বিষয়বস্তুতে চলুন

২০২১–২২ ইন্ডিয়ান সুপার লিগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইন্ডিয়ান সুপার লিগ
২০২১–২২ ইন্ডিয়ান সুপার লিগ পোস্টার
মৌসুম২০২১–২২
তারিখ১৯ নভেম্বর ২০২১ — ২০ মার্চ ২০২২
চ্যাম্পিয়নহায়দ্রাবাদ এফসি (১ম শিরোপা)
শীর্ষ স্থানেজামশেদপুর এফসি (১ম শিরোপা)
মোট খেলা১১৫
মোট গোলসংখ্যা৩৫৪ (ম্যাচ প্রতি ৩.০৮টি)
শীর্ষ গোলদাতাবার্থেলোমিউ ওগবেচে (হায়দ্রাবাদ) (১৮টি গোল)
সেরা গোলরক্ষকপ্রভসুখন গিল (কেরল ব্লাস্টার্স)
(৮৩.৫২ মিনিট প্রতি গোল)
সবচেয়ে বড় হোম জয়হায়দ্রাবাদ ৬–১ ওড়িশা
সবচেয়ে বড় অ্যাওয়ে জয়নর্থইস্ট ইউনাইটেড ০–৫ হায়দ্রাবাদ
চেন্নাইয়িন ০–৫ গোয়া
সর্বোচ্চ স্কোরিংওড়িশা ৬–৪ ইস্টবেঙ্গল
দীর্ঘতম টানা জয়জামশেদপুর (৭টি ম্যাচ)
দীর্ঘতম টানা অপরাজিতএটিকে মোহনবাগান (১৫টি ম্যাচ)
দীর্ঘতম টানা জয়বিহীনইস্টবেঙ্গল (১১টি ম্যাচ)
দীর্ঘতম টানা পরাজয়গোয়া
বেঙ্গালুরু
নর্থইস্ট ইউনাইটেড
ইস্টবেঙ্গল
চেন্নাইয়িন (৩টি ম্যাচ)
মোট উপস্থিতি১১,৫০০
সব পরিসংখ্যান ২০ মার্চ ২০২২ অনুযায়ী সঠিক।

২০২১–২২ ইন্ডিয়ান সুপার লিগ হল ইন্ডিয়ান সুপার লিগের অষ্টম মৌসুম। মুম্বই সিটি এফসি হল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স এবং লিগ উইনার্স শিল্ড ডিফেন্ডার। প্রতিযোগিতাটি গোয়ার তিনটি দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল।[]

গত মৌসুম থেকে পরিবর্তন

[সম্পাদনা]
  • কোনো ক্লাব সর্বাধিক জন ও সর্বনিম্ন জন্য বিদেশী খেলোয়াড় সই করতে পারবে, যাদের মধ্যে অন্তত ১ জনকে এএফসি ভুক্ত দেশের অন্তর্গত হতে হবে।
  • একটি ম্যাচে একটি ক্লাবের পক্ষ থেকে জন বিদেশী খেলোয়াড় একটি ম্যাচের কোনো মূহুর্তে থাকতে পারবে।
  • একটি ম্যাচে একটি ক্লাবের পক্ষ থেকে ৭ জন ভারতীয় খেলোয়াড় একটি ম্যাচের কোনো মূহুর্তে থাকতে পারবে।
  • ক্লাবগুলি তাদের উঠতি খেলোয়াড়ের সংখ্যা ন্যূনতম ২ থেকে ৪ পর্যন্ত বাড়িয়ে দেবে, যেখানে এই ধরনের ২ টি উঠতি খেলোয়াড় ম্যাচ-ডে স্কোয়াডের অংশ হতে থাকবে।
  • স্কোয়াডে সর্বাধিক ৩৫ জন খেলোয়াড় রাখা যাবে যার মধ্যে সর্বাধিক ৩ জন গোলকিপার রাখা যাবে। একজন আঘাতপ্রাপ্ত ভারতীয়ের বদলি হিসেবে ৩৫ জনের বাইরের খেলোয়াড় নেওয়া যাবে।
  • স্কোয়াড স্যালারি ক্যাপ ১৬.৫ কোটি ($ ২.৩ মিলিয়ন) থাকে।

সূচি ঘোষণা

[সম্পাদনা]

ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড(এফএসডিএল) ১৩ সেপ্টেম্বর ২০২১ প্রথম এগারোটা রাউন্ডের সূচি ঘোষণা করে, যাতে খেলাগুলি ১৯ নভেম্বর ২০২১ থেকে ৯ জানুয়ারি ২০২২ পর্যন্ত খেলাগুলির উল্লেখ দেখা যায়।[]

