২০২১ দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২১ দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর
 
  ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা
তারিখ ৩১ আগস্ট ২০২১ – ১৯ সেপ্টেম্বর ২০২১
অধিনায়ক আনিসা মোহাম্মদ ডানে ফন নিকের্ক
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ৪–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান রাশাদা উইলিয়ামস (১৫৭) লিজেল লি (২৪৮)
সর্বাধিক উইকেট কিয়ানা জোসেফ (৫) ডানে ফন নিকের্ক (৮)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র হয়
সর্বাধিক রান ডিয়ান্ড্রা ডটিন (৫৪) লিজেল লি (১১৪)
সর্বাধিক উইকেট হেইলি ম্যাথিউস (৪) মারিজান কাপ (৪)
সিরিজ সেরা খেলোয়াড় লিজেল লি (দক্ষিণ আফ্রিকা)

দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল ২০২১ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে পাঁচটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ সফর করে।[১][২] ওডিআই ম্যাচগুলো ২০২১ নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[৩]

টি২০আই সিরিজটি ১–১ ব্যবধানে ড্র হয়।[৪] ওডিআই সিরিজে দক্ষিণ আফ্রিকা ৪–১ ব্যবধানে জয়ী হয়।[৫]

দলীয় সদস্য[সম্পাদনা]

 ওয়েস্ট ইন্ডিজ  দক্ষিণ আফ্রিকা
ওডিআই[৬] টি২০আই[৭] ওডিআই ও টি২০আই[৮]

দক্ষিণ আফ্রিকা ওডিআই ও টি২০আই ম্যাচের জন্য আলাদা দল ঘোষণা না করে সফরের জন্য ১৮ সদস্যের মিলিত দল ঘোষণা করে।[৯] কোয়ারেন্টিন সংক্রান্ত জটিলতার কারণে ওয়েস্ট ইন্ডিজ দলের নিয়মিত অধিনায়ক স্তাফানি টেলর খেলতে সমর্থ না হওয়ায় আনিসা মোহাম্মদকে সিরিজের জন্য অধিনায়ক ঘোষণা করা হয়।[১০] আঙুলের চোটে আনিসা মোহাম্মদ পঞ্চম ওডিআই থেকে ছিটকে যাওয়ায় ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়কত্ব করেন ডিয়ান্ড্রা ডটিন[১১]

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

৩১ আগস্ট ২০২১
১৪:০০
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
১৩৫/৩ (২০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
২১/১ (২.৫ ওভার)
ফলাফল হয়নি
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, নর্থ সাউন্ড
আম্পায়ার: জ্যাকলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ) ও দানেশ রামধানি (ওয়েস্ট ইন্ডিজ)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
  • কিয়ানা জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই[সম্পাদনা]

২ সেপ্টেম্বর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
১৬৫/৩ (২০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১১৫/৮ (২০ ওভার)
লিজেল লি ৭৫ (৫২)
হেইলি ম্যাথিউস ২/৪৩ (৩ ওভার)
ব্রিটনি কুপার ২৬ (১৫)
মারিজান কাপ ৩/৩১ (৪ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৫০ রানে জয়ী
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, নর্থ সাউন্ড
আম্পায়ার: জোনাথান ব্লেডস (ওয়েস্ট ইন্ডিজ) ও দানেশ রামধানি (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: লিজেল লি (দক্ষিণ আফ্রিকা)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই[সম্পাদনা]

৪ সেপ্টেম্বর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
৮০/৯ (২০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
৮১/৫ (১১.৫ ওভার)
সুনে লুস ২৩ (৩৭)
কারিশমা রামহরক ৩/৮ (৩ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, নর্থ সাউন্ড
আম্পায়ার: জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ) ও জ্যাকলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: কারিশমা রামহরক (ওয়েস্ট ইন্ডিজ)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

ওডিআই সিরিজ[সম্পাদনা]

১ম ওডিআই[সম্পাদনা]

