২০২১–২২ উয়েফা চ্যাম্পিয়নস লিগ
![]() | |
বিবরণ | |
---|---|
তারিখ | বাছাইপর্ব: ২২ জুন – ২৫ আগস্ট ২০২১ চূড়ান্ত পর্ব: ১৪ সেপ্টেম্বর ২০২১ – ২৮ মে ২০২২ |
দল | চূড়ান্ত পর্ব: ৩২ মোট: ৮০ (৫৪টি অ্যাসোসিয়েশন থেকে) |
চূড়ান্ত অবস্থান | |
চ্যাম্পিয়ন | ![]() |
রানার-আপ | ![]() |
পরিসংখ্যান | |
ম্যাচ | ১২৪ |
গোল সংখ্যা | ৩৮০ (ম্যাচ প্রতি ৩.০৬টি) |
দর্শক সংখ্যা | ৪৪,০২,২৫৫ (ম্যাচ প্রতি ৩৫,৫০২ জন) |
শীর্ষ গোলদাতা | ![]() |
২০২১–২২ উয়েফা চ্যাম্পিয়নস লিগ হচ্ছে উয়েফা কর্তৃক আয়োজিত ইউরোপীয় দলগুলোর ফুটবল প্রতিযোগিতার ৬৭তম আসর এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নস ক্লাব হতে উয়েফা চ্যাম্পিয়নস লিগে নামে পরিবর্তন করার পর ৩০তম আসর।
এই আসরের ফাইনাল ফ্রান্সর সাঁ-দ্যনির স্তাদ দ্য ফ্রান্সে অনুষ্ঠিত হয়।[১] ফাইনালে রিয়াল মাদ্রিদ ১–০ গোলে লিভারপুলকে পরাজিত করে ১৪তম শিরোপা লাভ করে।[২] ২০২১–২২ উয়েফা চ্যাম্পিয়নস লিগের বিজয়ী দল ২০২২ উয়েফা সুপার কাপে ২০২১–২২ উয়েফা ইউরোপা লিগের বিজয়ী দলের বিরুদ্ধে খেলার যোগ্যতা অর্জন করবে। একই সাথে উভয় দল স্বয়ংক্রিয়ভাবে ২০২২–২৩ উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলার জন্য উত্তীর্ণ হবে।
দল বণ্টন[সম্পাদনা]
উয়েফার ৫৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৫৪টি রাষ্ট্রের সর্বমোট ৭৯টি দল ২০২১–২২ উয়েফা চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণ করবে (শুধুমাত্র লিশটেনস্টাইন এর ব্যতিক্রম, কারণ তারা কোনো ঘরোয়া লিগ আয়োজন করে না)। উয়েফা দেশ গুণাঙ্ক নিয়ম অনুযায়ী উয়েফার অ্যাসোসিয়েশন র্যাঙ্কিং করা হয়, যার মাধ্যমে এই প্রতিযোগিতায় প্রত্যেক অ্যাসোসিয়েশন হতে কতটি দল অংশগ্রহণ করবে তা নির্ধারণ করা হবে:
- অ্যাসোসিয়েশন ১–৪ হতে ৪টি করে দল খেলার যোগ্যতা অর্জন করবে।
- অ্যাসোসিয়েশন ৫–৬ হতে ৩টি করে দল খেলার যোগ্যতা অর্জন করবে।
- অ্যাসোসিয়েশন ৭–১৫ হতে ২টি করে দল খেলার যোগ্যতা অর্জন করবে।
- অ্যাসোসিয়েশন ১৬–৫৫ (ব্যতিক্রম লিশটেনস্টাইন) হতে ১টি করে দল খেলার যোগ্যতা অর্জন করবে।
- ২০২০–২১ উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ২০২০–২১ উয়েফা ইউরোপা লিগের বিজয়ীদের এই আসরে খেলার একটি অতিরিক্ত প্রবেশাধিকার রয়েছে, যার মাধ্যমে তারা যদি তাদের ঘরোয়া লিগের মাধ্যমে ২০২১–২২ উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন না করেও এই আসরে অংশগ্রহণ কতে পারবে।
অ্যাসোসিয়েশন র্যাঙ্কিং[সম্পাদনা]
২০২১–২২ উয়েফা চ্যাম্পিয়নস লিগের জন্য, ২০২০ সালের উয়েফা দেশ গুণাঙ্ক অনুযায়ী প্রত্যেক সদস্য রাষ্ট্র হতে কতটি দল খেলবে তা বরাদ্দ করা হয়েছে, যেটি ২০১৫–১৬ মৌসুম হতে ২০১৯–২০ মৌসুম পর্যন্ত ইউরোপীয় প্রতিযোগিতায় তাদের ফলাফলের ওপর ভিত্তি করে নির্ধারিত।[৩]