এছাড়া বলা হয় ৯ জানুয়ারি ২০২২ এর পর বাকি রাউন্ডের সূচি ঘোষিত হবে। কিন্তু ২১ ডিসেম্বর ২০২১-এই বাকি ১১টি রাউন্ডের সূচি ঘোষিত হয়।[]

স্টেডিয়াম ও অবস্থান

[সম্পাদনা]
দল অবস্থান ঘরের মাঠ ধারণ ক্ষমতা
এটিকে মোহনবাগান কলকাতা, পশ্চিমবঙ্গ ফতোরদা স্টেডিয়াম ১৮,৬০০
মুম্বই সিটি মুম্বই, মহারাষ্ট্র
নর্থইস্ট ইউনাইটেড গুয়াহাটি, আসাম
গোয়া মারগাও, গোয়া জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়াম ৩০,০০০
বেঙ্গালুরু ব্যাঙ্গালোর, কর্ণাটক
হায়দ্রাবাদ হায়দ্রাবাদ, তেলেঙ্গানা
জামশেদপুর জামশেদপুর, ঝাড়খণ্ড
ইস্টবেঙ্গল কলকাতা, পশ্চিমবঙ্গ তিলক ময়দান স্টেডিয়াম ৫,০০০
কেরালা ব্লাস্টার্স কোচি, কেরল
ওড়িশা ভুবনেশ্বর, ওড়িশা
চেন্নাইয়িন চেন্নাই, তামিলনাড়ু
কর্মী এবং পৃষ্ঠপোষকতা
দল প্রধান প্রশিক্ষক সজ্জা প্রস্তুতকারক প্রধান পৃষ্ঠপোষক
এটিকে মোহনবাগান স্পেন জুয়ান ফেরান্দো ভারত নিভিয়া স্পোর্টস ফিলিপাইন স্ববেট
মুম্বই সিটি ইংল্যান্ড ডেস বাকিংহাম জার্মানি পুমা ভারত ডাফা নিউস
নর্থইস্ট ইউনাইটেড ভারত খালিদ জামিল[] ভারত সিক্স৫সিক্স ভারত জন আব্রাহাম
গোয়া ভারত ডেরিক পেরেরা ভারত রেইউর স্পোর্টস ভারত ডেল্টা কর্প লিমিটেড
বেঙ্গালুরু জার্মানি মার্কো পেজইউইলি জার্মানি পুমা ভারত জিন্দল
হায়দ্রাবাদ স্পেন ম্যানুয়েল রোকা ডেনমার্ক হামেল ইন্টারন্যাশনাল ভারত যান্ডস্লাইট
জামশেদপুর স্কটল্যান্ড ওয়েন কয়েল ভারত নিভিয়া স্পোর্টস ভারত টাটা স্টিল
ইস্টবেঙ্গল স্পেন মারিও রিভেরা ভারত রেইউর স্পোর্টস ভারত শ্রী সিমেন্ট
কেরালা ব্লাস্টার্স সার্বিয়া ইভান ভুকোমানোভিচ ভারত সিক্স৫সিক্স ভারত বাইজু'স
ওড়িশা স্পেন কিনো গার্সিয়া (অন্তর্বর্তী)[] ডেনমার্ক হামেল ইন্টারন্যাশনাল ভারত ওড়িশা সরকার
চেন্নাইয়িন ভারত সৈয়দ শাবির পাশা (অন্তর্বর্তী) ভারত নিভিয়া স্পোর্টস ভারত অ্যাপোলো টায়ার্স

