২০১৭-এর চিলির দাবানল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৭-এর চিলির দাবানল
২৫ জানুয়ারি, ২০১৭ সালে নাসার তুলা ছবিতে দাবানলের স্যাটেলাইট চিত্র
অবস্থান চিলি
পরিসংখ্যান
মোট দগ্ধ২,৯৭৭ (২৭ জানুয়ারি, ২০১৭ মোতাবেক)
মোট এলাকা১২,৫০,০০০ একর (৫,০৫৯ কিমি) [১]
ক্ষতিগ্রস্থ
বাড়িঘর
১০০০+
হতাহত১১

২০১৭-এর চিলির দাবানল বলতে বছরজুড়ে দেশটিতে সংগঠিত হওয়া দাবানলসমূহকে বুঝাচ্ছে।

প্রভাব[সম্পাদনা]

২৭-২৮ জানুয়ারিতে, চিলির আধুনিক ইতিহাসে দাবানলটিকে সবচেয়ে ধ্বংসাত্মক হিসেবে বর্ণনা করা হয় যার ফলে ১১ লোক প্রাণ হারায়, যার মধ্যে পাঁচজন অগ্নিনির্বাপণকারী ছিল এবং মধ্য মাউলে অঞ্চলের সান্টা অলগা শহরে ধ্বংস সাধন করে, হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়।[২][৩]

প্রতিক্রিয়া[সম্পাদনা]

২০ জানুয়ারি, দাবানলটি সংগঠিত হওয়ার পর এর প্রতিক্রিয়াস্বরূপ চিলির প্রেসিডেন্ট দেশটিতে জরুরী অবস্থা ঘোষণা করেন।[৪]

চিলির প্রেসিডেন্ট মিশেল বাশলে দাবানলের কারণে ২৪-২৫ জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া পঞ্চম সিইএলএসি সম্মেলন যোগদানের জন্য ডোমিনিকান প্রজাতন্ত্রের পুন্তা কানায় সফরের পরিকল্পনা বাতিল করেন।[৫]

আন্তর্জাতিক সমর্থন[সম্পাদনা]

A wildfire burning in Pirque, Santiago Metropolitan Region, on January 21, 2017.

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]