এই দেশ গুণাঙ্কের দল বরাদ্দ ছাড়াও, নিম্নে উল্লেখিত ক্ষেত্রে অ্যাসোসিয়েশন হতে অতিরিক্ত দলও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে:
- (ইউসিএল) – ২০২০–২১ উয়েফা চ্যাম্পিয়নস লিগ বিজয়ী দলের জন্য অতিরিক্ত স্থান।
- (ইউইএল) – ২০২০–২১ উয়েফা ইউরোপা লিগ বিজয়ী দলের জন্য অতিরিক্ত স্থান।
|
|
|
দল[সম্পাদনা]
নিম্নে উল্লেখিত ছকে বন্ধনীগুলো প্রতিটি দল কীভাবে এই আসরে প্রবেশ করেছে তা নির্দেশ করে:
- চ্যা: চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়ন
- ইউ: ইউরোপা লিগ চ্যাম্পিয়ন
- ১ম, ২য়, ৩য়, ৪র্থ: পূর্ববর্তী মৌসুম শেষে লিগের পয়েন্ট তালিকায় অবস্থান
- পরিত্যক্ত-: ইউরোপে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে জাতীয় অ্যাসোসিয়েশন দ্বারা পরিত্যক্ত মৌসুম শেষে লিগের পয়েন্ট তালিকায় অবস্থান; করোনাভাইরাসের মহামারীর প্রতিক্রিয়া হিসেবে ইউরোপীয় প্রতিযোগিতায় সকল দলের অংশগ্রহণে নির্দেশিকা অনুসারে উয়েফার অনুমোদন প্রয়োজন।[৪]
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
চ্যাম্পিয়ন পথ | লিগ পথ | ||
---|---|---|---|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() | ||
![]() |
চ্যাম্পিয়নস পথ | লিগ পথ | ||
---|---|---|---|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
গ্রুপ পর্ব[সম্পাদনা]
গ্রুপ এ[সম্পাদনা]
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন | MCI | PAR | RBL | BRU | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
৬ | ৪ | ০ | ২ | ১৮ | ১০ | +৮ | ১২ | নকআউট পর্বে উত্তীর্ণ | — | ২–১ | ৬–৩ | ৪–১ | |
২ | ![]() |
৬ | ৩ | ২ | ১ | ১৩ | ৮ | +৫ | ১১ | ২–০ | — | ৩–২ | ৪–১ | ||
৩ | ![]() |
৬ | ২ | ১ | ৩ | ১৫ | ১৪ | +১ | ৭ | ইউরোপা লিগে স্থানান্তরিত | ২–১ | ২–২ | — | ১–২ | |
৪ | ![]() |
৬ | ১ | ১ | ৪ | ৬ | ২০ | −১৪ | ৪ | ১–৫ | ১–১ | ০–৫ | — |
গ্রুপ বি[সম্পাদনা]
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন | LIV | ATM | POR | MIL | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
৬ | ৬ | ০ | ০ | ১৭ | ৬ | +১১ | ১৮ | নকআউট পর্বে উত্তীর্ণ | — | ২–০ | ২–০ | ৩–২ | |
২ | ![]() |
৬ | ২ | ১ | ৩ | ৭ | ৮ | −১ | ৭ | ২–৩ | — | ০–০ | ০–১ | ||
৩ | ![]() |
৬ | ১ | ২ | ৩ | ৪ | ১১ | −৭ | ৫ | ইউরোপা লিগে স্থানান্তরিত | ১–৫ | ১–৩ | — | ১–০ | |
৪ | ![]() |
৬ | ১ | ১ | ৪ | ৬ | ৯ | −৩ | ৪ | ১–২ | ১–২ | ১–১ | — |
গ্রুপ সি[সম্পাদনা]
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন | AJX | SPO | DOR | BES | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
৬ | ৬ | ০ | ০ | ২০ | ৫ | +১৫ | ১৮ | নকআউট পর্বে উত্তীর্ণ | — | ৪–২ | ৪–০ | ২–০ | |