বিদেশী খেলোয়াড়ের তালিকা

[সম্পাদনা]
ক্লাব বিদেশী খেলোয়াড়
এএফসি
খেলোয়াড়
প্রাক্তন
এটিকে মোহনবাগান ফিজি রয় কৃষ্ণ স্পেন টিরি প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড কার্ল ম্যাকহিউ ফিনল্যান্ড জনি কাউকো ফ্রান্স হিউগো বুমোস অস্ট্রেলিয়া ডেভিড উইলিয়ামস
বেঙ্গালুরু ব্রাজিল অ্যালান কোস্টা ব্রাজিল ক্লেইটন সিলভা ব্রাজিল ব্রুনো রামিরেজ কঙ্গো প্রজাতন্ত্র প্রিন্স ইবারা ক্যামেরুন ইয়াইয়া বানানা ইরান ঈমান বাসাফা গ্যাবন ইরোন্ডু-মুসাভু কিং
চেন্নাইয়িন পোল্যান্ড এরিয়েল বোরিসিয়ুক পোল্যান্ড লুকাজ গিকিয়েউকজ লিথুয়ানিয়া নেরিজাস ভাল্সকিস হাঙ্গেরি ভ্লাদিমির কোমান সার্বিয়া স্ল্যাভকো ড্যামজানোভিচ কিরগিজস্তান মির্লান মুর্জায়েভ ব্রাজিল রাফায়েল ক্রিভেলারো
ইস্টবেঙ্গল ব্রাজিল মার্সেলো রেবেইরো নেদারল্যান্ডস ড্যারেন সিডোয়েল ক্রোয়েশিয়া ফ্যানজো প্রসে স্পেন ফ্রান সোটা ক্রোয়েশিয়া আন্তোনিও পেরোসেভিচ নেপাল অনন্ত তামাং নাইজেরিয়া ড্যানিয়েল চিমা
স্লোভেনিয়া আমির ডার্ভিসেভিচ
অস্ট্রেলিয়া টমিস্লাভ মারসেলা
কেরালা ব্লাস্টার্স আর্জেন্টিনা জর্জ পেরেরা দিয়াজ বসনিয়া ও হার্জেগোভিনা এনেস সিপোভিচ ক্রোয়েশিয়া মার্কো লেস্কোভিচ উরুগুয়ে আদ্রিয়ান লুনা স্পেন আলভারো ভাসকুইয়েজ ভুটান চেনচো গেইলশেন
জামশেদপুর ব্রাজিল অ্যালেক্স লিমা ব্রাজিল এলি সাবিয়া নাইজেরিয়া ড্যানিয়েল চিমা ইংল্যান্ড পিটার হার্টলে স্কটল্যান্ড গ্রেগ স্টুয়ার্ট অস্ট্রেলিয়া জর্ডান মুরে লিথুয়ানিয়া নেরিজাস ভাল্সকিস
হায়দ্রাবাদ নাইজেরিয়া বার্থেলোমিউ ওগবেচে স্পেন জুয়ানান স্পেন এডু গার্সিয়া ব্রাজিল জোয়াও ভিক্টর স্পেন জেভিয়ার সিভেরিও অস্ট্রেলিয়া জোয়েল চাইনিজ
ওড়িশা স্পেন আরিদায়ি কাব্রেরা স্পেন ভিক্টর মোঙ্গিল ব্রাজিল জোনাথাস ক্রিশ্চিয়ান ডি জেসাস স্পেন হেক্টর রোডাস স্পেন হাবি হার্নান্ডেজ মালয়েশিয়া লিরিডন ক্রাসনিকি
নর্থইস্ট ইউনাইটেড জ্যামাইকা দেশর্ন ব্রাউন ব্রাজিল মার্সেলিনহো স্পেন হের্নান সান্তানা অস্ট্রিয়া মার্কো সাহানেক ফ্রান্স জাকারিয়া দিয়ালো অস্ট্রেলিয়া লিয়াম ম্যাকগিং উরুগুয়ে ফেডেরিকো গালেগো
মার্তিনিক ম্যাথিয়াস কৌরিয়ুর
মৌরিতানিয়া খাসা কামারা
মুম্বই স্পেন ইগর অ্যাঙ্গুলো মরক্কো আহমেদ জাহুহ ব্রাজিল কাসিও গ্যাব্রিয়েল সেনেগাল মুর্তাদা ফল ব্রাজিল দিয়েগো মুরিসিয়ো অস্ট্রেলিয়া ব্র্যাড ইনমান ব্রাজিল ইগোর কাতাতায়ু
গোয়া স্পেন এডু বিডিয়া স্পেন ইভান গঞ্জালেজ স্পেন জর্জ ওর্টিজ স্পেন আলবার্তো নগুয়েরা স্পেন আইরাম কাব্রেরা অস্ট্রেলিয়া ডিলান ফক্স

নিয়মিত মরসুম

[সম্পাদনা]

লিগ টেবিল

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
জামশেদপুর (Q) ২০ ১৩ ৪২ ২১ +২১ ৪৩ প্রিমিয়ার্স২০২৩-২৪ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্ব প্লে-অফ ও আইএসএল প্লে-অফ পর্ব
হায়দ্রাবাদ (Q, C) ২০ ১১ ৪৩ ২৩ +২০ ৩৮ প্লে-অফে অগ্রসর
এটিকে মোহনবাগান (Q) ২০ ১০ ৩৭ ২৬ +১১ ৩৭
কেরালা ব্লাস্টার্স (Q) ২০ ৩৪ ২৪ +১০ ৩৪
মুম্বই সিটি ২০ ৩৬ ৩১ +৫ ৩১
বেঙ্গালুরু ২০ ৩২ ২৭ +৫ ২৯
ওড়িশা ২০ ৩১ ৪৩ −১২ ২৩
চেন্নাইয়িন ২০ ১০ ১৭ ৩৫ −১৮ ২০
গোয়া ২০ ২৯ ৩৫ −৬ ১৯
১০ নর্থইস্ট ইউনাইটেড ২০ ১২ ২৫ ৪৩ −১৮ ১৪
১১ ইস্টবেঙ্গল ২০ ১১ ১৮ ৩৬ −১৮ ১১
উৎস: ইন্ডিয়ান সুপার লিগ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড পয়েন্ট; ৩) হেড-টু-হেড গোল পার্থক্য; ৪) হেড-টু-হেড গোল করা; ৫) গোল পার্থক্য; ৬) গোল সংখ্যা; ৭) ন্যায্য খেলা র‌্যাঙ্কিং; ৮) লটারি
(C) চ্যাম্পিয়ন; (Q) নির্দেশিত পর্বে উত্তীর্ণ।


