২০১৮ ফিফা বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠান
২০১৮ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ৩:৩০ (বিএসটি) বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮ তারিখে রাশিয়ার রাজধানী মস্কোর লুঝনিকি স্টেডিয়াম-এ অনুষ্ঠিত হয়,[১] স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের প্রায় আধা ঘণ্টা আগে।[২][৩]
অনুষ্ঠান
[সম্পাদনা]ব্রাজিলের সাবেক বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার রোনালদো রাশিয়া ২০১৮ শার্ট পরিহিত একটি শিশুর সঙ্গে হাটেন। শুরুতেই দর্শকদের মাতিয়ে তোলেন ইংল্যান্ডের বিখ্যাত পপ শিল্পী রবি উইলিয়ামস। ‘'লেট মি এন্টারটেন ইউ’' গান গাইতে গাইতে মাঠে প্রবেশ করেন তিনি। ববি উইলিয়ামসের সাথে তাল মেলাতে ড্রাগন পাখির সদৃশ একটি বাহনে করে ডানায় ভর করে মাঠে প্রবেশ করেন রাশিয়ান বিখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী এইদা গারিফুলিনা। তারা উভয়ে যৌথভাবে “এঞ্জেলস” গানটি পরিবেশন করেন। রোনালদো আনুষ্ঠানিক বল আডিডাস টেলস্টার ১৮ সাথে নিয়ে ফিরে আসেন, যেটি মার্চ মাসে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ক্রুদের সাথে নিয়ে যাওয়া হয় এবং জুন মাসের প্রথম দিকে পৃথিবীতে ফিরে আসে।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Tirkey, Joy (১৩ জুন ২০১৮)। "FIFA World Cup, Opening Ceremony: When And Where To Watch, Live Coverage On TV, Live Streaming Online"। NDTV Sports। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৮।
- ↑ "World Cup 2018 Opening Ceremony: What time will it start and when will Robbie Williams feature?"। The Telegraph। ১৩ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৮।
- ↑ "Robbie Williams show at World Cup opening ceremony is too short to ever be dull"। Guardian। ১৪ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৮।
- ↑ "World Cup 2018: Ronaldo and Robbie Williams star in opening ceremony"। BBC। ১৪ জুন ২০১৮।