকুমার মেন্ডন (সহ-অধি.)
  • আলি ওয়াকার
  • কাইল গিলহাম
  • কায়ুল মেহতা
  • নাভিদ আহমেদ
  • বৈশাখ জগন্নিবাসন
  • সত্যজিৎ সেনগুপ্ত
  • সমীর বত্থগে
  • সাবাউন দাভিজি
  • সাহিল গ্রোভার (উই.)
  • সুদেশ বিক্রমসেকারা
  • স্মিত প্যাটেল
  • হিলাল আহমদ (উই.)
  • প্রকাশ মিশ্র (অধি.)
  • অক্ষয় হরিকুমার
  • আতাগুল আহমধেল
  • ইভায়লো কাতজারস্কি
  • ইশান অরবিন্দ দে সিলভা
  • ওমর রসুল (উই.)
  • কেভিন দ্‌'সুজা
  • জেকব অ্যালবিন (উই.)
  • ডেলরিক ভারগিজ
  • দিমো নিকোলোভ
  • নিকোলায় ইয়োরদানোভ
  • বখতিয়ার তাহিরি
  • ভাসিল হ্রিস্তোভ (উই.)
  • মুকুল কাদিয়ান
  • হ্রিস্তো লাকোভ
  • বিক্রম অরোরা (অধি.)
  • অমর শর্মা
  • ইন্দিকা পেরেরা
  • ওয়াসিম আব্বাস
  • জন গ্রিমা
  • জিশান খান
  • নিরাজ খান্না
  • বরুণ তমোতরম
  • বেসিল জর্জ
  • মুহাম্মদ বিলাল
  • লি টাক
  • সুহৃদ রায়
  • স্যামুয়েল আকুইলিনা (উই.)
  • স্যামুয়েল স্তানিসলাউস
  • হারুন মুগল
  • রমেশ সতীশন (অধি.)
  • আফতাব কায়ানি
  • আব্দুল শুকুর (উই.)
  • আসিফ আবদুল্লাহ
  • ইজাজ হুসেইন
  • ইমরান হায়দার (উই.)
  • ওয়াকার আব্বাসি
  • কোসমিন জাভোইউ
  • গোহর মনন
  • তরনজিৎ সিং
  • ধর্মেন্দ্র মানানি
  • পাভেল ফ্লোরিন
  • বসু সাইনি
  • শান্তনু বশিষ্ট
  • শিবকুমার পেরিয়ালওয়ার (উই.)
  • সাত্বিক নাদিগোটলা (উই.)
  • সামি উল্লাহ
  • ইয়োস্ত মেস (অধি.) (উই.)
  • অংকুশ নন্দ
  • অদ্বৈত মানেপাল্লি (উই.)
  • অমিত ধিংরা
  • অমিত হালভবি (উই.)
  • আতিফ কামাল খান
  • উইলিয়াম কোপ (উই.)
  • জেমস বার্কার
  • টনি হোয়াইটম্যান
  • টিমোথি বার্কার (উই.)
  • পঙ্কজ মালব
  • বিক্রম বিঝ
  • মার্কাস কোপ
  • মোহিত দীক্ষিত
  • অভিজিত আহুজা (অধি.)
  • খাইবার দেলদার (সহ-অধি.)
  • অভিষেক আহুজা (উই.)
  • অভিষেক রাজ
  • অশঙ্কা ভেলিগামাগে
  • আলি ইয়ালমাজ
  • জাহির সাফি মোহাম্মদ (উই.)
  • জিশান খান কুকিখেল
  • নিশান্ত লিয়ানাগে
  • মার্ক দে ফোঁতেন
  • সঞ্জয় কুমার
  • সত্যদীপ অশ্বত্থনারায়ণ (উই.)
  • সন্দীপ মোহনদাস
  • সালমান খান
  • হর্ষবর্ধন মানধ্যান

গ্রুপ পর্ব[সম্পাদনা]

গ্রুপ এ[সম্পাদনা]

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 লুক্সেমবুর্গ +১.৬৯২
 মাল্টা +১.৪৮৪
 বুলগেরিয়া −৩.৫৪৯

     সেমিফাইনালে উত্তীর্ণ
     ৫ম স্থান নির্ধারণীতে উত্তীর্ণ

সূচি[সম্পাদনা]