ফলাফল

[সম্পাদনা]
স্বাগতিক \ সফরকারী AMB BEN CHE EAB GOA HYD JAM KER MCI NEU OFC
এটিকে মোহনবাগান ২–০ ১–১ ৩–১ ২–১ ২–২ ০–১ ৪–২ ১–৫ ৩–১ ০–০
বেঙ্গালুরু ৩–৩ ৩–০ ১–১ ১–১ ১–২ ৩–১ ১–১ ১–৩ ৪–২ ২–১
চেন্নাইয়িন ০–১ ২–৪ ০–০ ০–৫ ১–১ ১–৪ ০–৩ ০–১ ২–১ ২–১
ইস্টবেঙ্গল ০–৩ ০–১ ২–২ ৩–৪ ০–৪ ১–১ ১–১ ০–০ ১–১ ১–২
গোয়া ০–২ ২–১ ১–০ ১–২ ১–১ ১–৩ ৪–৪ ০–২ ১–১ ১–১
হায়দ্রাবাদ ১–০ ০–১ ১–১ ৩–২ ০–৩ ২–১ ২–১ ৫–১ ৬–১
জামশেদপুর ২–১ ০–০ ০–১ ১–০ ১–০ ১–১ ৩–০ ৩–২ ৩–২ ৫–১
কেরালা ব্লাস্টার্স ২–২ ০–১ ৩–০ ১–০ ২–২ ১–০ ১–১ ৩–১ ২–১ ২–১
মুম্বই সিটি ১–১ ০–৩ ১–০ ১–০ ৩–০ ১–৩ ৪–২ ০–৩ ১–১ ৪–১
নর্থইস্ট ইউনাইটেড ২–৩ ২–১ ১–২ ২–০ ২–১ ০–৫ ২–৩ ০–০ ৩–৩ ০–২
ওড়িশা ১–১ ৩–১ ২–২ ৬–৪ ১–১ ২–৩ ০–৪ ০–২ ৪–২ ১–০
উৎস: ইন্ডিয়ান সুপার লিগ
রং: নীল = স্বাগতিক দল বিজয়ী; হলুদ = ড্র; লাল = সফরকারী দল বিজয়ী।

রাউন্ড প্রতি ফল

[সম্পাদনা]
দল ╲ রাউন্ড১০১১১২১৩১৪১৫১৬১৭১৮১৯২০
এটিকে মোহনবাগান
বেঙ্গালুরু
চেন্নাইয়িন
গোয়া
হায়দ্রাবাদ
জামশেদপুর
কেরালা ব্লাস্টার্স
মুম্বই সিটি
নর্থইস্ট ইউনাইটেড
ওড়িশা
ইস্টবেঙ্গল
উৎস: ইন্ডিয়ান সুপার লিগ
  = জয়;   = ড্র;   = হার

রাউন্ড প্রতি অবস্থান

[সম্পাদনা]
দল ╲ রাউন্ড১০১১১২১৩১৪১৫১৬১৭১৮১৯২০
এটিকে মোহনবাগান
বেঙ্গালুরু১০১০
চেন্নাইয়িন
গোয়া১১১১১১১১১০
হায়দ্রাবাদ
জামশেদপুর
কেরালা ব্লাস্টার্স
মুম্বই সিটি
নর্থইস্ট ইউনাইটেড১০১০১০১০১০১০১১১০১০১১১১১১১০১০
ওড়িশা
ইস্টবেঙ্গল১০১০১০১১১১১১১১১১১১১১১১১০১১১১১০১০১০১১১১
উৎস: ইন্ডিয়ান সুপার লিগ
  = প্রিমিয়ার্স;   = প্লে-অফ

প্লে-অফ পর্ব

[সম্পাদনা]

সেমি-ফাইনাল

[সম্পাদনা]
  সেমিফাইনাল ফাইনাল
                 
 জামশেদপুর  
 কেরালা ব্লাস্টার্স  
     কেরালা ব্লাস্টার্স ১ (১)
   হায়দ্রাবাদ (পে.) ১ (৩)
 এটিকে মোহনবাগান
 হায়দ্রাবাদ  
দল ১ সমষ্টি দল ২ ১ম লেগ ২য় লেগ
জামশেদপুর ১– কেরালা ব্লাস্টার্স ০–১ ১–১
এটিকে মোহনবাগান ২– হায়দ্রাবাদ ১–৩ ১–০