২ | ![]() |
৬ | ৩ | ০ | ৩ | ১৪ | ১২ | +২ | ৯[ক] | ১–৫ | — | ৩–১ | ৪–০ | ||
৩ | ![]() |
৬ | ৩ | ০ | ৩ | ১০ | ১১ | −১ | ৯[ক] | ইউরোপা লিগে স্থানান্তরিত | ১–৩ | ১–০ | — | ৫–০ | |
৪ | ![]() |
৬ | ০ | ০ | ৬ | ৩ | ১৯ | −১৬ | ০ | ১–২ | ১–৪ | ১–২ | — |
গ্রুপ ডি[সম্পাদনা]
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন | RMA | INT | SHE | SHK | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
৬ | ৫ | ০ | ১ | ১৪ | ৩ | +১১ | ১৫ | নকআউট পর্বে উত্তীর্ণ | — | ২–০ | ১–২ | ২–১ | |
২ | ![]() |
৬ | ৩ | ১ | ২ | ৮ | ৫ | +৩ | ১০ | ০–১ | — | ৩–১ | ২–০ | ||
৩ | ![]() |
৬ | ২ | ১ | ৩ | ৭ | ১১ | −৪ | ৭ | ইউরোপা লিগে স্থানান্তরিত | ০–৩ | ১–৩ | — | ২–০ | |
৪ | ![]() |
৬ | ০ | ২ | ৪ | ২ | ১২ | −১০ | ২ | ০–৫ | ০–০ | ১–১ | — |
গ্রুপ ই[সম্পাদনা]
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন | BAY | BEN | BAR | DKV | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
৬ | ৬ | ০ | ০ | ২২ | ৩ | +১৯ | ১৮ | নকআউট পর্বে উত্তীর্ণ | — | ৫–২ | ৩–০ | ৫–০ | |
২ | ![]() |
৬ | ২ | ২ | ২ | ৭ | ৯ | −২ | ৮ | ০–৪ | — | ৩–০ | ২–০ | ||
৩ | ![]() |
৬ | ২ | ১ | ৩ | ২ | ৯ | −৭ | ৭ | ইউরোপা লিগে স্থানান্তরিত | ০–৩ | ০–০ | — | ১–০ | |
৪ | ![]() |
৬ | ০ | ১ | ৫ | ১ | ১১ | −১০ | ১ | ১–২ | ০–০ | ০–১ | — |
গ্রুপ এফ[সম্পাদনা]
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন | MUN | VIL | ATA | YB | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
৬ | ৩ | ২ | ১ | ১১ | ৮ | +৩ | ১১ | নকআউট পর্বে উত্তীর্ণ | — | ২–১ | ৩–২ | ১–১ | |
২ | ![]() |
৬ | ৩ | ১ | ২ | ১২ | ৯ | +৩ | ১০ | ০–২ | — | ২–২ | ২–০ | ||
৩ | ![]() |
৬ | ১ | ৩ | ২ | ১২ | ১৩ | −১ | ৬ | ইউরোপা লিগে স্থানান্তরিত | ২–২ | ২–৩ | — | ১–০ | |
৪ | ![]() |
৬ | ১ | ২ | ৩ | ৭ | ১২ | −৫ | ৫ | ২–১ | ১–৪ | ৩–৩ | — |
গ্রুপ জি[সম্পাদনা]
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন | LOSC | SAL | SEV | WOL | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
৬ | ৩ | ২ | ১ | ৭ | ৪ | +৩ | ১১ | নকআউট পর্বে উত্তীর্ণ | — | ১–০ | ০–০ | ০–০ | |
২ | ![]() |
৬ | ৩ | ১ | ২ | ৮ | ৬ | +২ | ১০ | ২–১ | — | ১–০ | ৩–১ | ||
৩ | ![]() |
৬ | ১ | ৩ | ২ | ৫ | ৫ | ০ | ৬ | ইউরোপা লিগে স্থানান্তরিত | ১–২ | ১–১ | — | ২–০ | |
৪ | ![]() |
৬ | ১ | ২ | ৩ | ৫ | ১০ | −৫ | ৫ | ১–৩ | ২–১ | ১–১ | — |
গ্রুপ এইচ[সম্পাদনা]
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন | JUV | CHE | ZEN | MAL | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