২ সেপ্টেম্বর ২০২১
০৯:০০
স্কোরকার্ড
লুক্সেমবুর্গ 
১৮৭/৪ (২০ ওভার)
বনাম
 বুলগেরিয়া
১২৫ (১৮.৪ ওভার)
টিমোথি বার্কার ৭৮ (৫৯)
মুকুল কাদিয়ান ২/৩৪ (৪ ওভার)
কেভিন দ্‌'সুজা ৩১ (১৯)
মোহিত দীক্ষিত ৩/১৯ (৪ ওভার)
লুক্সেমবুর্গ ৬২ রানে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: অ্যান্ড্রু বেগ (রোমানিয়া) ও স্টিভ ট্রিপ (বেলজিয়াম)
ম্যাচ সেরা খেলোয়াড়: টিমোথি বার্কার (লুক্সেমবুর্গ)
  • বুলগেরিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ওমর রসুল, ভাসিল হ্রিস্তোভ, মুকুল কাদিয়ান (বুলগেরিয়া) ও অমিত হালভবি (লুক্সেমবুর্গ)-এর টি২০আই অভিষেক হয়।
  • এটি ছিল পুরুষ টি২০আই ক্রিকেটে লুক্সেমবুর্গের সর্বোচ্চ রানের ইনিংস।

২ সেপ্টেম্বর ২০২১
১৫:৩০
স্কোরকার্ড
মাল্টা 
১২৮/৯ (২০ ওভার)
বনাম
 লুক্সেমবুর্গ
১৩১/৬ (১৯.৪ ওভার)
বরুণ তমোতরম ২৮ (২২)
বিক্রম বিঝ ৪/১৯ (৩ ওভার)
টনি হোয়াইটম্যান ৫৭* (৫৫)
ওয়াসিম আব্বাস ১/১৫ (৪ ওভার)
লুক্সেমবুর্গ ৪ উইকেটে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: সৈয়দ আতিফ নাকভি (রোমানিয়া) ও স্টিভ ট্রিপ (বেলজিয়াম)
ম্যাচ সেরা খেলোয়াড়: বিক্রম বিঝ (লুক্সেমবুর্গ)
  • লুক্সেমবুর্গ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বেসিল জর্জ (মাল্টা) ও অমিত ধিংরা (লুক্সেমবুর্গ)-এর টি২০আই অভিষেক হয়।

৩ সেপ্টেম্বর ২০২১
১২:৩০
স্কোরকার্ড
বুলগেরিয়া 
১১২/৯ (২০ ওভার)
বনাম
 মাল্টা
১১৩/৩ (১১.৪ ওভার)
হ্রিস্তো লাকোভ ৬২* (৬০)
মুহাম্মদ বিলাল ৪/১০ (৪ ওভার)
বিক্রম অরোরা ৪৯* (৩৯)
হ্রিস্তো লাকোভ ২/৩০ (৪ ওভার)
মাল্টা ৭ উইকেটে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: অরুণ কুমার চন্দ্রশেখরন (রোমানিয়া) ও অ্যান্ড্রু বেগ (রোমানিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: মুহাম্মদ বিলাল (মাল্টা)
  • বুলগেরিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

গ্রুপ বি[সম্পাদনা]

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 রোমানিয়া (H) +১.০৭৫
 হাঙ্গেরি −০.০৭৫
 চেক প্রজাতন্ত্র −১.০০০
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

     সেমিফাইনালে উত্তীর্ণ
     ৫ম স্থান নির্ধারণীতে উত্তীর্ণ

সূচি[সম্পাদনা]

২ সেপ্টেম্বর ২০২১
১২:৩০
স্কোরকার্ড
হাঙ্গেরি 
১৬৫/৬ (২০ ওভার)
বনাম
 চেক প্রজাতন্ত্র
১৬০/৭ (২০ ওভার)
জিশান খান কুকিখেল ৭৫ (৪৯)
কায়ুল মেহতা ৩/১৮ (৩ ওভার)
সুদেশ বিক্রমসেকারা ৫৮ (৪১)
জিশান খান কুকিখেল ২/২৭ (৩ ওভার)
হাঙ্গেরি ৫ রানে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: অ্যান্ড্রু বেগ (রোমানিয়া) ও সৈয়দ আতিফ নাকভি (রোমানিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: জিশান খান কুকিখেল (হাঙ্গেরি)
  • চেক প্রজাতন্ত্র টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • কায়ুল মেহতা, বৈশাখ জগন্নিবাসন (চেক প্রজাতন্ত্র), অভিজিত আহুজা, অভিষেক রাজ, অশঙ্কা ভেলিগামাগে, আলি ইয়ালমাজ, খাইবার দেলদার, জাহির সাফি মোহাম্মদ, জিশান খান কুকিখেল, নিশান্ত লিয়ানাগে, সত্যদীপ অশ্বত্থনারায়ণ, সন্দীপ মোহনদাস ও হর্ষবর্ধন মানধ্যান (হাঙ্গেরি)-এর টি২০আই অভিষেক হয়।