ফাইনাল

[সম্পাদনা]
কেরালা ব্লাস্টার্স১–১হায়দ্রাবাদ
রাহুল কেপি গোল ৬৮' আইএসএল তাভোরা গোল ৮৮'
পেনাল্টি
৩–১
দর্শক সংখ্যা: ১১,৫০০
রেফারি: ভারত ক্রিস্টাল জন

পুরস্কার

[সম্পাদনা]

ম্যাচ সেরা

[সম্পাদনা]
ম্যাচ নং ম্যাচ সেরা ম্যাচ নং ম্যাচ সেরা ম্যাচ নং ম্যাচ সেরা
খেলোয়াড় ক্লাব খেলোয়াড় ক্লাব খেলোয়াড় ক্লাব
ফ্রান্স হিউগো বুমোস এটিকে এমবি ভারত উদন্ত সিং বেঙ্গালুরু ক্রোয়েশিয়া আন্তোনিও পেরোসেভিচ ইস্টবেঙ্গল
স্পেন ইগর অ্যাঙ্গুলো মুম্বই সিটি হাঙ্গেরি ভ্লাদিমির কোমান চেন্নাইয়িন স্পেন হাভি হার্নান্ডেজ ওড়িশা
স্পেন হের্নান সান্তানা নর্থইস্ট ইউনাইটেড লিথুয়ানিয়া নেরিজাস ভাল্সকিস জামশেদপুর ফিনল্যান্ড জনি কাউকো এটিকে এমবি
১০ ব্রাজিল জোয়াও ভিক্টর হায়দ্রাবাদ ১১ ভারত হারমানজোৎ খাবরা বেঙ্গালুরু ১২ ভারত লাল্লিয়ানজুয়ালা ছাঙতে চেন্নাইয়িন
১৩ স্পেন হেক্টর রোডাস ওড়িশা ১৪ ভারত বিক্রম প্রতাপ সিং মুম্বই সিটি ১৫ স্কটল্যান্ড গ্রেগ স্টুয়ার্ট জামশেদপুর
১৬ ভারত হিরা মন্ডল ইস্টবেঙ্গল ১৭ স্পেন হের্নান সান্তানা নর্থইস্ট ইউনাইটেড ১৮ ভারত লালেঙমাউইয়া রালতে মুম্বই সিটি
১৯ উরুগুয়ে আদ্রিয়ান লুনা কেরল ব্লাস্টার্স ২০ ভারত জিতেন্দ্র সিং জামশেদপুর ২১ স্পেন আলবার্তো নগুয়েরা গোয়া
২২ ভারত সৌভিক চক্রবর্তী হায়দ্রাবাদ ২৩ ব্রাজিল ক্যাসিও গ্যাব্রিয়েল মুম্বই সিটি ২৪ ব্রাজিল জোনাথাস ক্রিশ্চিয়ান ডি জেসাস ওড়িশা
২৫ ভারত অনিরুদ্ধ থাপা চেন্নাইয়িন ২৬ ভারত দেবেন্দ্র মুরগাঁওকর গোয়া ২৭ উরুগুয়ে আদ্রিয়ান লুনা কেরল ব্লাস্টার্স
২৮ ভারত আশীষ রাই হায়দ্রাবাদ ২৯ স্কটল্যান্ড গ্রেগ স্টুয়ার্ট জামশেদপুর ৩০ ভারত রাহুল ভেকে মুম্বই সিটি
৩১ ভারত শুভাশিস বসু এটিকেএমবি ৩২ মৌরিতানিয়া খাসা কামারা নর্থইস্ট ইউনাইটেড ৩৩ সার্বিয়া স্ল্যাভকো ড্যামজানোভিচ চেন্নাইয়িন
৩৪ স্পেন আইরাম কাব্রেরা গোয়া ৩৫ স্পেন আলভারো ভাসকুইয়েজ কেরালা ব্লাস্টার্স ৩৬ স্কটল্যান্ড গ্রেগ স্টুয়ার্ট জামশেদপুর
৩৭ ভারত লিস্টন কোলাকো এটিকেএমবি ৩৮ উরুগুয়ে আদ্রিয়ান লুনা কেরালা ব্লাস্টার্স ৩৯ ভারত লালরিনলিয়ানা হ্ নামতে ইস্টবেঙ্গল
৪০ স্পেন ইভান গঞ্জালেজ গোয়া ৪১ স্কটল্যান্ড গ্রেগ স্টুয়ার্ট জামশেদপুর ৪২ জ্যামাইকা দেশর্ন ব্রাউন নর্থইস্ট ইউনাইটেড
৪৩ নাইজেরিয়া বার্থেলোমিউ ওগবেচে হায়দ্রাবাদ ৪৪ ভারত লিস্টন কোলাকো এটিকে এমবি ৪৫ ভারত রোশন নাওরেম বেঙ্গালুরু
৪৬ স্পেন জর্জ ওর্টিজ গোয়া ৪৭ ভারত মহম্মদ সাজিদ ধোত চেন্নাইয়িন ৪৮ ভারত জেরি মাউইমিংথাঙ্গা ওড়িশা
৪৯ ভারত আদিল খান ইস্টবেঙ্গল ৫০ ভারত আশীষ রাই হায়দ্রাবাদ ৫১ ভারত ঈশান পন্ডিতা জামশেদপুর
৫২ ভারত সৌরভ দাস ইস্টবেঙ্গল ৫৩ ভারত থৈবা সিং ওড়িশা ৫৪ ভারত আনোয়ার আলি গোয়া