৭ সেপ্টেম্বর ২০২১
১৪:৪৫ (দিন/রাত)
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
১৫৩ (৪৬.৪ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
১৫৭/২ (৩৯.৩ ওভার)
কিসিয়া নাইট ৩৯ (৭৮)
আয়াবোংগা খাকা ২/১৭ (৭.৪ ওভার)
লিজেল লি ৯১* (১২৭)
কিয়ানা জোসেফ ১/২৬ (৮ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়ী
কুলিজ ক্রিকেট মাঠ, অসবোর্ন
আম্পায়ার: জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ) ও দানেশ রামধানি (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: লিজেল লি (দক্ষিণ আফ্রিকা)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২য় ওডিআই[সম্পাদনা]

১০ সেপ্টেম্বর ২০২১
১০:০০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
১২০ (৪৪.২ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
১২১/১ (১৫.৪ ওভার)
কিসিয়া নাইট ২২ (৩৭)
মারিজান কাপ ৩/২৪ (৯ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী
কুলিজ ক্রিকেট মাঠ, অসবোর্ন
আম্পায়ার: জোনাথান ব্লেডস (ওয়েস্ট ইন্ডিজ) ও জ্যাকলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: লরা ভোলফার্ড্‌ট (দক্ষিণ আফ্রিকা)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় ওডিআই[সম্পাদনা]

১৩ সেপ্টেম্বর ২০২১
১০:০০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
১৫৭ (৪৮.৪ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
১৫৮/২ (৩৬.৪ ওভার)
লিজেল লি ৭৮* (১২০)
কিয়ানা জোসেফ ২/২৪ (৭.৪ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়ী
কুলিজ ক্রিকেট মাঠ, অসবোর্ন
আম্পায়ার: জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ) ও দানেশ রামধানি (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: শবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৪র্থ ওডিআই[সম্পাদনা]

১৬ সেপ্টেম্বর ২০২১
১০:০০
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
১৮৫/৬ (৫০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১৫০/৯ (৫০ ওভার)
রাশাদা উইলিয়ামস ৪২ (৯০)
ডানে ফন নিকের্ক ৩/২৩ (৮ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৩৫ রানে জয়ী
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, নর্থ সাউন্ড
আম্পায়ার: জোনাথান ব্লেডস (ওয়েস্ট ইন্ডিজ) ও জ্যাকলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: ডানে ফন নিকের্ক (দক্ষিণ আফ্রিকা)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • চেরি-অ্যান ফ্রেজার (ওয়েস্ট ইন্ডিজ)-এর ওডিআই অভিষেক হয়।

৫ম ওডিআই[সম্পাদনা]

১৯ সেপ্টেম্বর ২০২১
১০:০০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
১৯২/৫ (৫০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
১৯২/৭ (৫০ ওভার)
রাশাদা উইলিয়ামস ৭৮* (১৩৮)
নাদিন দে ক্লের্ক ৩/৩৩ (১০ ওভার)
লিজেল লি ৬১ (৭৮)
শেনেতা গ্রিমন্ড ৪/৩৩ (১০ ওভার)
ম্যাচ টাই (ওয়েস্ট ইন্ডিজ সুপার ওভারে জয়ী)
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, নর্থ সাউন্ড
আম্পায়ার: জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ) ও জ্যাকলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: শেনেতা গ্রিমন্ড (ওয়েস্ট ইন্ডিজ)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "West Indies to host South Africa ahead of Women's World Cup Qualifiers"‌আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২১ 
  2. "West Indies Women to host South Africa Women in eight-match Series in Antigua"ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২১ 
  3. "West Indies to host South Africa ahead of Women's World Cup qualifiers"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২১ 
  4. "Bowlers drive West Indies win; share T20I series with South Africa"উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২১ 
  5. "Dottin and Grimmond excel as West Indies claim Super Over victory"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২১ 
  6. "West Indies Women's squad named for 1st CG Insurance T20I against South Africa Women"ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২১ 
  7. "13-Member West Indies Women's squad selected for first two CG Insurance ODIs"ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২১ 
  8. "Dane van Niekerk, Chloe Tryon return as South Africa name 18-member squad for West Indies tour"উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২১ 
  9. "Dane van Niekerk returns to lead Proteas on Windies tour"স্পোর্ট২৪ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২১ 
  10. "Stafanie Taylor out of T20Is against South Africa; Anisa Mohammed named interim West Indies captain"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২১ 
  11. "Dottin to captain the West Indies Women for the 5th CG Insurance ODI"ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]