৬ | ৫ | ০ | ১ | ১০ | ৬ | +৪ | ১৫ | নকআউট পর্বে উত্তীর্ণ | — | ১–০ | ৪–২ | ১–০ | |
২ | ![]() |
৬ | ৪ | ১ | ১ | ১৩ | ৪ | +৯ | ১৩ | ৪–০ | — | ১–০ | ৪–০ | ||
৩ | ![]() |
৬ | ১ | ২ | ৩ | ১০ | ১০ | ০ | ৫ | ইউরোপা লিগে স্থানান্তরিত | ০–১ | ৩–৩ | — | ৪–০ | |
৪ | ![]() |
৬ | ০ | ১ | ৫ | ১ | ১৪ | −১৩ | ১ | ০–৩ | ০–১ | ১–১ | — |
নকআউট পর্ব[সম্পাদনা]
১৬ দলের পর্ব[সম্পাদনা]
দল ১ | সমষ্টি | দল ২ | ১ম লেগ | ২য় লেগ |
---|---|---|---|---|
রেড বুল স্ল্যাজবার্গ ![]() |
২–৮ | ![]() |
১–১ | ১–৭ |
স্পোর্টিং সিপি ![]() |
০–৫ | ![]() |
০–৫ | ০–০ |
বেনফিকা ![]() |
৩–২ | ![]() |
২–২ | ১–০ |
চেলসি ![]() |
৪–১ | ![]() |
২–০ | ২–১ |
অ্যাটলেটিকো মাদ্রিদ ![]() |
২–১ | ![]() |
১–১ | ১–০ |
ভিলারিয়াল ![]() |
৪–১ | ![]() |
১–১ | ৩–০ |
ইন্টার মিলান ![]() |
১–২ | ![]() |
০–২ | ১–০ |
প্যারিস সাঁ-জারমাঁ ![]() |
২–৩ | ![]() |
১–০ | ১–৩ |
কোয়ার্টার-ফাইনাল[সম্পাদনা]
দল ১ | সমষ্টি | দল ২ | ১ম লেগ | ২য় লেগ |
---|---|---|---|---|
চেলসি ![]() |
৪–৫ | ![]() |
১–৩ | ৩–২ (অ.স.প.) |
ম্যানচেস্টার সিটি ![]() |
১–০ | ![]() |
১–০ | ০–০ |
ভিলারিয়াল ![]() |
২–১ | ![]() |
১–০ | ১–১ |
বেনফিকা ![]() |
৪–৬ | ![]() |
১–৩ | ৩–৩ |
সেমি-ফাইনাল[সম্পাদনা]
দল ১ | সমষ্টি | দল ২ | ১ম লেগ | ২য় লেগ |
---|---|---|---|---|
ম্যানচেস্টার সিটি ![]() |
৫–৬ | ![]() |
৪–৩ | ১–৩ (অ.স.প.) |
লিভারপুল ![]() |
৫–২ | ![]() |
২–০ | ৩–২ |
ফাইনাল[সম্পাদনা]
লিভারপুল ![]() | ০–১ | ![]() |
---|---|---|
প্রতিবেদন | ভিনি ![]() |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "UEFA competitions to resume in August"। UEFA.com। Union of European Football Associations। ১৭ জুন ২০২০। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২০।
- ↑ ডেস্ক, খেলা। "ভিনির গোলে, কোর্তোয়ার গ্লাভসে রিয়ালের ১৪তম মহাকাব্য"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২২-০৮-০৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Country coefficients 2019/20"। UEFA.com। Union of European Football Associations। ২০২০। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "Guidelines on eligibility principles for 2020/21 UEFA Club Competitions – COVID 19" (পিডিএফ)। UEFA.com। Union of European Football Associations। ২৩ এপ্রিল ২০২০। ২৫ নভেম্বর ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২০।
- ↑ McNulty, Phil (২৮ মে ২০২২)। "Liverpool 0–1 Real Madrid: Reds beaten in Paris as Vinicius Jr hits winner"। BBC Sport। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২২।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (ইংরেজি)