৫৫ স্পেন আলভারো ভাসকুইয়েজ কেরালা ব্লাস্টার্স ৫৬ ভারত রোশন নাওরেম বেঙ্গালুরু ৫৭ স্কটল্যান্ড গ্রেগ স্টুয়ার্ট জামশেদপুর
৫৮ ভারত হারমানজোৎ খাবরা কেরালা ব্লাস্টার্স ৫৯ ভারত দেবজিত মজুমদার চেন্নাইয়িন ৬০ স্পেন জর্জ ওর্টিজ গোয়া
৬১ ভারত সন্দেশ ঝিঙ্গন এটিকে এমবি ৬২ ভারত লাল্থাথাঙ্গা খলরিং কেরালা ব্লাস্টার্স ৬৩ ব্রাজিল অ্যালেক্স জামশেদপুর
৬৪ স্পেন আরিদাই কাব্রেরা ওড়িশা ৬৫ ভারত নাওরেম মহেশ সিং ইস্টবেঙ্গল ৬৬ উরুগুয়ে আদ্রিয়ান লুনা কেরালা ব্লাস্টার্স
৬৭ স্কটল্যান্ড গ্রেগ স্টুয়ার্ট জামশেদপুর ৬৮ সার্বিয়া স্ল্যাভকো ড্যামজানোভিচ চেন্নাইয়িন ৬৯ অস্ট্রেলিয়া ডিলান ফক্স গোয়া
৭০ নাইজেরিয়া বার্থেলোমিউ ওগবেচে হায়দ্রাবাদ ৭১ ব্রাজিল ক্যাসিও গ্যাব্রিয়েল মুম্বই সিটি ৭২ ভারত উদন্ত সিং বেঙ্গালুরু
৭৩ ভারত আকাশ মিশ্র হায়দ্রাবাদ ৭৪ ভারত রেনেশ টিপি জামশেদপুর ৭৫ ভারত কিয়ান নাসিরি এটিকে এমবি
৭৬ ভারত রোশন নাওরেম বেঙ্গালুরু ৭৭ নাইজেরিয়া বার্থেলোমিউ ওগবেচে হায়দ্রাবাদ ৭৮ স্পেন ভিক্টর মোঙ্গিল ওড়িশা
৭৯ নেদারল্যান্ডস ড্যারেন সিডোয়েল ইস্টবেঙ্গল ৮০ স্পেন টিরি এটিকে এমবি ৮১ স্পেন আলভারো ভাসকুইয়েজ কেরালা ব্লাস্টার্স
৮২ ব্রাজিল ব্রুনো রামিরেজ বেঙ্গালুরু ৮৩ ভারত লাল্লিয়ানজুয়ালা ছাঙতে মুম্বই সিটি ৮৪ স্পেন হাভি হার্নান্ডেজ ওড়িশা
৮৫ ভারত লিস্টন কোলাকো এটিকে এমবি ৮৬ স্পেন জর্জ ওর্টিজ গোয়া ৮৭ স্কটল্যান্ড গ্রেগ স্টুয়ার্ট জামশেদপুর
৮৮ ব্রাজিল জোয়াও ভিক্টর হায়দ্রাবাদ ৮৯ ফিনল্যান্ড জনি কাউকো এটিকে এমবি ৯০ ভারত বিপিন সিং মুম্বই সিটি
৯১ ভারত লালথাথাঙ্গা খলরিং কেরালা ব্লাস্টার্স ৯২ ভারত মনবীর সিং এটিকে এমবি ৯৩ ভারত রহিম আলি চেন্নাইয়িন
৯৪ ভারত জো জোহেরলিয়ানা নর্থইস্ট ইউনাইটেড ৯৫ নাইজেরিয়া বার্থেলোমিউ ওগবেচে হায়দ্রাবাদ ৯৬ ভারত মুবাশির রহমান জামশেদপুর
৯৭ ভারত দানিশ ফারুক ভাট বেঙ্গালুরু ৯৮ ভারত বিপিন সিং মুম্বই সিটি ৯৯ স্পেন জুয়ানান হায়দ্রাবাদ
১০০ ভারত সেবেস্টিয়ান থাঙমুয়ানসাং ওড়িশা ১০১ ভারত রিকি লাল্লামাওমা জামশেদপুর ১০২ ভারত সঞ্জীব স্তালিন কেরালা ব্লাস্টার্স
১০৩ ভারত মেহতাব সিং মুম্বই সিটি ১০৪ ভারত জো জোহেরলিয়ানা নর্থইস্ট ইউনাইটেড ১০৫ স্পেন টিরি এটিকে এমবি
১০৬ নাইজেরিয়া ড্যানিয়েল চিমা জামশেদপুর ১০৭ ভারত লারা শর্মা বেঙ্গালুরু ১০৮ ভারত সৌভিক চক্রবর্তী হায়দ্রাবাদ
১০৯ স্পেন আইরাম কাব্রেরা গোয়া ১১০ ইংল্যান্ড পিটার হার্টলে ১১১ (সেমি) ভারত রুইভা হরমিপাম কেরল ব্লাস্টার্স
১১২ (সেমি) নাইজেরিয়া বার্থেলোমিউ ওগবেচে হায়দ্রাবাদ ১১৩ (সেমি) উরুগুয়ে আদ্রিয়ান লুনা কেরল ব্লাস্টার্স ১১৪ (সেমি) ভারত লক্ষ্মীকান্ত কাট্টিমনি হায়দ্রাবাদ
১১৫ (ফাইনাল) ভারত লক্ষ্মীকান্ত কাট্টিমনি হায়দ্রাবাদ উৎস: ইন্ডিয়ান সুপার লিগ