৩ সেপ্টেম্বর ২০২১
০৯:০০
স্কোরকার্ড
রোমানিয়া 
২১১/৮ (২০ ওভার)
বনাম
 চেক প্রজাতন্ত্র
১৭৬ (১৯.৩ ওভার)
সাত্বিক নাদিগোটলা ৩৮ (২৩)
কাইল গিলহাম ২/৩৪ (৪ ওভার)
অরুণ অশোকন ৫১ (৩০)
সামি উল্লাহ ৩/৩০ (৪ ওভার)
রোমানিয়া ৩৫ রানে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: সৈয়দ আতিফ নাকভি (রোমানিয়া) ও স্টিভ ট্রিপ (বেলজিয়াম)
ম্যাচ সেরা খেলোয়াড়: সামি উল্লাহ (রোমানিয়া)
  • চেক প্রজাতন্ত্র টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩ সেপ্টেম্বর ২০২১
১৫:৩০
স্কোরকার্ড
রোমানিয়া 
১৯৫/৬ (২০ ওভার)
বনাম
 হাঙ্গেরি
১৮৭ (১৯.৫ ওভার)
রমেশ সতীশন ৭৬ (৪১)
হর্ষবর্ধন মানধ্যান ৩/৩৩ (৪ ওভার)
জিশান খান কুকিখেল ৭৬ (৪১)
আসিফ আবদুল্লাহ ৫/৩০ (৪ ওভার)
রোমানিয়া ৮ রানে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: সৈয়দ আতিফ নাকভি (রোমানিয়া) ও স্টিভ ট্রিপ (বেলজিয়াম)
ম্যাচ সেরা খেলোয়াড়: আসিফ আবদুল্লাহ (রোমানিয়া)
  • রোমানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মার্ক দে ফোঁতেন ও সঞ্জয় কুমার (হাঙ্গেরি)-এর টি২০আই অভিষেক হয়।
  • আসিফ আবদুল্লাহ প্রথম রোমানীয় ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।[১১]

প্লেঅফ[সম্পাদনা]

বন্ধনী[সম্পাদনা]

  ৫ম স্থান নির্ধারণী
এ৩   বুলগেরিয়া ১৩৭/৬ (২০)
বি৩   চেক প্রজাতন্ত্র ১৪১/৩ (১৬.২)

  সেমিফাইনাল     ফাইনাল
                 
  এ১  লুক্সেমবুর্গ ১৭৯/৬ (২০)  
  বি২  হাঙ্গেরি ১৭৭/৯ (২০)    
      বি১  রোমানিয়া ১৫৬ (১৯.৫)
      এ১  লুক্সেমবুর্গ ১২৩/৯ (২০)
  বি১  রোমানিয়া ২০২/৮ (২০)    
  এ২  মাল্টা ১৬৬/৮ (২০)   ৩য় স্থান নির্ধারণী
 
বি২  মাল্টা ১৭০/৫ (২০)
  এ২  হাঙ্গেরি ১৭১/২ (১৮.২)

৫ম স্থান নির্ধারণী[সম্পাদনা]

৪ সেপ্টেম্বর ২০২১
০৯:০০
স্কোরকার্ড
বুলগেরিয়া 
১৩৭/৬ (২০ ওভার)
বনাম
 চেক প্রজাতন্ত্র
১৪১/৩ (১৬.২ ওভার)
হ্রিস্তো লাকোভ ৬৪* (৫৮)
নাভিদ আহমেদ ৩/১৭ (৪ ওভার)
বৈশাখ জগন্নিবাসন ৫৫ (৪১)
জেকব অ্যালবিন ১/২০ (২ ওভার)
চেক প্রজাতন্ত্র ৭ উইকেটে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: অভয় মাল্যন (রোমানিয়া) ও স্টিভ ট্রিপ (বেলজিয়াম)
ম্যাচ সেরা খেলোয়াড়: নাভিদ আহমেদ (চেক প্রজাতন্ত্র)
  • বুলগেরিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অক্ষয় হরিকুমার (বুলগেরিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

সেমিফাইনাল[সম্পাদনা]

১ম সেমিফাইনাল[সম্পাদনা]

৪ সেপ্টেম্বর ২০২১
১২:৩০
স্কোরকার্ড
লুক্সেমবুর্গ 
১৭৯/৬ (২০ ওভার)
বনাম
 হাঙ্গেরি
১৭৭/৯ (২০ ওভার)
ইয়োস্ত মেস ৪৩ (২৯)
জিশান খান কুকিখেল ৩/৩৭ (৪ ওভার)
সত্যদীপ অশ্বত্থনারায়ণ ৪১* (১৯)
বিক্রম বিঝ ৩/২১ (৩.৩ ওভার)
লুক্সেমবুর্গ ২ রানে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: অভয় মাল্যন (রোমানিয়া) ও অ্যান্ড্রু বেগ (রোমানিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: বিক্রম বিঝ (লুক্সেমবুর্গ)
  • হাঙ্গেরি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২য় সেমিফাইনাল[সম্পাদনা]