পরিসংখ্যান

[সম্পাদনা]

সর্বোচ্চ গোলদাতা

[সম্পাদনা]
অব. খেলোয়াড় ক্লাব গোল[]
নাইজেরিয়া বার্থেলোমিউ ওগবেচে হায়দ্রাবাদ ১৮
স্পেন ইগর অ্যাঙ্গুলো মুম্বই সিটি ১০
স্কটল্যান্ড গ্রেগ স্টুয়ার্ট জামশেদপুর
ব্রাজিল ক্লেইটন সিলভা বেঙ্গালুরু
নাইজেরিয়া ড্যানিয়েল চিমা জামশেদপুর
স্পেন জর্জ ওর্টিজ গোয়া
ব্রাজিল ক্রিশ্চিয়ান জোনাথাস ডি জেসাস ওড়িশা
আর্জেন্টিনা জর্জ দিয়াজ কেরালা ব্লাস্টার্স
ভারত লিস্টন কোলাকো এটিকে মোহনবাগান
স্পেন আলভারো ভাসকুইয়েজ কেরালা ব্লাস্টার্স

সর্বাধিক অ্যাসিস্ট

[সম্পাদনা]
অব. খেলোয়াড় ক্লাব অ্যাসিস্ট[]
স্কটল্যান্ড গ্রেগ স্টুয়ার্ট জামশেদপুর ১০
মরক্কো আহমেদ জাহুহ মুম্বই সিটি
ভারত নাওরেম রোশন সিং বেঙ্গালুরু
উরুগুয়ে আদ্রিয়ান লুনা কেরালা ব্লাস্টার্স
ফিনল্যান্ড জনি কাউকো এটিকে মোহনবাগান
স্পেন জর্জ ওর্টিজ গোয়া
ফ্রান্স হিউগো বুমোস এটিকে মোহনবাগান
স্পেন হাভি হার্নান্ডেজ ওড়িশা
ব্রাজিল ক্যাসিও গ্যাব্রিয়েল মুম্বই সিটি
ভারত লিস্টন কোলাকো এটিকে মোহনবাগান

হ্যাট-ট্রিক

[সম্পাদনা]
খেলোয়াড় দল প্রতিপক্ষ ফলাফল তারিখ তথ্যসূত্র
স্কটল্যান্ড গ্রেগ স্টুয়ার্ট জামশেদপুর ওড়িশা ৪–০ ১৪ ডিসেম্বর ২০২১ []
জ্যামাইকা দেশর্ন ব্রাউন নর্থইস্ট ইউনাইটেড মুম্বই সিটি ৩–৩ ২৭ ডিসেম্বর ২০২১ []
নাইজেরিয়া বার্থেলোমিউ ওগবেচে হায়দ্রাবাদ ইস্টবেঙ্গল ৪–০ ২৪ জানুয়ারি ২০২২ [১০]
ভারত কিয়ান নাসিরি এটিকে মোহনবাগান ইস্টবেঙ্গল ৩–১ ২৯ জানুয়ারি ২০২২ [১১]
স্পেন জর্জ ওর্টিজ গোয়া চেন্নাইয়িন ৫–০ ৯ ফেব্রুয়ারি ২০২২ [১২]
স্পেন আইরাম কাব্রেরা গোয়া কেরালা ব্লাস্টার্স ৪–৪ ৬ মার্চ ২০২২ [১৩]
  •      হোম দলের হয়ে হ্যাট-ট্রিক
  •      অ্যাওয়ে দলের হয়ে হ্যাট-ট্রিক

শৃঙ্খলা

[সম্পাদনা]

খেলোয়াড়

[সম্পাদনা]
  • সর্বাধিক হলুদ কার্ড: [১৪]
    • ভারত রোশন নাওরেম (বেঙ্গালুরু)
    • ভারত দানিশ ফারুক ভাট (বেঙ্গালুরু)
    • স্পেন হের্নান সান্তানা (নর্থইস্ট ইউনাইটেড)
    • ভারত থৈবা সিং (ওড়িশা)
    • আর্জেন্টিনা জর্জ দিয়াজ (কেরল ব্লাস্টার্স)
    • ভারত লালথাথাঙ্গা খলরিং (কেরল ব্লাস্টার্স)
  • সর্বাধিক লাল কার্ড: [১৫]
    • ভারত দীপক টাংরি (এটিকে মোহনবাগান)
    • স্পেন জর্জ ওর্টিজ (গোয়া)
    • ভারত সুরেশ সিং ওয়াংজাম (বেঙ্গালুরু)
    • ক্রোয়েশিয়া আন্তোনিও পেরোসেভিচ (ইস্টবেঙ্গল)
    • সেনেগাল মুর্তাদা ফল (মুম্বই সিটি)
    • ভারত আমে রানাওয়াদে (মুম্বই সিটি)
    • ভারত আয়ুষ অধিকারী (কেরালা ব্লাস্টার্স)
    • ভারত প্রবীর দাস (এটিকে মোহনবাগান)
    • আর্জেন্টিনা জর্জ দিয়াজ (কেরালা ব্লাস্টার্স)
    • ফিজি রয় কৃষ্ণ (এটিকে মোহনবাগান)
    • ভারত মুবাশির রহমান (জামশেদপুর)
    • ব্রাজিল জোনাথাস ক্রিশ্চিয়ান (ওড়িশা)

ক্লাব

[সম্পাদনা]
  • সর্বাধিক হলুদ কার্ড: ৪৮[১৬]
    • নর্থইস্ট ইউনাইটেড
  • সর্বাধিক লাল কার্ড: [১৭]
    • এটিকে মোহনবাগান

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ISL set to allow crowds for the first time in two years"স্পোর্টস্টার। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২২ 
  2. "২০২১-২২ ইন্ডিয়ান সুপার লিগ প্রথম পর্বের সূচি"ইন্ডিয়ান সুপার লিগ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১৪ 
  3. "Indian Super League announce fixtures for second-half of ISL 2021-22 season"। Khel Now। ২১ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২২ 
  4. "NorthEast United FC appoint Gerard Nus as their new head coach"Indian Super League। ২৫ আগস্ট ২০২০। ২২ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২০ 
  5. "Odisha FC appoint Kino Garcia as interim Head Coach."। Odisha FC। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২২ 
  6. "Indian Super League Player Stats - Goals"। Indian Super League। ২০ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২১ 
  7. "Indian Super League Player Stats - Assists"। Indian Super League। ২০ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২১ 
  8. "Odisha FC vs Jamshedpur FC Live Score Update, Commentary, Scorecard"Indian Super League (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-১৪ 
  9. "NorthEast United vs. Mumbai City - 27 December 2021 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২১ 
  10. "East Bengal vs. Hyderabad - 24 January 2022 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২২ 
  11. "ATK Mohun Bagan vs. East Bengal - 29 January 2022 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৯ 
  12. "Chennaiyin vs. Goa - 9 February 2022 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২২ 
  13. "Goa vs. Kerala Blasters - 6 March 2022 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২২ 
  14. "Indian Super League Player Stats - Yellow Cards"। Indian Super League। ২০ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০২১ 
  15. "Indian Super League Player Stats - Red Cards"। Indian Super League। ১ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০২১ 
  16. "Indian Super League Club Stats - Yellow Cards"। Indian Super League। ৮ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০২১ 
  17. "Indian Super League Club Stats - Red Cards"। Indian Super League। ১ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০২১