৪ সেপ্টেম্বর ২০২১
১৫:৩০
স্কোরকার্ড
রোমানিয়া 
২০২/৮ (২০ ওভার)
বনাম
 মাল্টা
১৬৬/৮ (২০ ওভার)
তরনজিৎ সিং ৯১ (৫৭)
ওয়াসিম আব্বাস ৫/৩৭ (৪ ওভার)
বিক্রম অরোরা ৪২ (৩৮)
পাভেল ফ্লোরিন ২/৩ (১ ওভার)
রোমানিয়া ৩৬ রানে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: সৈয়দ আতিফ নাকভি (রোমানিয়া) ও স্টিভ ট্রিপ (বেলজিয়াম)
ম্যাচ সেরা খেলোয়াড়: তরনজিৎ সিং (রোমানিয়া)
  • মাল্টা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ওয়াসিম আব্বাস প্রথম মাল্টীয় ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।[১২]

ফাইনাল[সম্পাদনা]

৫ সেপ্টেম্বর ২০২১
০৯:৩০
স্কোরকার্ড
রোমানিয়া 
১৫৬ (১৯.৫ ওভার)
বনাম
 লুক্সেমবুর্গ
১২৩/৯ (২০ ওভার)
সাত্বিক নাদিগোটলা ৫৫ (৩৮)
বিক্রম বিঝ ২/২৫ (৩.৫ ওভার)
অদ্বৈত মানেপাল্লি ২২ (১৯)
আফতাব কায়ানি ২/৭ (২ ওভার)
রোমানিয়া ৩৩ রানে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: সৈয়দ আতিফ নাকভি (রোমানিয়া) ও স্টিভ ট্রিপ (বেলজিয়াম)
ম্যাচ সেরা খেলোয়াড়: আসিফ আবদুল্লাহ (রোমানিয়া)
  • রোমানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় স্থান নির্ধারণী[সম্পাদনা]

৫ সেপ্টেম্বর ২০২১
১৩:৩০
স্কোরকার্ড
মাল্টা 
১৭০/৫ (২০ ওভার)
বনাম
 হাঙ্গেরি
১৭১/২ (১৮.২ ওভার)
বেসিল জর্জ ৪৮ (৪৬)
অভিষেক রাজ ২/৩৫ (৪ ওভার)
জিশান খান কুকিখেল ২/৩৫ (৪ ওভার)
জিশান খান কুকিখেল ৮২ (৪২)
বিক্রম অরোরা ১/১৯ (৩.২ ওভার)
হাঙ্গেরি ৮ উইকেটে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: অভয় মাল্যন (রোমানিয়া) ও অ্যান্ড্রু বেগ (রোমানিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: জিশান খান কুকিখেল (হাঙ্গেরি)
  • হাঙ্গেরি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

চূড়ান্ত অবস্থান[সম্পাদনা]

অবস্থান দল
 রোমানিয়া
 লুক্সেমবুর্গ
 হাঙ্গেরি
 মাল্টা
 চেক প্রজাতন্ত্র
 বুলগেরিয়া

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Czech Republic men's squad announced for 6-nation Continental Cup in Romania"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২১ 
  2. "Two wins for Luxembourg as Continental Cup underway"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ২ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২১ 
  3. "Romania to host 6-nation Continental T20I Cup in September 2021"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২১ 
  4. "Austria triumphant in 5-nation Continental T20I Cup in Romania"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৯ 
  5. "Luxembourg and Romania to face off in Continental Cup final"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২১ 
  6. @CzechCricket (২৭ জুলাই ২০২১)। "Czech Men's National Team for the Continental Cup Sep 1 - 6 2021" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  7. "Malta men's squad announced for Continental Cup in Romania"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২১ 
  8. "Meet Romania's men's squad participating in the Continental Cricket Cup, at Moara Vlasiei, Romania between 02 and 05 September, 2021"ক্রিকেট রোমানিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২১ – ফেসবুক-এর মাধ্যমে। 
  9. "Luxembourg men's squad announced for 6-nation Continental Cup T20I event"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২১ 
  10. "Happy to announce the National squad travelling to Romania to compete in intercontinental cup. All the best boys"হাঙ্গেরীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২১ – ফেসবুক-এর মাধ্যমে। 
  11. "23-year-old bowler spewed 'fire', took 5 wickets for the first time in T20 match"নিউজ জাতীয় রাজধানী অঞ্চল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২১ 
  12. "Global Game: Romania crowned Continental Cup champions with record T20I wins"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]